facebook for mail id collection

আনোয়ার হোসেন

ফেসবুক প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। পরিবর্তিত হচ্ছে এর নিউজ ফিডের এলগোরিদম , এর ডিজাইন, এর নিয়মকানুন, এমনকি এর এড ইউনিট পর্যন্ত। আপনি যদি এসব সম্পর্কে খোজ না রাখেন তাহলে তার জন্য তাদেরকে দোষ দিতে পারবেন না। এই টেক বিশ্বের নতুন নতুন উদ্ভাবন বা পরিবর্তনের সাথে আপনাকে মানিয়ে নিতে হবে নতুবা আপনি অচল হয়ে পরবেন।

অনেক বেশি ফ্যান রিচের জন্য আপনি হয়তো ফেসবুক এডের জন্য অনেক অর্থ ব্যায় করছেন বা করবেন ভাবছেন।

সেটা আপনি করতে পারেন। সঠিক ভাবে ফেসবুক এড ক্রয় করতে পারলে , সেটি আপনাকে ভাল ফলাফলও এনে দিবে।

তবে সবচেয়ে ভাল হয় ফেসবুকের এডের পেছনে অনেক টাকা খরচের আগে আপনি যদি আপনার ফ্যানদের সাথে ফেসবুকের বাইরে রিলেশানশিপ তৈরি করতে পারেন।

এখন প্রশ্ন এসে যায় ফেসবুকের বাইরে ফ্যানদের সাথে রিলেশানসিপ তৈরির সবচেয়ে ভাল উপায়টি কি ?
খুব সিম্পল, আপনার ফ্যানদের ইমেইল আইডি সংগ্রহ করুন এবং একটি মেইল লিস্ট তৈরি করুন।

এই পোস্টে আমি ১০ টি ইমেইল আইডি সংগ্রহ করার স্মার্ট উপায়ের কথা বলবো ।

১। একটি স্ট্যান্ডার্ড সাইন আপ ফর্ম ট্যাব এপ যোগ করতে পারেনঃ

আপনার ফেসবুক ট্যাব এপসের সাথে আপনার ইমেইল সার্ভিস প্রোভাইডার (মেইল চিম্প, কনসট্যান্ট কন্টাক্ট , এউয়েবার ইত্যাদি।) কানেক্ট করে দিতে পারেন।

কিছু ট্যাব এপ প্রোভাইডার যেগুলো আপনাকে সেট আপ করতে সাহায্য করবেঃ

Shortstack
Tabsite
Antavo

facebook email list making

এই পদ্ধতি ব্যাবহার করে আপনি আপনার বিজনেস নিউজ লেটার আপনার ফেসবুক পেইজে প্রমোট করতে পারেন।
ফেসবুক পেইজে সাইন আপ যোগ করা নিয়ে আরো জানতে পড়তে পারেনঃ

https://www.campaignmonitor.com/blog/post/2821/how-to-add-a-newsletter-signup-form-to-your-facebook-fan-page/

https://support.dotmailer.com/entries/481452-How-to-add-an-email-signup-form-to-your-Facebook-page

http://lonelybrand.com/blog/how-to-add-a-mailchimp-tab-to-your-facebook-page/

 

 

কিভাবে মেইলচিম্প সাইনআপ ফর্ম ফেসবুক ট্যাবে এড করবেনঃ

 

২। ইনসেন্টিভ অফার করতে পারেনঃ

দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, আপনি আপনার ফ্যানদেরকে তাদের মেইল আইডি প্রদানে উৎসাহিত করতে পারেন। তাদের মেইল আইডির বিনিময়ে আপনি তাদের কে মুল্যবান কিছু অফার করতে পারেন সেটা হতে পারে একটি ই-বুক, ভিডিও, হোয়াইট পেপার, অথবা ইনফোগ্রাফিক।
উদাহরণ স্বরূপ কিম গারস্ট কিভাবে তার ফেসবুক পেইজে ইনসেন্টিভ হিসেবে ই-বুক প্রদান করছে সেটি দেখতে পারেন।

facebook for mail id collection 3

ফেসবুক ইনসেন্টিভ অফার সম্পর্কে আরো জানতে পড়তে পারেনঃ

http://60secondmarketer.com/blog/2013/10/23/facebook-incentives-customers-will-care-about/

http://smallbusiness.chron.com/create-facebook-incentive-24676.html

http://blog.wishpond.com/post/57802109645/how-to-use-incentives-to-get-more-fans-followers

৩। প্রতিযোগিয়ার আয়োজন করতে পারেনঃ

মেইল লিস্ট সংগ্রহ করার বেশ ভাল একটি উপায় হল প্রতিযোগিতার আয়োজন করা। তবে আপনাকে অবশ্যই এটি করার জন্য একটি ট্যাব এপ ব্যাবহার করতে হবে।

টাইম লাইন কনটেস্ট হচ্ছে ফ্রি ও আয়োজন করা সহজ। কিন্তু আপনি সেটা দিয়ে আপনি আপানার ফ্যানদের কাছ থেকে মেইল আইডি সংগ্রহ করতে পারবেন না।

ট্যাব এপ আপনার হয়ে কাজটি সহজ করে দিবে। আপনি যদি আপনার ফ্যানদের কাছে চাহিদা আছে এমন কিছু তাদেরকে অফার করেন তাহলে তারা খুশি মনে নিজেদের মেইল আইডি দিয়ে প্রতিযোগীতায় অংশ নিবে।

উদাহরণ স্বরূপ মালয়শিয়ান এয়ারলাইন্স এই কনটেস্টটি পরিচালনা করে ফেসবুক থেকে তাদের মেইল আইডি সংগ্রহ করতে।

email list making 2

ফেসবুক প্রতিযোগিতার আয়োজন সম্পর্কে আরো জানতে পড়তে পারেনঃ

• http://corp.wishpond.com/how-to-run-a-facebook-contest/
• https://www.facebook.com/help/513248435437336
• http://www.postplanner.com/easiest-way-to-run-facebook-timeline-contest-for-free/

কিভাবে একটি ফেসবুক প্রতিযোগিতার আয়োজন করবেনঃ

৪। কো-প্রোমোশান রান করাতে পারেনঃ

ফেসবুক মার্কেটিং এর এই টেকনিকের সাথে অপর ব্যাক্তি বা ব্যবসায়ের অংশীদারি অংশগ্রহণ থাকে।
গ্রে ভেনারচুক তার বই প্রোমোটের জন্য এই পদ্ধতি ব্যবহার করেছেন।

তিনি মুলত অন্যান্য কোম্পানির সাথে অংশীদারিতে অংশ নিয়ে তাদেরকে এক্সপোজারের সুযোগ দিয়েছেন এবং একই সাথে তিনি নিজের বইয়ের প্রমোট করে তার ফ্যানদের পুরষ্কার দেবার ব্যাবস্থা ও করেছেন।

email list making 4

তাই এ কথা বলাই যায় পুরো বিষয়টা গ্রে তার অংশীদার কোম্পানি এবং অডিয়েন্সের জন্য উইন উইন সিচুয়েসন তৈরি করেছে।

৫। আপনার ওয়েব সাইটে ট্রাফিক পাঠানঃ

আমার শেষ টিপসটি হচ্ছে ফেসবুক থেকে আপনার হোম পেইজে বা ব্লগে ট্রাফিক পাঠানোর।

নতুন নিউজ ফিড এলগরিদম আপডেট অনুযায়ী লিঙ্ক পোষ্ট অন্য যে কোন সময়ের তুলনায় অনেক বেশি রিচ করে। এর মানে আপনি আগের তুলনায় এখন আপনার অনেক বেশি সুযোগ রয়েছে আপনার ফেসবুক ফ্যানদেরকে আপনার অয়েব সাইটে পাঠানোর এবং তাদের মেইল আইডি সংগ্রহ করার।

তবে এটি করার সবচেয়ে ভাল উপায় হচ্ছে সুলিখিত , কোয়ালিটি ব্লগ পোষ্ট শেয়ার করা।

৬। ফেসবুকে এক্সক্লুসিভ ডিল ও ডিসকাউন্ট অফার করতে পারেনঃ

facebook for mail id collection

আপনি আপনার ফেসবুক পেইজ থেকে কিছু এক্সক্লুসিভ ডিল অফার করে খুব সহজেই মেইল আইডি সংগ্রহ করতে পারেন। কাস্টমারদের ডিলের সুবিধা পেতে ভেরিফিকেশনের জন্য তাদের মেইল আইডি ও পেমেন্ট তথ্য দিবে। আপনার ডিলটি যদি খুবই আকর্ষণীয় হয় তবে কাস্টমাররা সেটা পেতে তাদের মেইল আইডি বিনিময়ে দ্বিধা করবে না। এটি দ্বিগুণ কার্যকর ৪২% ফেসবুক ফ্যান বিজনেসের ফেসবুক পেইজ থেকে এক্সক্লুসিভ কুপন ও ডিসকাউন্ট পেতে পছন্দ করে।

৭। জন্মদিনের ডিসকাউন্ট প্রোগ্রাম চালু করতে পারেনঃ

আপনি আপনার ফেসবুক ফলোয়ারদের জানাতে পারেন যে, আপনি তাদের জম্নদিনে মেইলের মাধ্যমে বিশেষ

facebook for mail id collection 4
ডিসকাউন্ট অফার করবেন। এ জণ্য তাদের কে সাইন আপ করতে শুধু মাত্র তাদের মেইল আইডি ও জন্ম তারিখ জানাতে হবে। এই ধরনের অফার খুব কার্যকর কারন লোকেরা স্পেশাল অনুভব পছন্দ করে। অন্যান্য ডিসকাউন্ট অফার থেকে জন্ম দিনের ডিসকাউন্ট অফার সাত গুন বেশি কার্যকর।

৮। আপনার কভার ফটোতে মেইল আইডি চাইতে পারেনঃ

আপনি আপনার কভার ফটোতেও ইনসেন্টিভ দিতে পারেন। যেমনটা করেছেন ম্যালানি ডানকান ।

email list making 1

ফেসবুক সামপ্রতিক সময়ে তাদের বিজনেস পেইজের নিয়ম পরিবর্তন করেছে। এবং নতুন নিয়মে আপনি আপনার কভার ফটোতে একটি কল টু একশান রাখতে পারেন। এটি মেইল আইডি চাইবার একটি খুবই কার্যকর উপায়। কল টু একসান সহ খুব আকর্ষণীয় ভাবে একটি গ্রাফিক তৈ্রি করুন। লোকেদেরকে আপনার সাইন আপ ট্যাবে ক্লিক করতে বলুন। আপনি আপনার কভার ফটোতে একই তির চিহ্ন ব্যাবহার করে কাস্টমারদের কোথায় ক্লিক করতে হবে এ ব্যাপারে সাহায্য করতে পারেন। সাইন আপ ট্যাবে মেইল আইডি সংগ্রহ করতে একটি ফর্ম থাকতে হবে।

৯। সাইন আপের জন্য একটি নিদিষ্ট জায়গা রাখতে পারেনঃ

আপনার ফ্যানদের কেউ যদি সাইন আপ করতে চায় তবে তারা কোথায় যাবে ?
ফেশবুক ইতোমধ্যেই বেশ শোরগোল পূর্ণ ও বিক্ষিপ্ত একটি জায়গা। আপনার ফ্যানরা হয়ত যা দেখছে বা যা শুনছে তাই পছন্দ করবে কিন্তু এটি আপনাকে তেমন ভাবে সাহায্য করবে না। তারা যদি একটি ভিআইপি রুম পেলে সেক্ষেত্রে তা আপনাকে মেইল আইডি পেতে খুবই সাহায্য করবে।

দ্যা রক স্কুল, ফ্লোরিডার একটি প্রাইভেট ইন্সটিটিউট যারা জয়েন মাই মেইলিং লিস্ট এপ তাদের ফেসবুক পেইজে ব্যাবহার করে সব সময় যোগাযোগের জন্য ফ্যানদেরকে সাইন আপ করতে উৎসাহিত করে থাকে।

১০। নিউজ লেটার সাইন করাতে উৎসাহিত করতে পারেনঃ

আপনি যদি অনালাইনে কোন পন্য বা সেবা বিক্রি করেন তাহলে আপনি আপনার কাস্টমারদেরকে তাদের শপিং এর তাদেরকে আপনার নিউজ লেটার পাবার জন্য সাইন আপ করতে উৎসাহিত করতে পারেন।

তথ্যসুত্রঃ

http://www.socialmediaexaminer.com/how-to-grow-email-list-with-social-media/

http://www.postplanner.com/how-to-collect-emails-from-facebook-fans/

http://www.inc.com/janine-popick/15-super-easy-ways-to-collect-email-addresses.html

http://blogs.constantcontact.com/3-ways-get-facebook-fans-subscribe-email-list/

http://blog.locbox.com/how-to-collect-emails-from-facebook-fans/

 

Personal Profile: আনোয়ার হোসেন

Business Page : econtentbd
Website: www.econtentbd.com
Skype ID : anower009
E-Mail ID: [email protected]
Mobile: 01916572657

26,100 total views, 25 views today

Comments

comments

Your email address will not be published.