ডিজিটাল হাট

ডিজিটাল হাট মার্চেন্টদের জন্য পশু পরিবহন ও ডেলিভারী সংক্রান্ত নির্দেশনা

১। কোরবানি পশু ক্রয় বিক্রয় পরিবহন ও কসাই সেবার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় ঘোষিত কোরবানি পশু অনলাইনে ক্রয় বিক্রয় গাইড লাইন ২০২১ মেনে চলুন।

২। কোভিড ১৯ নিয়ন্ত্রণে ও সকলের নিরাপত্তার স্বার্থে পূর্বে ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন।

৩। পশু নির্ধারিত সময়ে ডেলিভারী করুন এবং পশুর ঘোষিত ওজন ও গুনাগুন নিশ্চিত করুন।

৪। পশু গাড়িতে তোলার আগে পশুর সুস্থ্যতা ও দাঁতের বিষয়টি পূনরায় যাচাই করে নিন।

৫। পরিবহনের সময় পশুর নিরাপত্তার বিষয়টি নজরে রাখুন। রাস্তায় জ্যামের কারণে বা প্রখর রোদে পশু যেন কষ্ট না পায় সেটা খেয়াল রাখুন। গাড়িতে ও হাটে পশুর জন্য খাদ্য ও পানীয় মজুদ রাখুন।

৬। পশু অসুস্থ্য হলে পশুর জন্য নির্ধারিত চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করুন।

৭। ডেলিভারীর সময় অবশ্যই ইনভয়েস সাথে রাখুন। এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের পরিচয়পত্র বা অন্যকোনো ভাবে পরিচয় নিশ্চিত করুন।

৮। ইনভয়েস বা চালানে পশু সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করুন। সম্ভব হলে পশুর ছবিসহ ইনভয়েস তৈরী করুন।

৯। ক্রেতাকে আগেই ইনভয়েস এর সফট কপি, পশুর ছবি ও পশুর সব তথ্য অবহিত করে রাখুন।

১০।  গাড়ির নাম্বার, চালকের নাম ও ফোন নাম্বার, প্রতিনিধির নাম্বার নিজের সংগ্রহে রাখুন এবং ক্রেতাকে সরবরাহ করুন।

১১। ইনভয়েস এর অবশ্যই একটি রিসিভ কপি রাখুন। সঠিক ক্রেতার কাছে পশু বুঝিয়ে দিয়ে স্বাক্ষর গ্রহণ করুন।

১২। ক্রেতা কোনো কারণে অসন্তুস্ট হলে বা অভিযোগ করলে বিক্রেতা হিসেবে নীতিমালা অনুযায়ী সমাধান করুন। অথবা ডিজিটাল হাট কর্তৃপক্ষের সহযোগিতা নিন।

১৩। গরুর ওজন ১০ শতাংশের কম হলে বাড়তি অর্থ ফেরত দেয়ার জন্য প্রস্তুত থাকুন। অথবা ক্রেতা যদি ১০ কেজীর বেশী ওজন কম হলে তার জন্য ক্ষতিপূরণ চায় তা দিতে প্রস্তুত থাকুন।

১৪। স্লটারিং হাউজে পশু হাতে হাতে ইনভয়েস বা চালানসহ বুঝিয়ে দিন। এবং ক্রেতাকে নিশ্চিত করুন।

১৫। যারা স্লটারিং সেবা নিয়েছে ক্রেতাদের গরু ও মহিষের ক্ষেত্রে ১০ হাজার টাকা ছাগল ও ভেড়ার ক্ষেত্রে ২০০০ টাকা অগ্রিম প্রদান করতে বলুন। এবং বাকী অর্থ ক্রেতা যেন পশু স্লটারিং হাইজে দেয়ার পর প্রদান করে সেটি ক্রেতাকে জানিয়ে দিন।

১৬। কি নামে পশু কোরবানি হবে সেটা স্লটারিং হাউজ থেকে ক্রেতার কাছ থেকে সংগ্রহ করা হবে। ক্রেতার মোবাইল নাম্বার ও ডেলিভারী ঠিকানার তথ্যসহ স্লটারিং হাউজে পশু বুঝিয়ে দিন।

১৭। রাস্তায় কোনো ধরনের চাঁদা বা ফি প্রদান করতে বিরত থাকুন। অনলাইনে বিক্রিত পশু হাসিলমুক্ত।

১৮। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এবং মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কতৃক জারিকৃত প্রজ্ঞাপন দুটি সাথে রাখুন।

১৯। রাস্তায় যানজট মেনে চলুন, অবৈধ ও অনুনোমোদিত গাড়িতে পশু পরিবহন থেকে বিরত থাকুন, ভড়ভড়ি, পাওয়ার টিলার চালিত ট্রাকে পশু পরিবহন বিপদজনক ও বেআইনি।

২০। পশু, পরিবহন, সংগ্রহন, নামানো, গাড়িতে উঠানো নামানোর ছবি তুলে রাখুন। গাড়ির চালক ও সহযোগির ছবি তুলে রাখুন। অবশ্যই ছবি তোলার সময় মাস্ক ও সামাজিক দূরত্বের বিষয়টি খেয়াল করুন।

 

3,210 total views, 2 views today

Comments

comments