অ্যামাজন.কম সম্পর্কে কিছু কথা
এর আগে আমি বিশ্বের সেরা ১০টি ই-কমার্স কোম্পানী নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম ব্লগে। অনেকে সেটি পড়েছেন এবং বেশ কয়েকজন তাদের মূল্যবান মন্তব্য দিয়েছেন।তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই ধৈর্য ধরে আমার পোস্টটি পড়বার জন্যে এবং মন্তব্য দেবার জন্যে। “বিশ্বের সেরা ১০টি ই-কমার্স কোম্পানী” পোস্টটির ইংরেজি আমি ইকমবিডি.নেট এ পোস্ট করেছি। আগ্রহী হলে সেটিও পড়ে দেখতে পারেন। এবার