facebook___wallpaper_by_fox_future_media-d2yrb7j

আগামী ২১,মার্চ,২০১৫ শনিবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত e-CAB প্রথমবারের মত ওয়ার্কশপ আয়োজন করতে যাচ্ছে। যার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে “ই-কমার্সের জন্য ফেসবুক মার্কেটিং”। বলার অপেক্ষা রাখেনা যে এই বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে ই-কমার্স ব্যবসার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই সময় উপযোগী এই ওয়ার্কশপ আয়োজন করার জন্য এবং আমাকে এই ওয়ার্কশপ এর প্রধান বক্তা হিসেবে মনোনীত করার জন্য আয়োজক e-CAB ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান Walletmix কে অসংখ্য ধন্যবাদ।

আমি,তাসদীখ হাবিব বিগত প্রায় ৩ বছর যাবত আমাদের দেশের প্রেক্ষাপটে E-Business,Digital Marketing ও Social Media Marketing নিয়ে পড়াশুনা,গবেষণা ও কাজ করে যাচ্ছি। আপনারা যারা এই ব্লগের নিয়মিত পাঠক তারা নিশ্চয়ই আমার বিগত আর্টিকেল গুলো পড়ে থাকবেন। সেইসব আর্টিকেলে আমি চেষ্টা করেছি খুব সহজ ভাবে ফেসবুক মার্কেটিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার।

বর্তমানে বাংলাদেশী ফেসবুক ইউজার সংখ্যা প্রায় ১ কোটি ৩০ লক্ষ। যার মধ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ইউজার সংখ্যা প্রায় ১ কোটিরও কিছু বেশি। এই বিশাল Potential Market এ কিছু ছোট ছোট ভুলের কারণে অনেকেই এই বিশাল মার্কেট থেকে ছিটকে পরছেন অথবা আশানরুপ ফল পাচ্ছেন না। মূলত এই সকল বিষয় নিয়েই এই ওয়ার্কশপ এ বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে।

এই ওয়ার্কশপ থেকে আপনারা কোন কোন বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করবেন,তা তুলে ধরার চেষ্টা করছি………

১। কিভাবে শুরু করবেন আপনার ফেসবুক মার্কেটিং,শুরুর দিকে বেশিরভাগই কোন ভুল গুলো করেন এবং কিভাবে সেই ভুল গুলো থেকে বের হয়ে আসা যায়।
২। একটি Business Page এর পরিচালনায় করনীয় কি কি।
৩। কিভাবে আপনার কাষ্টমারকে আপনার প্রোডাক্টের প্রতি আকৃষ্ট করবেন,কিভাবে সেলস বাড়াবেন ও কেন সবাই আপনার থেকেই প্রোডাক্ট কিনবেন।
৪। ফেসবুক মার্কেটিং এর জন্য বাজেট কিভাবে নির্ধারণ করবেন। কোথায়,কখন,কত ও কেন খরচ করবেন।
৫। Branding ও Marketing এর মধ্যে পার্থক্য কি?
৬। কোন কোন কারণে এই ব্যবসা থেকে অনেকেই ঝরে পরেন ও কেন।
৭। ই-কমার্স ব্যবসায় ভালো কিছু করার জন্য কি ধরণের প্রকল্পনা ও মানসিকতা প্রয়োজন।
৮। ফেসবুকে এড পোস্টের ব্যাপারে প্রয়োজনীয় Tips & Tricks
৯। ফেসবুক মার্কেটার ও এডভয়ার্টাইজার এর মধ্যে পার্থক্য।
১০। কেন আপনি e-CAB এর সাথে সংযুক্ত হবেন ও এর ফলে আপনার ব্যবসার কি ধরণের প্রসার সম্ভব।

সবশেষে বলতে চাই,ই-কমার্সের জন্য ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব কতটুকূ তা বলার অপেক্ষা রাখে না। এ নিয়ে আমাদের গ্রুপেও অনেক আলোচনা হয়। কিন্তু ফেসবুকে কমেন্ট করে তো আর পুরো ফেসবুক মার্কেটিং বুঝানো সম্ভব নয়। তাই ফেসবুক মার্কেটিং এর প্রয়োজনীয়তা, মার্কেটিং এর কৌশল এবং কিভাবে কম খরচে ফেসবুক এ ভালো প্রচারনা করা যায় তা নিয়ে একটি ওয়ার্কশপ এর আয়োজন করতে যাচ্ছে ই-ক্যাব।

ওয়ার্কশপ এর প্রয়োজনীয়তা বিবেচনা করে এ ওয়ার্কশপটি সম্পুর্ণ ফ্রী রাখা হচ্ছে, তবে আসন সংখ্যা সীমিত হওয়াতে আপনাকে অবশ্যই নিচের লিঙ্ক থেকে আবেদন করতে হবে। আবেদনের প্রেক্ষিতে ১০০ জন ওয়ার্কশপ এ জয়েন করার সুযোগ পাবেন এবং সর্ব ক্ষেত্রে ই-ক্যাব মেম্বাররাই প্রথম সুযোগ পাবেন।

সুযোগঃ
১। ফেসবুক মার্কেটিং নিয়ে বিস্তারিত জানা।
২। মার্কেটিং এর সম্মক ধারনা
৩। প্রশ্ন উত্তর সেশনের সেরা ৩ জনকে ই-ক্যাব থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।
৪। নাস্তা এবং ওয়ার্কশপ এর জন্য প্রয়োজনীয় উপকরন সমূহ।
৫। নেটওয়ার্কিং

আলোচনার বিষয়ঃ Workshop on Facebook Marketing for e-Commerce
তারিখঃ ২১শে মার্চ ২০১৫, বেলা ৩টা থেকে ৬টা
স্থানঃ Frepd Auditorium, DU Campus area, Nilkhet
সাহায্যে: MD. Liton (01971023787)
আবেদনের শেষ সময়ঃ ১৮ মার্চ ২০১৫
আবেদন ফিঃ ফ্রী
ফেসবুক ইভেন্ট লিঙ্কঃ https://www.facebook.com/events/676790955780495/
আবেদনের জন্যঃ http://goo.gl/forms/gGqbLqxFJb

আমার সাথে যোগাযোগের উপায়ঃ

Personal Facebook Profile: Tashdik Habib
Business Page : E4T 360
Website: www.e4t360.com
Skype ID : tashdik
E-Mail ID: [email protected]
Mobile: 01930659075

এই ব্লগে আমার লেখাঃ

বাংলাদেশ এ ফেসবুক মার্কেটিং নিয়ে কিছু Case Study ও পরামর্শ

বাংলাদেশ এ ফেসবুক মার্কেটিং নিয়ে কিছু Case Study ও পরামর্শ (২য় পর্ব)

6,470 total views, 2 views today

Comments

comments

Your email address will not be published.