
আজকের পোস্ট টি একেবারে নতুনদের জন্য। যারা ই-কমার্স বিজনেস এ নামবেন বা নামতে যাচ্ছেন তাঁদের জন্য। হয়ত পোস্ট এর টাইটেল দেখে গুরত্তপূর্ণ হচ্ছেনা কিন্তু নতুনদের পড়তে অনুরোধ করছি।
ডোমেইন ক্রয় করাঃ
যেহুতু আপনার আপনার ই- কমার্স ওয়েবসাইট আপনার প্রোডাক্ট সমূহ মানুষের কাছে প্রেজেন্ট করবে তাই এই ওয়েবসাইট এর কিছু বিষয় অবশ্যই গুরত্ত দিতে হবে। প্রথম একটি বিষয় ডোমেইন ক্রয় করা যা অনেকেই খুব একটা গুরত্ত দেয় না। নিচের বিষয় গুলো গুরত্ত সহকারে দেখবেন।
- ডোমেইন আপনার সাইটের পরিচয় সুতরাং সুন্দর একটি নাম সিলেক্ট করুন। ই – কমার্স এর জন্য ডোমেইন নেম নির্বাচন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের আবুল খায়ের ভাইয়ের এই পোস্ট টি থেকে।ই-কমার্স সাইটের ডোমেইন নির্বাচনের জন্য কিছু টিপস
- ডোমেইন অবশ্যই আপনার কোন ডোমেইন প্রভাইডার থেকে কিনতে হবে। কিন্তু কার কাছ থেকে কিনবেন? অনলাইনে খুজলে হাজার হাজার ডোমেইন প্রভাইডার পাবেন। কিন্তু তাঁরা কতটা বিশ্বাস যোগ্য সেটাও দেখে নিতে হবে। কারণ আপনার ডোমেইন আপনার প্রভাইডার ও কন্ট্রোল করতে পারে। ডোমেইন এর জন্য জনপ্রিয় এবং বিশ্বাস যোগ্য প্রতিষ্ঠান আমার মতে Godaddy.com তাছারা বাংলাদেশ থেকেও ডোমেইন কিনতে পারেন তবে অবশ্যই কোম্পানি রিভিউ এবং বিশ্বাস যোগ্যতা পরিমাপ করে নিবেন। কেননা ডোমেইন কিনে প্রতারিত হয়েছেন এমন ঘটনা এখন আর বিরল নয়।
- ডোমেইন কেনার সময় রেজিষ্ট্রেশন যেন আপনার নাম, ঠিকানা দিয়ে হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন।
- যাদের কাছ থেকে ডোমেইন হোষ্টিং নিলেন তাদের থেকে একটি ক্যাশমেমো সরাসরি কিংবা মেইলে নিয়ে নিন। মেইলে নিলে মেইলটি অবশ্যই সেইভ রাখুন।
- ডোমেইন সিপ্যানেল ছাড়া ডোমেইন ক্রয় করা এক ধরনের বোকামি। ধরুন, আপনি যার কাছ থেকে ডোমেইন কিনলেন কিছুদিন পরে সে ব্যবসা বন্ধ করে দিল বা তার সাথে আপনার কোন কিছু নিয়ে দ্বন্দ হল এখন আপনি কিভাবে আপনার সাইটটি সেইভ করবেন। ডোমেইন সিপ্যানেল ছাড়া কেউই আপনাকে সাহায্য পাবেন না। [ সিপ্যানেল অর্থাৎ কন্ট্রোল প্যানেল ]
- ডোমেইন কেনার আগে জিজ্ঞাস করে নিন Domain Secret বা EPP কোড দিচ্ছে কিনা। [ Domain Secret বা EPP কোড অন্য কোন ডোমেইন কোম্পানিতে আপনার ডোমেইন ট্রান্সফার করতে কাজে লাগবে। ]
ডোমেইন ম্যানেজমেন্টঃ
ডোমেইন ম্যানেজমেন্ট খুব ই সহজ একটি কাজ । নিচের ছবিতে আমরা সাধারণ একটি ডোমেইন কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছি।
আপনার ওয়েবসাইট এর জন্য ছবিতে যে ৫ টি বিষয় আছে তা অবশ্যই জানতে হবে। ছবিটি তে ৫ টি বিষয় লাল রঙের নাম্বার দিয়ে দেখানো হয়েছে। নিচে প্রতিটি বিষয় সম্পর্কে আলোচনা করছি।
১. Contact Details: এখানে দেখতে পারবেন ডোমেইন টি কি নামে বা কোন ই-মেইল আইডি দিয়ে রেজিস্টার করা আছে। তাই ডোমেইন নেয়ার পর এটা যাচাই করে নিতে পারেন।
২. Privacy Protection: এটি যদি আপনি অন করে রাখেন কেউ দেখতে পারবে না আপনার ডোমেইন এর মালিক কে। অনেক সময় ওয়েবসাইট এর ডোমেইন এর মালিক এর ই -মেইল আইডি তে স্পামিং হয় তাই সম্ভব হলে এটা অন করে রাখবেন। এটা অন করে রাখার জন্য প্রতি বছর আপনার ২-৩ ডলার খরচ করতে হবে।
৩. Name server: আপনার হোস্টিং প্রভাইডার আপনাকে ২ টি বা ৩টি Name Server দিবে। দেখতে অনেকটা নিচের ২ টির মত হবে।
ns1.nrhosting.com
ns2.nrhosting.com
এই দুটি name server কিভাবে ডোমেইন প্যানেলে বসাবেন দেখে নিন নিচের GIF ইমেজ থেকেঃ
৪. Domain Secret: এটা জানার আগে একটু জেনে নেই ডোমেইন ট্রান্সফার কি ? সহজ ভাবে এক রেজিস্টার থেকে অন্য রেজিস্টারে ডোমেইন হস্তান্তর করা কে ডোমেইন ট্র্যান্সফার বলে । কেন ডোমেইন ট্রান্সফার করতে হয়? সাধারণত প্রোভাইডার এর প্রাইসিং ব্যবধান এবং সার্বিস এবং সাপোর্ট এই তিনটি কারণে ডোমেইন ট্রান্সফার করা হয়ে থাকে । তবে আমাদের দেশে আরেকটি মেজর কারণে ক্লায়েন্ট ডোমেইন ট্র্যান্সফার করে থাকে , তা হচ্ছে প্রোভাইডারের স্বচ্ছতা বা বিশ্বস্ততা । ডোমেইন ট্র্যান্সফার করতে আপনার ডোমেইনটির নিয়ন্ত্রণ আপনার কাছে থাকা চাই । ডোমেইন ট্রান্সফার করতে আপনার প্রধানত দুটি জিনিস হলেই সম্ভব তা হল “ডোমেইন ট্র্যান্সফার কোড” এটা ভিবিন্ন নামে হতে পারে প্রোভাইডার ভেদে নামের ভিন্নতা থাকতে পারে । যেমন – auth code,transfer key, transfer secret , secret code , EPP code, EPP authentication code, or EPP । এবং দ্বিতীয় হল, যে ইমেইল দিয়ে ডোমেইন রেজিস্ট্রেশন করা আছে তার এক্সেস ।অর্থাৎ ডোমেইন এডমিন ইমেইল । কেননা , ট্রান্সফার রিকুয়েস্ট এর পর আপনার কাছে অনুমতি চেয়ে একটা মেইল যাবে , যা থেকে আপনাকে সম্মতি দিতে হবে । আশা করি বুঝতে পেরেছেন।
৫। Theft Protection: ডোমেইন নেয়ার পর এটি অবশ্যই enable করে নিতে হবে। তাহলে কেউ যদি আপনার EPP কোড পেয়েও যায় সে ডোমেইন অন্য কোথাও ট্রান্সফার করে নিতে পারবেনা।
শেষ কথাঃ কখনো সস্তার পিছনে ছুটবেন না কারণ আসল জিনিসের দাম একটু বেশি। এখন অনেকেই ৪০০ -৫০০ টাকায় ডোমেইন দেয়ার কথা বলবে তাঁদের থেকে ডোমেইন না নেয়াই ভাল। ICANN এ ডোমেইন এর সর্বনিম্ন প্রাইজ ৫৬০টাকার উপরে। বিশ্বের টপলেভেল ডোমেইন নিয়ন্ত্রক সংস্থা হল ICANN । মূলত ICANN থেকেই বিভিন্ন রেজিস্টার, সাব-রেজিস্টার এর মাধ্যমে ডোমেইন বণ্টন করা হয় । এবং শর্ত ভঙ্গ করলে যেকোনো সময় ডোমেইন বন্ধ করার ক্ষমতা রাখে । আর যদি নেন তাহলে সম্পূণ কন্ট্রোল প্যানেল নিবেন এবং ডোমেইন লক ব্যাবহার করবেন । ডোমেইন কেনার সময় privacy protection fee included কিনা, + আরও কী কী এক্সট্রা feature দিচ্ছে, এগুলোর জন্য আলাদা ফী নিচ্ছে কিনা দেখে নিতে হবে।
এছাড়া কোন সমস্যায় বা জিজ্ঞাসায় এখানে কমেন্ট করতে পারেন অথবা আমাকে পাবেন ফেসবুক এ
13,326 total views, 5 views today