ই-কমার্স সাইটের জন্যে দ্রুত ,কার্যকরী ও কম খরচে বিজ্ঞাপনের একটি ভালো উপায়
ফেসবুকে পেজ প্রমোট ।
কিন্তু আপনি কেনো এই পদ্ধতি বেছে নেবেন ?
কারণ একটাই এর মাধ্যমে আপনার পেজটি আপনি কম খরচে অনেক মানুষের কাছে পেজ দিয়ে যেতে পারবেন । ফেসবুক পেজটি দেখে কারো যদি ভালো লাগে ,তবে আপনার পেজে লাইক দিবে । এটি শুধু পেজ প্রমোট করবে ফেসবুক ব্যবহারকারীদের কাছে । এতে কোন প্রকার বর্ণনামূলক পোস্ট দিতে পারবেন না ।
এখন কথা হচ্ছে কিভাবে বিজ্ঞাপন দিবেন ?
-খুব সহজেই আপনি দিতে পারবেন । এর জন্যে আপনাকে আপনার ফেসবুক একাউন্ট থেকে নিচের
এই লিংকে যেতে হবে বা টাইপ করবেন ।
বলতে পারেন এটিই প্রথম ধাপ
https://www.facebook.com/ads/create/
দ্বিতীয় ধাপ
উপরের লিংকে ক্লিক করার পর নিচের ছবির মতন দেখতে পাবেন আপনি ফেসবুকে । সেখানে promote your page এ ক্লিক করুন । তাহলে নিজে ছবির মতন দেখতে পাবেন ছবিটি ।
ছবিতে page likes এর নিচে দেখুন
choose page লেখা ।
সেখানে আপনার পেজটির নাম লিখুন । যে পেজ promote করতে চান ।
তৃতীয় ধাপ
কন্টিনিউ ক্লিক দেয়ার পর নিচের ছবির মতন ছবি দেখবেন । সেখানে কারেন্সি , টাইমজোন ঠিক করুন ।
কোন এলাকা কিংবা দেশে বিজ্ঞাপন দিবেন তা নির্ধারণ করুন । কোন বয়সী মানুষের কাছে বিজ্ঞাপনটি পৌঁছাতে চান তা ঠিক করে দিন ।
পেজ তৈরি করার সাথে সাথে যদি বিজ্ঞাপন দেন তবে অনেক ভালো , তা না হলে পেজে লাইক বেশি থাকা অবস্থায় বিজ্ঞাপন খরচ বেড়ে যায় ।
কোন সময় থেকে কোন সময় বিজ্ঞাপন দিবেন তা ঠিক করুন । দিন -তারিখ ঠিক করে দিন ।
নিচের ছবির মতন ছবিতে দেখুন । আপনি পেজ বিজ্ঞাপন দেয়ার সময় সর্বোচ্চ ছয়টি ছবি ব্যবহার করতে সক্ষম হবেন ।
এবার দেখুন , নিচের ছবির মতন আপনার পেজটিও এইরকম অল্প বর্ণনাসহ সবার কাছে প্রমোট হবে ।
এইবার প্লেস অর্ডার এ ক্লিক করুন ।
প্লেস অর্ডার এ ক্লিক করার পর নিচের ছবির মতন দেখবেন । কার্ড নাম্বার লিখুন । সিকিউরিটি কোড সব পূরণ করুন । কন্টিনিউ এ ক্লিক করুন । এভাবে বিজ্ঞাপন সম্পূর্ণ করুন পেজের জন্যে ।
বিশেষ দ্রষ্টব্যঃ
বিজ্ঞাপন দেয়ার সময় ফেসবুক যে লেখাগুলো লিখে তা ভালোভাবে পড়ে পূরণ করুন । তা না হলে আপনার সামান্য একটি ভুলে আপনার একাউন্টের টাকা সব বিজ্ঞাপনে চলে যেতে পারে ।
তাই আবারো বলছি , খুব সাবধানতা অবলম্বন করবেন । প্রয়োজন হলে শুধুমাত্র ফেসবুক বিজ্ঞাপনের জন্যে আলাদা একটি ব্যাংক একাউন্ট করে আপনার কোম্পানির যাবতীয় সব ফেসবুক বিজ্ঞাপন দিন ।
শুভেচ্ছা সবাইকে
ভালো থাকবেন ।
Content Writer- Nazmul Hasan Majumder
For Facebook profile– click here
For Facebook Page – contentever
8,774 total views, 2 views today