আপনি কতটা ব্যবসা বোঝেন নিজেকে যাচাই করুন

For New Entrepreneur

জাহাঙ্গীর আলম শোভন

যেসব তরুন উদ্যোক্তা ব্যবসা করবেন ভাবছেন। বা সহজে ব্যবসা শুরু করতে চান। সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন । অথবা সিদআন্তহীনতায় ভুগছেন। তারা আসুন একটা পরীক্ষায় করে ব্যবসা করা জন্য আপনি কতটা প্রস্তুত সেটা যাচাই করে নিন। তবে এটা কোন বৈজ্ঞানিক বা মনস্তাত্বিক পরীক্ষা নয় এখানে ব্যবসায়িক সাধারণ কিছু গুনাবলীর উপর ভিত্তি করে প্রশ্নপত্র সাজানো হয়েছে। আপনার কোন বিষয়ে কমতি থাকলে আপনি এখান থেকে খুজে নিয়ে সে বিষয়ে ঘাটতি পূরণ করার চেষ্টা করতেই পারেন। অবশ্যই এই ফলাফলে খুব বেশী উচ্চসিত বা হতাশ হওয়ার কিছু নেই। কারণ আপনি নিজেকে নিজে মূল্যায়ন করছেন। এটা সঠিক নাও হতে পারে। কারণ অনেক সময় আমরা নিজেদেরকে মনে করি আমরা অনেক বেশী জানি বা বুঝি অথচ আসলে আমি বা আমরা তা নই। আবার কেউ কেউ হয়তো ভালো বুঝি কিন্তু নিজেকে মনে করি আমি আর এমন কি বুঝি? খুব কম মানুষই নিজেকে সঠিক বা তার কাছাকাছি মাত্রায় মূল্যায়ন করতে পারি।

১.         সাধারণ ব্যবসায়িক জ্ঞান

ক. দেশের ব্যবসার খোজ খবর রাখি, আর পরিচিত লোকদের ব্যবসা দেখি, এছাড়া ব্যবসা কিছুটা বুজি বলেই এ পথে আসা

খ. নারে ভাই, ব্যবসাটা আসলে শিখছি, মনে হয় আরো একটু সময় লাগবে। আশা করি পারবো।

গ. আসলে ব্যবসা, পুজি, পন্য, সেবা, লাভ লোকসান, মার্কেটিং এগুলো সম্পর্কে মোটামোটি ধারণা নিয়েছি। এখন প্লানিং আছি। দেখিনা কি হয়?

 

২.         রিলেটেড ব্যবসায়িক জ্ঞান

ক. যা নিয়ে ব্যবসা করতে চাই, সেটার ভালো চাহিদা হবে মনে হয় এজন্য সে পন্যটির কথা ভাবছি।

খ. পন্যটি সম্পর্কে যতটা সম্ভব খোজ খবর নিয়েছি, আরো নেব, আশা করি হয়ে যাবে।

গ. আসলে আমার ধারণা এবিষয়টি আমি ভালো বুঝি সেজন্যই এই ব্যবসা করতে চাই।

 

৩.        মার্কেটিং ধারণা

ক. আসলে আজকাল মার্কেটিংটাতো অনেক গুরুত্বপূর্ণ এবিষয়ে আসলে আমার আইডিয়া অনেক কম?

খ. সবাই যেভাবে করছে দেখছি, আশা করি আমার জন্য একটা রাস্তা বের করে নিতে পারবো।

গ. আমার বিশেষ কিছু মার্কেটিং প্লান আছে, টার্গেট পিপল হিসেব করে সেগুলো এপ্লাই করবো, আশাকরি কাজ হবে।

 

৪.         ব্যবসা জগতের খোজ খবর

ক. আসলে ব্যবসা করিনা বলে এ জগতের খোজ খবর তেমন একটা রাখা হয়না।

খ. পত্রিকায় ব্যবসায়িক খবর পেলে সেগুলো পড়ার চেস্টা বরি।

গ. পত্রিকা পেলে আগে ব্যবসায়িক খবর পড়ার চেস্টা করি, অন্য ব্যবসায়িক ম্যাগাজিনও রেখেছি। অনলঅইনেও আমি সার্চ দিয়ে এ সংক্রান্ত খোজ খবর দেখি।

 

৫.         ব্যবসা ও প্রযুক্তি সম্পর্কে ধারণা

ক. আসলে প্রযুক্তি সম্পর্কে তেমন একটা ধারণা নেই। এ বিষয়ে ধারণা নেয়ার চেস্টা করছি।

খ. প্রাথমিক কিছু ধারণা নিয়েছি।

গ. আমি যে ব্যবসা করবো সে ব্যবসায়ে বিস্তারিত জেনে নিয়েছি এখন কাজ শুরু করতে পারলে হয়।

 

৬.        অতীতে আপনার ধারণা সত্য হয়েছে এমন

ক. না ব্যবসা সম্পর্কে এর আগে আসলে তেমন একটা ভাবিনি।

খ. আজকাল সেসব ব্যবসা চলছে অতীতে আমার এগুলো সম্পর্কে তেমন ধারণা ছিলনা

গ. গত কয়েকবছর ধরে ব্যবসায়িক সেক্টর আমার অভজার্ভেশনে আছে, আগেই বুঝেছি কখন কোন পন্য মার্কেট পােেব। আমার ধারণার সাথে বাস্তবটা বেশ মিলে যাচ্ছে।

 

৭.         নতুন আইডিয়া বা কনসেপ্ট

ক. না ভাই যে ব্যবসা ভালো চলে সেটা করবো।

খ. সবার সাথে আলোচনা করে একটা পথ বের করে নেব

গ. আমার নিজস্ব কিছু আইডিয়া আছে। এগুলো নিয়ে একরকম রিসার্চ করছি।

 

৮.        ব্যবসায়িক প্লান তৈরী

ক. ব্যবসা শুরু করে দিলে এমনিই প্লান হয়ে যায়।

খ. প্লানতো একটা করবো, কয়েকটা বিষয় এখনো ঠিক করতে পারছিনা, ঠিক করতে পারলে প্লানটা করে ফেলবো

গ. আমার সব সময় একটা প্লান আছে, তবে আরো কিছু জিনিস এডিট করে সেটা ফাইনাল করে ফেলবো ইনশাল্লাহ

 

৯.         ব্যক্তি জীবনে অর্থ ব্যবস্থাপনা

ক. ভাই ব্যক্তিগত জীবনে টাকা হ্যান্ডল করা আমি মোটেই ভালো পারিনি।

খ. ব্যক্তিজীবন তো একভাবে গেছে সেটা বলে লাভ কি? যখন ব্যবসা করবো তখন ঠিকভাবে করবো

গ. আসলে আমি ব্যক্তিজীবনে টাকা-পয়সা সঠিকভাবে প্লানওয়েতে খরচ করতাম, সেটা থেকে আমার একটা আত্মবিশ্বাস যে আমি ব্যবসা করতে পারবে।

 

১০.       ব্যবসায়ের বিভিন্ন পর্যায় সম্পর্কে ধারণা

ক. আসলে সব কিছু তো মানুষ আগে থেকে জানেনা । ব্যবসা করতে করতেও অনেক কিছু শেখা হয়।

খ. আমার যে পার্ট সেটা আমি ভালোভাবেই আয়ত্ত করেছি। অন্যগুলোও কিছুটা বুঝি

গ. না আমি যে ব্যবসাটা করবো সেটা আগাগোড়া মোটামোটি জানি, যখনি কোন কিছু জানার প্রয়োজন সেটা এখনো জেনে নিচ্ছি

 

যাচাই

প্রতিটি ক উত্তরের জন্য ১, খ উত্তরের জন্য ২, এবং গ উত্তরের জন্য নিজেকে ৩ করে দিন।

এবার আপনার নাম্বার যোগ করুন

আপনার স্কোর যদি হয় ১০-১৩ আপনার ক্যাটাগরি সি। আপনি সতর্ক হোন, ভাবুন এই জ্ঞান নিয়ে ব্যবসা করবেন কিনা।

আপনার স্কোর যদি হয় ১৪-১৭ হলে আপনি ক্যাটাগরি সিতেও পড়তে পারেন আবার বিতেও পড়তে পারেন।

আপনার স্কোর যদি হয় ১৮-২২, আপনার ক্যাটাগরি বি। আপনি লেগে থাকুন, আরো জানুন , তারপর শুরু করুন।

আপনার স্কোর যদি হয় ২৩-২৫ হলে আপনি ক্যাটাগরি বিতেও পড়তে পারেন আবার এতেও পড়তে পারেন।

আপনার স্কোর যদি হয় ২৬-৩০, আপনার ক্যাটাগরি এ। আপনি মোটামোটি তৈরী, আপনি আত্মবিশ্বাস রাখুন, সাবধানে এগিয়ে যান।

ধন্যবাদ

সূত্র: রেড কনসেপ্ট Redkoncept

 

12,584 total views, 5 views today

Comments

comments