আমাদের অধিকাংশ ই-কমার্স সাইট-ই নিরাপত্তাহীন ও অগোছালো!

আমরা অনেকেই ই-কমার্স করছি অনেকটাই অনিরাপত্তায় এবং অগোছালো ভাবে। আমাদের দেশের বেশীর ভাগ ই-কমার্স সাইট এর সিকিউরিটি অনেক দুর্বল। এসএসএল (SSL- Secure Sockets Layer) সার্টিফিকেট নেই। নেই বিজনেস ভালিডেশন সার্টিফিকেট, নেই ট্রাষ্টেড সার্টিফিকেট। এটা শুধু নতুন ছোট পরিসরে ই-কমার্সে আসা একজন উদ্যেক্তার ওয়েব সাইটের কথা না, দেশের বড় বড় ই-কমার্স সাইট গুলোর ও এই অবস্থা।