একটি কার্যকর ই ক্যাবের জন্য
জাহাঙ্গীর আলম শোভন

11251385_10153253188979618_4145181706088281687_n
সংগঠন পরিচয়: ই ক্যাব পুরো নাম ই কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ। গত ২০১৪ সালের নভেম্বর সংগঠনটি জন্ম লাভ করে। বাংলাদেশে অনলাইন ভিত্তিক ছোট বড়ো উদ্যোক্তাদের মিলনমেলা এই সংগঠন। গত ৫মাসে দেড় শতাধিক উদ্যোক্তা সরাসরি যোগ দিয়েছে এই সংগঠনে। আরো একহাজার উদোক্তা রয়েছে সংগঠনের সাথে যারা যোগাযোগ রক্ষা করে চলে। হাজার খানেক তরুন রয়েছে যারা সহসা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করবে। আরো কমপক্ষে দুইহাজার তরুন রয়েছেন যারা এই সংগঠনের সাথে থেকে ভবিষ্যতে উদোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। এবং হাজার দুয়েক তরুন রয়েছেন যারা ই কমার্স সম্পর্কে খোজ খরবর রাখতে এই সংগঠনের সাথে রয়েছেন। মোটামোটি ৫ হাজার তরুনের মিলনমেলা এই সংগঠন। ধারণা করা হচ্ছে বছরের শেষে এই সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাবে। ২০ হাজার তরুন প্রাণের এক প্রাণোচ্ছল সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই বিশাল প্লাটফরম।
কেন ই ক্যাব:
ব্যবসা বানিজ্যের প্রতিটি ধাপে প্রয়োজন হয় পরামর্শের, প্রয়োজন হয় নতুন কিছু জানার প্রয়োজন হয় ব্যবসা বিষয়ে নানা তথ্য উপাত্তের। কিন্তু জগত এতই বিস্তৃত যে একজনের পক্ষে এতকিছু জানা কঠিন। তাই একটি ব্যানারের মাধ্যেমে শত শত ব্যবসায়ীর মাহফিলে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভুলত্রুটি সংশোধন করে এগিয়ে যাওয়ার।
দেশে একটি ব্যবসা বা পেশা বেড়ে উঠতে হলে অনেকগুলো প্রতিকুলতা পেরুতে হয়। সাধারণত নতুন ব্যবসায়ের ক্ষেত্রে সরকারের পলিসি ও সুযোগ সুবিধায় কিছু দূর্বলতা থাকে। একটি সংগঠনের মাধ্যমে সরকারের কর্তাব্যক্তিদের বুঝিয়ে দাবী দাওয়া আদায় ও ব্যবসাবন্ধব নিয়মনীতি চালুর ব্যাপারে কাজ করতে সহজ হয়। বিশেষ করে যেটা একা কোন ব্যাক্তির পক্ষে সম্ভব নয়। আর বর্তমান সরকারে বেশকিছু বয়সে তুলনামূলক তরুন মন্ত্রী রয়েছেন যাদের মাধ্যমে এ ধরনের দাবী আদায় করা সম্ভব।
ব্যবসা আসলে একলা করা যায়না। অন্তত আপনার পন্যটি বেচতে মানুষ লাগে, এবং কিনতে হয় কারো না কারো কাছ থেকে। লাগে কর্মী বাহিণী। আরো অনেক সহায়ক ব্যবসা ও সেবার সহযোগিতা প্রয়োজন হয়। সেজন্য একটি প্লাট ফরম তৈরী হলে ব্যবসায়ের এসব সমস্যা সহজে মিটে যায়। এবং বাস্তবে হচ্ছ্ওে তাই।
কি করছে ই ক্যাব
১.    ই ক্যাবের রয়েছে একটি সার্বক্ষনিক জীবন্ত ফেইসবুক পেইজ। আজ পর্যন্ত ৬ হাজারের বেশী তরুন এর থেকে নানা কিছু জানছে। প্রতিদিন গড়ে ৩-৫টি পোস্ট থাকে। প্রতিটিতে থাকে শেখার এবং জানার কোন না কোনো বিষয়। এই পোস্ট গুলোর পেছনে একজন লোক আছেন। তাকে ই ক্যাবের লোকেরা বলে ই ক্যাব সভাপতি। না ইনি শুধু মিটিংএ এসে সভাপতিত্ব করেন না। বলতে গেলে ২৪ ঘন্টা সদস্যদের সাথে কানেকটেড থাকেন। প্রশ্নের জবাব দেন, ভরসা দেন, পরামর্শ দেন, একজনের সাথে একজনের পরিচয় করিয়ে দেন।
ই ক্যাব ওয়েবসাইট: ব-পধন.হবঃ

২.    গত ৪ মাসে ই ক্যাব আনুষ্ঠানিক আড্ডা মিলিয়ে ১০টিরবেশী প্রোগ্রাম অর্গানাইজ করেছে। না একটিও আনন্দ বিনোদন, পিকনিক বা কনর্স্টা নয়। সবগুলো নতুন উদ্যোক্তাদের গাইড লাইন দেয়া ছাড়া আর কিছু নয়। ফলে তরুনরা হুট করে হুজুগে পড়ে টাকা বিনিয়োগ করছেনা। বরং বুঝে শুনে আস্তে ধীরে এগুচ্ছে।
৩.    ব্যতিক্রম। অপূর্ব। অনন্য। কোন অভিধায় অভিষিক্ত করা যায়না। ১০ জনের মতো তরুন সভাপতির নেতৃত্বে প্রতিদিন রাত ১০ টা থেকে স্কাইপেতে আড্ডা দিয়ে সবাই সবার জানাটা অভিজ্ঞতা শেয়ার করছে। যে তরুন বুঝতে পারছেনা কোথা থেকে শুরু করবে, যে জানেনা কোন  খাতে কত বিনিয়োগ করবে, যে জানতোনা কোথায় কোন প্রোডাক্টস পাওয়া যায়, যে উদ্যোক্তা খুজছিলো কার কাছ থেকে ওয়েবসাইট বানালে ভালো নিরাপদ ও নো টেনশন হবে, যে ব্যবসায় মার্কেটিং পলিসি নিয়ে টেনশনে ছিলেন, যে ই কমার্স উদ্যোক্তা বুঝতে পারছেন না কিভাবে তার পেমেন্ট গেটওয়ে সমস্যার সমাধান করবেন, যে অনলাইন শপ মালিক ট্রেড লাইসেন্স ও ব্যবসার সাধারণ বিষয়গুলো ভালো বোঝেনো। তার জন্য এক ক্লাসরুম হয়ে গেছে এই রাতের আড্ডা। এখন পর্যন্ত এমন ঘটনা ঘটেনি যে যেসব লোকেরা রাতে আড্ডা দিয়ে ই কমার্স শিখে তারা কোন ভুল ডিসিশান নিয়ে ধরা খেয়েছে। এটাই এই আডাডার সফলতা।
স্কাইপ আইডি: বধফফধ
৪.    এমনিতো বাআমাদের দেশ সম্পর্কে খুব বেশী তথ্য চাইলে মাত্র পাওয়া যায়না। আর বাংলাতে? সেকথা আলাদা করে আর কি বলবো। এছাড়া ই কমার্স সম্পর্কে জানার জন্য সার্চ দিলে, ওয়েবসাইট, ডোমেইনর হোস্টিং অফার আর এফ কমার্স ছাড়া আর কোনো কিছু পাওয়া যায়না। কিন্তু তিন মাসে পৌনে ২শ লেখার এক বিশাল ভান্ডার তৈরী হয়েছে। ই ক্যাব ব্লগে। এফ কমার্স, ট্রেড লাইসেন্স, ফটোগ্রাফী, ভিডিওগ্রাফী, সাপ্লাইচেইন, মানব সম্পদ, মার্কেটিং, ফেইসবুক মার্কেটিং, সোস্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব ডোমেইন হোস্টিং, প্রোডাক্টস সোর্স, পন্য সরবরাহ যোগান, পুজি পরিকল্পনা, প্রাথমিক জ্ঞান ইত্যকার নানাবিষয় নিয়ে লেখা রয়েছে। এই ব্লগে এতে জিনিস আছে সেটা যারা কেবল এটা নিয়মিত পড়ে তারাই ভালো বলতে পারবে।

৫.    এ যাবত কমপক্ষে ৩াট বড়ো ধরনের অনুষ্ঠান আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে ওয়ার্কশপ, মিটআপ। ২০১৫ সালকে ঘোষণা করা হয়েছে ই কমার্স বর্ষ, এপ্রিল মাস ই কামর্স মাস আর ৭ এপ্রিল ই কমার্স দিবস। নানা আয়োজনে জনগনকে সচেতন এবং উদোক্তাদের পক্ষ থেকে তাদেরকে মনোবল জুগিয়ে যাচ্ছে ই ক্যাব।

জন্মের একমাসের মাথায় একটি কাস্টমার কেয়ার সেন্টার এবং তিন মাসের মাথায় একটি নিউজলেটার বের করে ই ক্যাব তাদের সকল সক্ষমতার প্রমান দিয়েছে। ই ক্যাবের কাস্টমার কেয়ার নাম্বার:

কেন ই ক্যাবকে দাড়াতেই হবে?
সভাপতি রাজীব আহমেদভাই মাঝে মধ্যে কিছু উজ্ঝীবনার গল্প শেয়ার করেন। আসলে ছোট ছোট মানুষদের শক্তি হলো একতা। এই একতা দিয়ে তারা বড়ো বড়ো কাজ করেছে যা টাকাপয়সা দিয়ে করলো সফল হতো কিনা সন্দেহ রয়েছে। কুমিল্লার সে রিক্সাচালকরা যারা ছোট একটি সমিতি করে সারা বিশ্বের একটি বগোড় সফল সমবায় মর্যাদা পেয়েছিলো। বগুড়া ঠেঙ্গামারার মহিলা ভিক্খুকরা যে সংগঠনে মুষ্টি চাল দিতেন সেটা এখন শতকেতাটি টাকার ফান্ড পরিচালনা করে। এজন্য ছোট উদ্যোক্তাদের জন্য এ ধরনের প্রতিষ্ঠানের বিকল্প নেই। আপনি যদি ফিস দেন তো একটা ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন, আপনি যদি টাকা থাকে পন্য কিনে ব্যবসা শুরু করতে পারেন, আপনি যদি শর্তমত আবেদন করেন আপনার একটা টিন সাটিফিকেট, ব্যাংক একাউন্ট সব হয়ে যাবে। আপনার একটু জানাশোনা ভালো কেউ থাকলে ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। লোক রেখে দিলে আপনার ব্যবসা তারা চালাতে পারবে। কিন্তু. . . .

কিন্তু আপনি যদি নিজে ব্যবসা না বোঝেন এসব কোনো কাজেরই আসবেনা। মধ্যম আকাশে আপনাকে একটা এরাপøেন দেয়া হলো কিন্তু আপনি সেটা চালাতে জানেন না। তখন পরিস্থিতিটা কেমন হবে। তাই আপনার ই ক্যাবের প্রয়োজন রয়েছে। আপনি শর্ত মেনে আবেদন করলে পেতে পারেন রেজিস্টার্ড ট্রেড মার্ক, পাবেন আইএসও সনদও। আপনি পয়সা খরচ করে আরো কত সদস্যপদ সার্টিফিকেট নিতে পারবেন। এটা হয়তো আপনার কাজে লাগবে আপনি কাস্টমারকে এগুলো দেখিয়ে নিজের বিশ্বস্ততা অর্জণ করলেন। কিন্তু বিপদে সমস্যায় ব্যবসায় আপনার পাশে থাকার কেউ চাই। কাল একটা সমস্যা তৈরী হলে কোনো সার্টিফিকেট আপনাকে বাঁচাবেনা। তাই আপনার ব্যবসার স্বার্থে বিভিন্ন সংস্থার  নদস্যপদ সার্টিফিকেট, প্রশংসা পত্র ইত্যাদি নিতে পারেন। কিন্তু আপনার ব্যবসায়ের সমস্যা ও সুবিধার জন্য আপনার একটা ছাতা দরকার হবে। সেটা ই ক্যাব ছাড়া আর কিছুই নয়।

সাধারণত আপনি যদি বসুন্ধরা সিটিতে দোকান নেন, একটি ড্রেটডলাইসেন্ ও নির্দিস্ট ফি দিয়ে আপনি বসুন্দরা সিটির বনিক সমিতির সদস্য হতে পারবেন। এটা সব ক্ষেত্রে পয়োজ্য । এবং সদস্য হলে তারা তাদের গঠনতন্ত্র মোতাবেক আপনাকে ফর্মাল বিভিন্ন সহযোগিতা করবে। আর ই ক্যাব এমন এক সংগঠন আপনি কেবল ই কমার্স ব্যবসার কথা ভাবেছেন এখনো শুরু করেন নাই। এই পর্যায়ে থেকে ই ক্যাব আপনার পাশে এসে দাড়িয়েছে। ই ক্যাব আপনাকে টাকা ছাড়া সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। এবং প্রতিনিয়ত করে যাচ্ছে। এ ধরনের সেবা একানেই শুধু পাবেন। আপনার লাইসেন্স সদস্যপদ কিছ’ না থাকলেও ই ক্যাব আপনাকে পাশে থেকে সাহায্য করছে। এজন্য ই ক্যাবকে অবশ্যই সবাই মিলে তুলে আনতে হবে।

সংগঠন আর একতা এই দুটো পরষ্পর পরিপূরক এজন্য আপনাকে এক থেকে হাতে হাত রেখে এগুতে হবে।  এখনো ছোট সংগঠন ই ক্যাব রয়েছে অনেক সীমিত সম্পদ ওজনবল। তাই ই ক্যাবের মেমবারদের প্রদ্যেকের কিছু না কিছ’ করার আছে ই ক্যাবের জন্য। আপনি যতই কম জানেন আর যতই কিছু করছেন না। সেটা না ভেবে আপনি খুজে দেখুন আপনার মধ্যে কোন একটা গুন বা কোন যোগ্যতা, অথবা সপ্তাহে কোনো একদিন দেয়ার মতো সময় রয়েছে।

 

আপনি অল্প একটু কনট্রিউবিউট করতে পারেন। এই বিশাল কাজে-
১.    আপনি আডআয় এসে আপনার জানা অজানা অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।
২.    আপনি ই ক্যাব ব্লগে লিখে আপনার জ্ঞানটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন।
৩.    আপনার কোনো স্পেশাল পরার্মশ থাকলে লিখে জানাতে পারেন।
৪.    আপনি কোনো একটা ইভেন্টে স্পন্সর করতে পারেন। ্
৫.    আপনি বিভিন্ন আড্ডা বা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
৬.    আপনি উদ্যোগ নিয়ে আয়োজন করতে পারেন কোনো ইভেন্টে এর
এগুলোও যদি আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে
১.    ফেইসবুকে গ্রুপের বিভিন্ন পোস্ট শেয়ার করতে পারেন।
২.    আপনি ই ক্যাব ব্লগের লেখাগুলো শেয়ার করতে পারেন।
৩.    আপনি আপনার অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করতে পারেন।
৪.    ব্লগের লেখাগুলো ব্যাকআপ রেখে দিত পারেন, আপনার কাছে
৫.    কোনো ইংরেজী লেখা ভালো লাগলে অনুবাদ করে দিতে পারেন।
৬.    বিভিন্নভাবে ই ক্যাবের বিভিন্ন মেসেজ ছড়িয়ে দিন।

আজ ই ক্যাব আপনার পাশে দাড়িয়েছে। আপনিও ই ক্যাবের সাথে থাকুন। দেখবেন এই ই ক্যাবই হবে আপনার শক্তি। আপনি ই ক্যাবের একজন এটা যেমন সত্যি তেমনি ই ক্যাব আপনার এটাও সত্যি। আর যদি ই ক্যাব আপনার হয়ে থাকে। তাহলে আপনার ই ক্যাবের জন্য আপনি আপনিার করনীয় ঠিক করন।

5,983 total views, 6 views today

Comments

comments