অ্যামাজন.কম সম্পর্কে কিছু কথা

এর আগে আমি বিশ্বের সেরা ১০টি ই-কমার্স কোম্পানী নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম ব্লগে। অনেকে সেটি পড়েছেন এবং বেশ কয়েকজন তাদের মূল্যবান মন্তব্য দিয়েছেন।তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই ধৈর্য ধরে আমার পোস্টটি পড়বার জন্যে এবং মন্তব্য দেবার জন্যে। “বিশ্বের সেরা ১০টি ই-কমার্স কোম্পানী”  পোস্টটির ইংরেজি আমি ইকমবিডি.নেট এ পোস্ট করেছি। আগ্রহী হলে সেটিও পড়ে দেখতে পারেন। এবার

একটা ই-কমার্স অনলাইন স্টোর শুরুর আগে কিভাবে পরিকল্পনা করতে হবে, কি কি বিবেচনায় আনতে হবে ।

১। প্রথমেই আপনাকে সিদ্বান্ত নিতে হবে যে, কোন পণ্য বা সেবা অফার করবেন। সময় নিন,অত্তাধিক তাড়াহুড়া করবেন না। ট্রেন্ড জানতে দেখুন অন্য লোকেরা কি বিক্রি করছে । কাউকে অনুসরণ না করাই ভাল। আপনি ক্যালেন্ডার চেক করতে ভুলে গিয়ে শীতের শেষে কম্বল বিক্রি শুরু করলেন কারন আপনি দেখেছিলেন কেউ একজন গত সপ্তাহে কম্বল খুব ভাল বিক্রি