ই-কমার্স ব্যবসায় করতে চান? বা অন্য কোনো ব্যবসায় শুরু করতে চান? তাহলে নিচের কথা গুলো শুধু আপনার জন্য 
ধাপ-১. ক. আপনার পণ্য কি?
খ. আপনার পণ্য বা সার্ভিস কিভাবে সবার চাহিদা মেটাতে পারে?
গ. আপনার পণ্য বা সার্ভিস এর বাজারে প্রতিদ্বন্দ্বী আছে কি?
ঘ. আপনার পণ্য বা সার্ভিস এরপ্রতিদ্বন্দ্বী থাকলে কতজন আছে?
ঙ. আপনার পণ্য বা সার্ভিস এরপ্রতিদ্বন্দ্বী না থাকলে কেনো নেই বলতে পারেন?
চ. আপনার পণ্য বা সার্ভিস সবাই কিনবে বা নিবে কেনো?
ছ. এ ব্যাপারে আপনার পরিকল্পনা কি?
ধাপ-২.
ক. আপনার পণ্য বা সার্ভিস এর বাজার কেমন?
খ. আপনার পণ্য বা সার্ভিস এর বাজার এর আওতায় কারা পরে?
গ. আপনার পণ্য বা সার্ভিস তাদের কতখানি উপকারে আসবে?
ধাপ-৩.
ক. আপনার পণ্য বা সার্ভিস নতুন কি থাকছে?
খ. আপনার পণ্য বা সার্ভিস কেনো অন্যদের থেকে আলাদা?
গ. আপনার পণ্য বা সার্ভিস এর এই নতুনত্ব সবার কতখানি উপকারে আসবে?
ধাপ-৪.
ক. আপনার পণ্য বা সার্ভিস এ প্রযুক্তির ছোয়া রাখতে চান কি?
খ. আপনার পণ্য বা সার্ভিস এর জন্য প্রযুক্তি এর কোন কোন দিক ব্যবহার করতে চাইছেন?
গ. আপনার পণ্য বা সার্ভিস এর এই প্রযুক্তির ব্যবহার কি সময় উপযোগী?
ঘ. আপনার পণ্য বা সার্ভিস এর এই প্রযুক্তির ব্যবহার কি সহজ সবার জন্য?
ধাপ-৫.
ক. আপনার পণ্য বা সার্ভিস এর কাজ কিভাবে শুরু করতে চান?
খ. আপনার পণ্য বা সার্ভিস এর জন্য বিনিয়োগ কতখানি জরুরী?
গ. আপনার পণ্য বা সার্ভিস এর জন্য বিনিয়োগ কে করছে?
ঘ. আপনার পণ্য বা সার্ভিস কি সবার জন্য?
ঙ. আপনার পণ্য বা সার্ভিস এর ক্ষেত্রে আপনার লোকবল দরকার কেমন?
তবে যারা ই-কমার্স ব্যবসায় করতে চান তাদের বলছি, টাকা কামানোর আশায় বা লাভের যদি করেন তাহলে দরকার নাই করার, কারন এক্ষেত্রে এতো সহজে লাভ আসবে নাহ, তবে একটা নির্দিষ্ট সময় শেষে ভালো লাভ আসতে পারে তবে তা অবশ্যই ব্যবসা ভেদে ৩-৫ বছর পরে।
জানি না উপরের এই ফাও প্যাচাল গুলা কার কাজে লাগবে
তাও পারলাম
নিজেই লিখলাম নিজের থেকে।
Written by,
Mahabubur Rahaman Arman
Mahabubur Rahaman Arman
Founder, CEO (CR,PR), Bangladesh
Call @ +8801774998630 & +8801813854079
Facebook | Google+ | Instagram | LinkedIn | Twitter | YouTube | Website Skype: arazmix
Facebook | Google+ | Instagram | LinkedIn | Twitter | YouTube | Website Skype: arazmix
4,213 total views, 6 views today