Clean-tech-business-funding-grants

ব্যবসায় প্রমোশনের জন্য কিছু সাইড প্রজেক্ট প্লান

জাহাঙ্গীর আলম শোভন

আজকাল এটা খুব কাজের এবং জনপ্রিয় কৌশল। আপনার ব্যবসাটাকে প্রমোট করতে এবং ইতিবাচক ভাবে ভাব তৈরী করতে আপনি এমন কিছু সাইড প্রজেক্ট দেবেন যা আপনার মূল ব্যবসায়কে দাড়াতে সাহায্য করবে। এটা হতে পারে আরেকটা ব্যবসায়িক প্রজেক্ট যেমন পত্রিকা চালানোর জন্য পেপার মিল। গার্ন্টমেন্টস ফঅক্টরীরর জন্য টেক্সটাইল মিল, টেকআসটাইল মিলে জন্য কটন মিল ইত্যাদি। এটা আবার অলাভজনক কোনো প্রকল্পও হতে পারে। যেমন ফেয়ার এন্ড লাভলী এর জন্য ফেয়ার এন্ড লাভলী ফাউন্ডেশান, অনলাইন শপের জন্য ব্লগ। আবার হতে পারে এটা ১০০ ভাগ চ্যারিটি , ডোনেমান অথবা ভুর্তকীভিতিতিক। যেমন অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান লোকসান দিয়ে পত্রিকা রেডিও টিভি চ্যানেল বা অনলাইন পত্রিকা চালান। এতে হাইসে লোকসান হলেও তাদের আল্টিমেট ব্যবসায়ের ক্ষেত্রে তারা লক্ষ্য অর্জণ করতে পারেন বলে দিন দিন এ ধরনের চিন্তার কদর বাড়ছে।

লোকসান বা চ্যারিটি প্রজেক্টগুলোতে দুইভাবে মানি ব্যালেন্স করা হয়। এক কোম্পানীর নিজস্ব বিজ্ঞাপন, প্রমোশন বা ব্রান্ডিং খরচের একটা অংশ মিডিয়ার ফেছনে খরচ করেন। আবার অনেকে লাভের একটা অংশ এর জন্য বরাদ্দ করেন। আজ অনলাইন ব্যবসায়ীদের জন্য কটা সাইড প্লান শেয়ার করবো ভাবছি।

1476425_491181280998255_1948973081_n

প্রজেক্ট : ১
প্রজেক্টের নাম: নাম ঠিক করে নিন
প্রজেক্টের ধরণ: অনলাইন মার্কেটপ্লেস
প্রজেক্টের টার্গেট পিপল: ই কমার্স ব্যবসায়ী

ফিচার:
১. এটা একটা মার্কেট প্লেস যেখানে বায়ার ও সেলাররা খুশিমতো পন্য ক্রয় বিক্রয় করতে হবে।
২. ক্রেতারা বিক্রয় করতে পারবে আবার বিক্রেতারা ক্রয় করতে পারবে।
৩. এটা মূলত শপিং সেন্টার এর মতো হবে।
৪. এখানে শপের নাম অনুসারে পন্য শো করবে। পন্য ও দাম অনুসারেও সার্চ করা যাবে
৫. সার্চ করা যাবে কালার, সাইজ, ব্রান্ড ও কোড অনুসারেও।
৬. এখানে শুধুমাত্র কার্ডে পেমেন্ট হবে।
৭. ৭ দিন পর বিক্রেতারা পেমেন্ট তাদের ব্যাংক একাউন্টে পেয়ে যাবে।
৮. প্রত্যেক বিক্রেতা নিজেদের পন্য আপলোড করবে।
৯. ক্রেতা এবং বিক্রেতা ঊভয়ের তথ্য থাকবে।
১০. একটা নির্দিষ্ট ফরম্যাট সবাইকে ফলো করেই ক্রয় বিক্রয় করতে হবে।

 

1907555_515699578546425_1236341376_n

প্রজেক্ট ০২
প্রজেক্টের নাম: নাম ঠিক করে নিন
প্রজেক্টের ধরণ: অনলাইন মিডিয়া/ অনলাইন ক্যাম্পাস নিউজ
প্রজেক্টের টার্গেট কাস্টমার: বিশ্ব্ বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ
প্রজেক্টের টার্গেট পিপল: শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী।
প্রজেক্টের সার্ভিস কাস্টমার: বিশ্ব্ বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্র, ছাত্রী, কোচিং সেন্টার ইত্যাদি।

প্রজেক্টের কনটেন্ট:
১. বিশ্ববিদ্যালয় সমূহের বিভিন্ন ইভেন্ট
২. শিক্ষাপ্রতিষ্ঠানের সংবাদ, বন্ধ খোলা পরীক্ষা ইত্যাদি।
৩. শিক্ষকদের আর্টিকেল ও পরামর্শ
৪. মেধাবী শিক্ষাথীদের প্রোফাইল ও টিপস
৫. ক্যারিয়ার পরামর্শ ও পার্টটাইম চাকরীর খবর
৬. এডমিশান গাইডলাইন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্কুলার
৭. বিদেশী বিশ্ববিদ্যালয়ের খোজখবর ও লিংক
৮. স্কলারশীফ ইনফরমেশন ও স্কলারশীফ সুবিধা
৯. পরীক্ষার ফলাফল ও সীট প্লান
১০. শিক্ষাবিদদের সাক্খাৎকার ও কলাম

প্রজেক্টের সার্ভিস: নাম ঠিক করে নিন
১. সংবাদ, তথ্য, লেখা, পরামর্শ, আপডেট
২. শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারের জন্য বিজ্ঞাপন সুবিধা
৪. শিক্ষার্র্থীদের বিভিন্ন প্রশিক্ষণ

প্রজেক্টের ধারাবাহিক কাজ
১. এডিটিং প্যানেল ঘোষণা, নাম লোগো শ্লোগান ও সিটিজেন চার্টার তৈরী
২. প্রয়োজন মনে করলে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন
৩. ওয়েবসাইট তৈরী করা।
৪. বিভাগীয় পর্যায় ও ঢাকা সিটি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি বাছাই।
৫. নির্বাচিতদের প্রশিক্ষণ
৬. সাইট লঞ্চ ও প্রমোশন
৭. জেলা ও কলেজ পর্যায়ে নের্ওয়ার্ক বিস্তার

টিম
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক:
প্রকৌশল সম্পাদক:
সহকারী সম্পাদক:
স্টাফ রিপোর্টার:
মার্কেটিং এক্সিকিউটিভ:
প্রতিনিধিগণ:
সাম্ভাব্য খরচ:
টেকনিক্যাল, অফিসিয়াল ও এডমিনিস্টে্রিটিভ  খরচ বাদে
বেতন:
প্রমোশন:
রিপোটিং:
ইভেন্ট:
1173608_538819866234396_6317747065644019030_n

 

প্রজেক্ট : ৩
প্রজেক্টের নাম: নাম ঠিক করে নিন
প্রজেক্টের ধরণ: আপনি যে ধরনের ব্যবসায় করেন ঠিক সে টাইপের একটি অনলাইন বিজসেন ভিত্তিক ডারেক্টরী
প্রজেক্টের টার্গেট পিপল: সারাদেশের এই সেক্টরের সব ব্যবসায় ও পেশাজীবি
প্রজেক্টের উদ্দেশ্যে: ব্যবসায়ীদের ফোন বা মোবাইল নাম্বার ভিত্তিক ডাটাবেইজ তৈরী করা।
প্রজেক্টের ফলাফল:
মনে করি আপনি গামছা বিক্রি করেন। এখন আপনি গামছা ডাইরেক্টরী বা গামছা ব্যবসায়ী ডাইরেক্টরী বানালেন অনলাইনে এতে করে আপনাকে সবাই পেলো। আপনিও সবাইকে পেলেন। নিজেদের মধ্যে আদান প্রদান হলো। আর কাস্টমাররা সব গামছা ওয়েব সাইটকে এক জায়গায় পেলো ফলে তারা প্রথমে গামছা কেনার জন্য আপনার এই সাইটে আসবে তারপর যাবে আলাদা দোকানো। আরো সুবিধআ হলো ডাইরেক্টরী যেহেতু আপনার আর আপনার যেহেতু একটা গামছা শপ আছে, আপনি আপনার পন্য এবং শপের িএড দিতে পারেন।

 

 

 

6,884 total views, 4 views today

Comments

comments