যে প্রশ্নগুলোর উত্তর জেনে ই কমার্স শুরু করবেন
জাহাঙ্গীর আলম শোভন

যারা নতুন উদ্যোক্তা তারা নিচের প্রশ্নগুলোর উত্তর জানেন কিনা। নিজেকে যাচাই করে নিন। জরুরী নয় যে আপনি সব জানবেন। তবে বেশীরভাগ প্রশ্নের উত্তর জানা দরকার। েএবং কিছূ কিছু আবশ্যকীয় প্রশ্নের উত্তর জানা দরকার।

 

ecommerce-web-design

সাধারণ ব্যবসায়িক জ্ঞান
১. ব্যবসায় বাণিজ্য সম্পর্কে আপনার কোন প্রাথমিক ধারণা আছে কিনা?
২. কোন ব্যবসা করতে কি পরিমাণ পুজি দরকার হয় সেটা আপনি জানেন কিন?
৩. ব্যসায়ের লাভ ও লোকসান কিভাবে হিসাব করা হয়, ব্যাপারটা বোঝেন কিনা?
৪. একটা ব্যবসা শুরু করলে, ব্যবস্থাপনা, বিজ্ঞাপন, প্রচারণা কোন কাজে কত শতাংশ খরচ করতে হয় এধরনের কোন থিংকিং আপনার আছে কিনা?
৫. আয় ও ব্যয়ের মধ্যে কিভাবে সামঞ্জস্য বিধান করতে হয় জানেন কিনা?
বিপনন জ্ঞান
১. ছবিতোলা সম্পর্কে এবং ছবি এডিটিং সম্পর্কে কেমন ধারণা রাখেন, ভেবেছেন কিনা?
২. ভিডিওগ্রাফির গুরুত্ব জানেন কিনা? ভিডিও মার্কেটিং এর কোন প্লান করেছেন কিনা?
৩. ফেইসবুকে ও অন্যান্য সামাজিক সাইটে কিভাবে সঠিক পোস্ট দিতে হয় শিখেছেন কিনা?
৪. কার্যকরী বিজ্ঞাপনের ব্যাপারে আপনি কোন পরিকল্পনা হাতে নিয়েছেন কিনা?
৫. কোন বিপনন পক্রিয়ায় কি ফল আসে সেটা নির্ণয়ের কোন টুল ঠিক করেছেন কিনা?

লাভ লোকসান ধারণা
১. ব্যবস্থাপনা, হিসাবপত্র, মানুষের সাথে লেনদেন সম্পর্ক রক্ষা ইত্যাদি বিষয়ে আপনি কতটা পারঙ্গম?
২. আপনি মার্কেটিং কৌশল ঠিক করেছেন কিনা? কয়টা মার্কেটিং কৌশল জানেন ভেবে দেখেছেন কিনা?
৩. আপনার টার্গেট কাস্টমার কারা? তাদের জন্য কোন বিপনন পদ্ধতি ভালো এ ব্যাপারে কোন স্টাডি করেছেন কিনা?
৪. কি পরিমাণ অর্থ কোন ধরনের মার্কেটিংএ খরচ করলে কি পরিমান আউটপুট আসে এমন কোন ধারণা নিয়েছেন কিনা?
৫. প্রথম দিকে মার্কেটিং বা প্রচারনার জন্য কোন বিশেষ প্রকল্প রেখেছেন কিনা?
সংশ্লিষ্ট পন্য বা সেবার জ্ঞান
১. আপনি যে পন্য নিয়ে ব্যবসায় নেমেছেন বাজারে এর চাহিদা ও যোগান সম্পর্কে খোজখবর নিয়েছেন কিনা?
২. আপনার পন্যটির বিকল্প কি পন্য আছে সেগুলোর দাম ও মানের তুলনামূলক পার্থক্য সম্পর্কে জেনেছেন কিনা?
৩. আপনার প্রতিদ্ধন্ধি হিসেবে বাজারে যারা আছে তাদের জনপ্রিয়তা ও কৌশল সম্পর্কে আপনি কতটা অবহিত?
৪. পন্যটির উৎপাদক, দাম, লাভ, পরিবহন, সিজন ইত্যাদি বিষয়ে ভালোভাবে জানেন কিনা?
৫. সে পন্য বা সেবার ভবিষ্যৎ ব্যবসায় কি রকম চাহিদা হবে তা বিশ্লেষন করেছেন কিনা?
প্রযুক্তি জ্ঞান
১. ফেইসবুকে কিভাবে শপ খুলে কেনাকাটা ও প্রচারণা চালানো হয় তা ভালোভাবে জানেন কিনা?
২. কি ধরনের গ্রাইন্ডে কি ধরনের ওয়েবসাইট বানালে কি সুবিধা অসুবিধা জানেন কিনা?
৩. অনলাইনে কিভাবে আপনার এসইও ও র‌্যাংকিং বাড়িয়ে ক্রেতা আনতে হয় তা শিখেছেন কিনা?
৪. ইন্টারনেট ওয়েবসাইট ও ফেবসিবুক ফেইজের সিকিউরিটির ব্যাপারে আপনি সচেতন কিনা?
৫. পেমেন্ট গেটওয়ে ধারণা ও প্রসিডিওর সম্পর্কে ঠিকভাবে জেনেছেন কিনা?
সংশ্লিষ্ট বিষয়:
১. ট্রেড লাইসেন্স, ভ্যাট, টিন সম্পর্কে আপনি ওয়াকিবহাল কিনা?
২. কোম্পানী আইন, কোম্পানী রেজিস্ট্রেশন ও ট্রেড মার্ক সম্পর্কে প্রাথমিক ধারণা রাখেন কিনা?
৩. কর্মী ব্যবস্থাপনা, পাবলিক রিলেশান এর ব্যাপারে আপনি যতœবান কিনা?
৪. সমাজের প্রতি দায়িত্ব পালনে আপনি প্রস্তুত কিনা?
৫. ব্যবসায়ের লোকসান বহন ও ক্ষতি কাটিয়ে উঠতে আপনি সক্ষম কিনা?
সাপ্লাই ও ডেলিভারী
১. পন্যনংগ্রহ, ক্রয়, সাপ্লাই চেন সম্পর্কে আপনি বিশদ জানেন কিনা?
২. পন্য পরিবহন, সংরক্ষণ, প্যাকিং বিষয়ে আপনার প্রয়োজনীয় জ্ঞান আছে কিনা?
৩. পন্য ডেলিভারীর জন্য দেশে কি কি পথ রয়েছে, কোনটার কোন সুবিধা কোন অসুবিধা ইতোমধ্যে জেনেছেন কিনা?
৪. কোন কোনভাবে পেমেন্ট নেয়া যায় সবগুলো প্রসেস জানেন কিনা?
৫. পন্যে বিক্রিরপর কাস্টমার কেয়ার সার্ভিস এর ব্যাপারে আপনি সচেতন কিনা?
পলিসি
১. কত শতাংশ লাভ করবেন। এবং প্রয়োজনে কতটাকা লোকসান সামলাতে পারবেন ঠিক করেছেন কিনা?
২. লোকসান হলে ঘুরে দাড়াবেন কিভাবে সেটা ভেবে রেখেছেন কিনা?
৩. কাস্টমারের প্রতি কি ধরনের মেসেজ দেবেন, আপনার শ্লোগান বা আইডেন্টিটিটি ঠিক করেছেন কিনা?
৪. ধাপে ধাপে ব্যবসায়ের পরিধি বাড়াতে হলে কি পক্রিয়ায় আগাবেন ঠিক করেছেন কিনা?
৫. কি কি সমস্যা দেখা দিতে পারে, সেগুলোর সাম্ভাব্য সমাধান কি তা ঠিক করেছেন কিনা?
অন্যান্য
১. পুজি সংগ্রহের ব্যাপারে নিশ্চয়তা পেয়েছেন কিনা?
২. বাজারের উপর কোন সমীক্ষা, জরিপ বা অবজার্ভেশন করেছেন কিনা?
৩. যে বিষয়গুলো ভালো বোঝেন না, সে বিষয়ে বিশ্বস্থ কাউকে পেয়েছেন কিনা?
৪. আপনার যে ব্যবসা সে ব্যাপারে দেশের আইন কানুন ও নীতিমালা জানেন কিনা?
৫. ই ক্যাব ব্লগে ই কমার্সের উপর প্রয়োজণীয় লেখাগুলো ভালোভাবে পড়েছেন কিনা?

আপনার জানার ঘাটতি থাকলে প্রথমে ই ক্যাব পেইজের পোস্টগুলো পড়ুন
ই ক্যাব ব্লগের লেখাগুলো পড়ুন। স্কাইপে আডডায় অংশ নিন।

13,830 total views, 3 views today

Comments

comments

Your email address will not be published.