ই কমার্স শুরুর খরচাপাতি
ই কমার্স শুরুর খরচাপাতি জাহাঙ্গীর আলম শোভন ই কমার্স শুরু করার ব্যাপারে যেসব বিষয়ে ভীতি কাজ করে তারমধ্যে অন্যতম হলো পুজিপাট্টা। অনেকে মনে করেন একদম টাকাই লাগেনা। আবার অনেকে ভাবেন নিশ্চয় অনেক টাকার ব্যবাপর স্যাপার। আসলে দুটি কথাই সত্য। আপনি যদি ধারে পন্য এনে শুধু ফেউসবুকে এড দিয়ে বেচতে পারেন। তাহলেতো তেমন খরচের ব্যাপার নেই।