
ই-কমার্স সম্পর্কে কিছু ভুল ধারনা এবং সমাধান
আবুল খায়ের অনেক দিন পর লিখছি, তবে আজকের লেখার পিছনে বেশ কিছু কারন রয়েছে। লেখার শুরুতেই আগে একটা ছোট গল্প শোনাতে চাই। গত কালকে ই-ক্যাব মেম্বার’স জেনারেল মিটিং এবং সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠান শুরু হওয়ার আগ মূহুর্তে আমরা যখন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখন ষাট উর্ধ একজন সিনিয়র সিটিজেন এসেছিলেন অডিটোরিয়ামে কি হচ্ছে তা জানার জন্য।