Sample Press Release
নমূনা প্রেস রিলিজ বা সংবাদ বিজ্ঞপ্তি

জাহাঙ্গীর আলম শোভন

cosmetics-photography-2

আগেই আপনাদের বলে দিয়েছি যে প্রেস রিলিজ কি? কখন কেন কিভাবে লেখা হয়। তারপরও অনকেই এর নমূনা চেয়েছেন। সেজন্য আজকের পোস্ট। আপনারা নিজেই বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রেস রিলিজগুলো দেখে নিতে পারেন। অথবা অনলাইনে সার্চ দিয়েও যতখুশি প্রেস রিলিজ দেখে নিতে পারেন। আবার আমিও আপনাদের লিংক দিতে পারতাম। অথবা কপি পেস্ট করে দেখাতে পারতাম। তা না করে আমি মৌলিকভাবে ক’টি প্রেস রিলিজ লিখে দিলাম আপনাদের জন্য। এই জিনিসগুলো একাধারে আমার আপনার এবং ই ক্যাবের কনটেন্ট রিসোর্স এর একটা অংশ।
আমি সাধারণত বিভিন্ন লেখায় উদাহরনের মাধ্যমে নতুন নতুন আইডিয়া দিয়ে থাকি। এগুলোতেও তার ব্যতিক্রম নয়। এখানে বিভিন্ন নাম ও কর্মসূচীর মাধ্যমে নতুন কিছু মেসেজ দেয়ার চেস্টা করবো। অতীতে এই বিষয়গুলো অনেকে ধরতে পেরেছেন। অনেকে আবার পারেন নি। আজ শুরুতেই বলে দিলাম

11045347_1078908322126685_3363778374927524558_n

নমূনা প্রেস রিলিজ- ১:
মেজবান ডট কম
বেইলী রোড, ঢাকা
ফোন: ওয়েব, ই মেইল

প্রেসবিজ্ঞপ্তি

আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যেবিশ্ব শিশুদিবস উপলক্ষে্্য  আমরা পথশিশুদের পাশে দাড়াতে এক যুগপৎ কর্মসূচী ঘোষণা করেছি। আগামী কাল থেকে আমাদের মেজবান ডটকম থেকে অনলাইনে যেসব অর্ডার আসবে প্রতিটি অর্ডার থেকে আমরা ১০ টাকা বাংলাদেশ পথশিশুদের কল্যানে ব্যয় করবো। এই ১০ টাকার মধ্যে কোম্পানীর অংশ ৫ টাকা বাকী ৫ টাকা পন্যের দামের সাথে সমন্বয় করা হবে। ফলে আগামী কাল থেকে আমাদের প্রতিটি পন্যের দাম ৫ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। প্রতি ৩ মাস পর পর এই অর্থ বাংলাদেশ পথশিশু ফাউন্ডেশনকে প্রদান করা হবে। এ ব্যাপারে পথশিশু ফাউন্ডেশনের সাথে আমরা এক্যমতে পৌছেছি। পথশিশুদের শিক্ষা খাতে এই অর্থ ব্যয় করা হবে। আশা করা যায় প্রতিবছর ১০ লক্ষ টাকা আমরা অবহেলিত শিশুদের জন্য বং করতে পারেবা।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৯১৭ ৪৬২০৯৪, www.mezban.com, www.facebook.com/mezbanbd, [email protected].
(এখানে এর যুক্তিকতা তুলে ধরে আরো একটি প্যারা থাকতে পারে, থাকতে পারে কোম্পানীর এধরনের আরো কর্মসূচী থাকলে তার উল্লেখ।)

(স্বাক্ষর ও তারিখ)
আবদুল কুদ্দুস রমযান
ম্যানেজার, কমিউনিকেশন
( ফোন ও ই মেইল)
নোট: মূলত এটাই প্রেস রিলিজের পুরনো ফরম্যাট। এর সাথে রিলেটেড অন্যান্য তথ্য পন্য পরিচিতি, কোম্পানীর নিজস্ব বক্তব্য, গ্রাহক মতামত ও বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা যায়। এ ধরনের প্রেস রিলিজ সংবাদ সম্মেলন করেও দেয়া যায় অথবা সরারি সংবাদমাধ্যমে পাঠিয়ে দেয়া যায়।। কিন্তু পত্রিকার পক্ষ থেকে এটা বিভিন্ন ভাবে সম্পাদনা করে ছাপা হয়। নিচে তার নমূনা দেয়া হলো।
()
এটি পত্রিকায় যেভাবে ছাপা হয়।
পথশিশুদের পাশে দাড়াবে মেজাবান ডট কম
পথশিশুদের পাশে দাড়াতে আগামী কাল বিশেষ অফার ঘোষনা করেছে অনলাইন খাদ্য সরবরাহ কোম্পানী মেজবান ডটকম। বিশ্ব শিশুদিবস উপলক্ষে এই ঘোষনা দিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ৭ জানুয়ারী থেকে অনলাইনে যেসব অর্ডার আসবে প্রতিটি অর্ডার থেকে আমরা ১০ টাকা বাংলাদেশ পথশিশুদের কল্যানে ব্যয় কররে তারা। এই ১০ টাকার মধ্যে কোম্পানীর অংশ ৫ টাকা বাকী ৫ টাকা গ্রাহকদের কাছ থেকে আদায় করা করবে কোম্পানী। ফলে আগামী কাল থেকে আমাদের প্রতিটি পন্যের দাম ৫ টাকা করে বাড়বে। আজ মেজাবান ডট কম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয় ৩ মাস পর পর এই অর্থ বাংলাদেশ পথশিশু ফাউন্ডেশনকে প্রদান করা হবে। এ ব্যাপারে পথশিশু ফাউন্ডেশনের সাথে আমরা এক্যমতে পৌছেছি বলে প্রতিষ্ঠানের ব্রান্ড ম্যানেজার টাটকামিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরো দাবি করা হয় আশা করা যায় প্রতিবছর ১০ লক্ষ টাকা এই খাতে তারা ব্যয় করতে সক্ষম হবে। প্রেসবিজ্ঞপ্তি)

নমূনা প্রেস রিলিজ- ২:
আপনার জন্য একটি গাছ অফার নিয়ে এসেছে কাঠঠোকরা.কম
প্রেস বিজ্ঞপ্তি: ক্রেতা ও ভোক্তাদের আস্ত গাছ উপহার দেয়ার অফার নিয়ে হাজির হয়েছে অনলাইন ভিত্তিকি ফার্নিচারশপ Kaththoka.com । আগামী ১৪ এপ্রিল ১লা বৈশাখ থেকে ‘‘সবার জন্য সবুজ পৃথিবী’’ এই কর্মসূচীর আওতায় যদি কোন ক্রেতা Kaththoka.com এর অনলাইন শপ থেকে কমপক্ষে ১ লাখ টাকার ফার্নিচার ক্রয় করেন তাহলে তার নামে দেয়া হবে একটি গাছ। তবে তিনি এই গাছ বাসায় নিয়ে আসতে পারবেন না। কোম্পানীর নীতি অনুসারে গাজীপুরের হোতাপাড়ায় প্রায় ৫০০ একর জমির উপর রয়েছে কোম্পানীর নিজস্ব বাগান। এই বাগানের একটি গাছই ভোক্তার নামে দেয়া হবে প্রতি এক লাখ টাকা কেনাকাটায়। ২০ বছর পরে ব্যবস্থাপনা খরচ ২০ শতাংশ রেখে গাছের দামের ৮০ শতাংশ ক্রেতাকে প্রদান করবে কোম্পানী। কেউ যদি এই দাম নিতে না চান তাহলে গাছ বিক্রয়ের ভোক্তার অংশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চ্যারিটি ফান্ডে প্রদান করা হবে। ভোক্তাদেরকে পদত্ত প্রতিটি গাছে ভোক্তাদের নাম ঠিকানা লিখে দেয়া হবে। কেউ চাইলে বাগানে গিয়ে গাছ দেখে আসতে পারবেন।
পরিবেশ বিপর্যয় ও অতিরিক্ত গাছকাটা জনিত ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দিতে এই উদ্যোগ নিয়েছেKaththoka.com কোম্পানীর হেড অব দ্যা মার্কেটিং মি. গাবগাছ মজবুতি বলেন, পরিবেশ রক্ষার অঙ্গীকার হিসেবে আমাদের কোম্পানী এই উদ্যোগ ঘোষনা করেছে। এতে সামাজিক কর্মকান্ডে কোম্পানী তার গ্রাহকদেরও সম্পৃক্ত করে নিলো।
Kaththoka.com স বিগত ২০১২ সাল থেকে অনলাইনে ফার্নিচার সামগ্রী বিক্রয় করে আসছে। গত ৩ বছরে আমরা বাংলাদেশের একমাত্র অনলাইন ফার্নিচার শপ হিসেবে নিজেদের সুনাম বজায় রাখতে সক্ষম হয়েছি। আমাদের আসবাবপত্র বিদেশেও রফতানী হয়ে তাকে। এ যাবত হাজারেরও বেশী ক্রেতা কোয়ালিটি ফার্নিচার, সময়মত সঠিকভাবে এবং সঠিকদামে আমাদের কাছ থেকে ক্রয় করেছেন। আশাকরি পরিবেশ রক্ষার এই উদ্যোগে ভোক্তাসাধারণ আমাদের পাশে এসে দাড়াবেন। এ সম্পর্কে বিতারিত জানতে: ০১৮১৬ ৯১৯১৫৮ নাম্বারে যোগাযোগ করুন। অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুনKaththoka.com আর আমাদের ফেইসবুক পেইজে ভিজিট করতে:www.facebook.com/Kaththoka.

(স্বাক্ষর ও তারিখ)
মিয়া মোহাম্মদ জুম্মুর আলী তালুকদার
পিআরও
( ফোন ও ই মেইল)
নোট: আজকাল অনেকে প্রেস রিলিজ এমনভাবে লিখেন। যেন পত্রিকার পক্ষ থেকে কোন এডিট করার প্রয়োজন না হয়। অর্থ্যাৎ তারা এটা উত্তম পুরুষে আমরা আমাদের এসব না লিখে তৃতীয় পুরুষ বা থার্ড পার্সনে লিখেন। যেখানে বলা হয় ‘‘আমরা ঘোষনা করছি’’ সেখানে লিখে দেয় ‘‘কোম্পানীর ঈক্ষ থেকে জানানো হয় যে’’, বা ‘‘অমুক বলেন’’। অনেক সময় ২টি কোম্পনীর মধ্যে চুক্তি হলে সে অনুষ্ঠানে সাংাদিকদের নিমন্ত্রণ করা হয়। বক্তব্য রাখা হয়, বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয় এবং হাতে হাতে একটা প্রেস রিলিজ দেয়া হয়। দেয়া হয় অনুষ্ঠানের ছবিও।

নমূনা প্রেস রিলিজ- ৩:
অনলাইনে বেত সামগ্রী নিয়ে এলো বেতেরবাড়ি ডট কম

প্রেসবিজপ্তি: এবার অনলাইনেই কিনতে পারবন বেতের নানা আসবাবপত্র। প্রথমবারের মতো বেতের আসবাবপত্রের পসরা নিয়ে এলো অনলাইন বেতশপ খুলেছে বেতেরবাড়ি.কম। প্রতিষ্ঠানটি প্রায় ১২০ ধরনের বেতের ফার্নিচার বিক্রয় শুরু করেছে। গতকাল ১২ মার্চ জাতীয় প্রেস ক্লাবে ওয়েবসাইটের বোতাম টিপে এই শপের উদ্ধোধন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন এর মহাপরিচালক জনাব জেড এম খুরশিদ আলী। তিনি বলেন ‘‘ বেত আমাদের দেশে আজ বিলুপ্ত হতে চলেছে। তাই বেতের তৈরী আসবাব মজবুত সুন্দর ও হালকা হওয়া সত্বেও আজকাল এগুলো সর্বত্র পাওয়া যায়না। এজন্য এই ধরনের উদ্যোগ ক্রেতা সাধারনের জন্য সহায়ক হবে। বেতেরবাড়ি ডট কমের ব্যবস্থাপনা পরিচালক বেতাল পঞ্চবিংশতি বলেন আমরা ভোক্তাদের কথা মাথায় রেখে সব ধরনের পন্য রেখেছি। এখানে রয়েছে আমাদের নিজস্ব ডিজাইনের নতুন কিছু পন্য। ক্রেতাগন খুব সহজে আমাদের ওয়েবসাইটে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন। অর্ডার কনফার্ম হওয়ার ৭২ ঘন্টার মধ্যে শহরের ক্রেতা এবং ১০০ ঘন্টার মধ্যে গ্রামের ক্রেতাকে আমরা পন্য পৌছিয়ে থাকি। আর ঢাকা চট্্রগাম ও সিলেটের ক্রেতাদের জন্য ২৪ ঘন্টায় ডেলিভারী। আমরা আশাকরি যুক্তিসঙ্গত দামের কারণে আমরা ব্যাপক সাড়া পাবো। ইতোমধ্যে আমরা বেশকিছু অর্ডার পেয়েছি। অনুষ্ঠানে ই ক্যাবে সভাপতি রাজীব আহমেদ উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশে ই কমার্স প্রসারে যে বা যারা উদ্যোগ নেবে আমরা তাদের পাশে থাকবো।
বেতেরবাড়ী ডটকমের পন্য কিনেছেন এরকম ২জন কাস্টমার উপস্থিত ছিলেন। তারা তাদের সন্তুষ্টির কথা জানান।

নমূনা প্রেস রিলিজ- ৪:

ঔষধি গাছ গাছড়া নিয়ে এলো সবুজসাথী.কম
দীর্ঘদিন ধরে সুনামের সাথে অনলাইনে শাকসবজি বিক্রি করছে সবুজসাথী. কম। সবুজসাথী ডট কম এবার নিয়ে এসেছে ঔষধি গুনসম্পন্ন বিভিন্ন গাছ গাছড়া। মেহেদী, থানকুনী পাতা, আকন গাছ, পাথরকুচি, ঢেকি শাক, বহেরা, আমলকী, হরিতকী, লজ্জাবতী শেকড়, আমলকী গাছের শেকড় এসব ধরনের প্রায় শতাধিক ওষধি গাছলতা সরবাহের নিশ্চয়তা দেয়া হচ্ছে। সবুজপাতা ডটকম গত ৫ বছরে প্রায় দুই লাখ ভোক্তাকে সেবা দিয়ে আসছে। সঠিক প্রক্রিয়া, ক্যামিকেলবিহীন সবজি এবং সুলভদামের কারণে অনলাইনে সবুজপাতা ডটকমের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। এই পেক্ষিতে এবং গ্রাহকদের অনুরোধে এই সেবা চালু করা হয়। ইতিপূর্বে দেখা গেছে অনেক ক্রেতা এ ধরনের পন্য অনলাইনে অর্ডার করতে চান। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক শ্রী মতিলাল ঠাকুর বলেন, ওষধিগাছ হাজার বছর ধরে আমদের দেশে মানুষ রোগমুক্তির জন্য ব্যবহার করে আসছে, এসবের আবেদন এখনো ফুরিয়ে যায়নি। বরং বনজঙ্গল উজাড় হওয়ার কারনে এসব এখন আর সহজে পাওয়া যায়না। জনসাধারনের এই সমস্যার কথা মাথায় রেখে আমরা এই সার্ভিস শুরু করেছি।

নমূনা প্রেস রিলিজ- ৫:

১ লাখে সিএসসি

সংবাদ বিজ্ঞপ্তি
অনলাইন ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান স্যোসাল কাউন্সেলিং সেন্টার এক নতুন মাইল ফলক ছুয়েছে। গত ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যক্তিকে তাদের ব্যক্তিগত নানাবিধ সমস্যা থেকে মুক্তির জন্য অনলাইনে পরামর্শ সেবা দিয়েছে। চলতি মাসে এই সেবাগ্রহণকারীর সংখ্যা ১ লাখে পৌছেছে। ব্যক্তিগত হতাশা, মানসিক অবসাদ, বদমেজাজ, সম্পর্কে ভুল বোঝাবোঝি, সিদ্ধান্তহীনতা, বিচ্ছেদ, একাকীত্ব, বার্ধক্যের নানা সমস্যা, বয়সন্ধিক্ষণের অস্থিরতা, কিশোর বয়সে প্রেম এসব নানা পরিস্থিতিতে কাউন্সেলিং সেবার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ইর্ষণীয় সাফল্য অর্জণ করেছে।
প্রতিষ্ঠানের প্রধান মিসেস মারিয়া কিবতিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে অচীরেই ঢাকায় তাদের আরো ২টি শাখা খোলা হবে।

নোট: সাধারণত প্রেস রিলিজে কোম্পানীর কর্তাব্যক্তি ও গ্রাহক মন্তব্য আসা প্রচলিত নয়। কিন্তু আজকাল হরতম এমন দেখা যায়।

আগে প্রেস রিলিজের সাথে সম্পাদক বরাবরে একিট আলাদা চিঠি লিখতে হয়।তাতে প্রেসরিলিজটি ছাপানোর অনুরোধ থাকে।  বর্তমানে এটার আর দরকার পড়েনা। প্রেস রিলিজ জনগুরুত্বপূর্ন হলে পত্রিকা কতৃপক্ষ এমনিতেই ছাপে। আর মারকেটিং টাইপ ও ছোটখাটো কোন বিষয় হলে এড়িয়ে যায়।

তবে প্রেস রিলিজ এর সাথে রিলেডেট ডকুমেন্টসও পাঠাতে পারেন। আপনার বক্তব্য এর সত্যতা প্রমানের জন্য।

10847853_811997492208800_7995406061064993714_n

38,150 total views, 31 views today

Comments

comments

Your email address will not be published.