ই-কমার্স এন্ট্রাপ্রেনিউয়ারশিপঃ কিছু কমন সমস্যা ও সমাধান
বাংলাদেশে আমার জানামতে ই-কমার্স সাইটের সংখ্যা দেড় হাজারের ও বেশী। কিন্তু সমস্যা হচ্ছে এগুলার বেশীরভাগের উদ্যোক্তারাই এক দুই মাস খুব লাফঝাপ করে চুপ হয়ে যান এমনকি পরবর্তীতে দেখা যায় ডোমেইন হোষ্টিংয়ের মেয়াদ শেষ হওয়ার পরে আর রিনিউ ও করানো হয় না। এটা খুবই কমন সমস্যা এবং এর ফলে বেশীরভাগের স্বপ্নই মরে যায়। যাহোক, আমার এক্সপিরিয়েন্স