শপিং ব্যাগে প্রমোশন: অনলাইন শপ এর জন্য উপকারী
শপিং ব্যাগে প্রমোশন: অনলাইন শপিং এর জন্য উপকারী জাহাঙ্গীর আলম শোভন শপিংব্যাগ দোকান সুপারস্টোর এর জন্য অপরিহার্য উপাদান। ই কমার্স বা অনলাইন ব্যবসায়ীদের জন্য আরো বেশী উপকারী ও পয়োজনীয়। কারণ গ্রাহক আশা করে যে বিক্রেতা পন্যটি একটি সুন্দর ব্যাগ দিয়ে পরিবেশন করবেন। তাছাড়া ব্যাগের গায়ে হাউসের নাম লোগে থাকে বিধায় একটি ভালো বিজ্ঞাপনও ও হয়।