fb-ad

আনোয়ার হোসেন

বর্তমানে ই কমার্স সাইটগুলো তাদের প্রচার প্রচারনার কাজের জন্য মূলতই ফেসবুকের উপরই ভরসা করছেন। অবশ্যই এর পেছনেও যুক্তি রয়েছে ।

ফেসবুকে মার্কেটিং করার  ২ টি পদ্ধতি আছে যা আমরা সবাই জানি। একটি ফ্রি অপরটি পেইড। পেইডে ম্যাথডে আমরা প্রায়শই ফেসবুকে এড দিয়ে থাকি। আজকের এই পোস্টে ফেসবুকে এড দেবার গাইডলাইন সম্পর্কে জানবো।

এই লেখাটি একেবারেই বেসিক লেভেলের। এডভান্স পাঠকদের জন্য নয় ।

 

এড তৈ্রির গাইড লাইনঃ

একটি এড তৈ্রি করতে আপনাকে ফেসবুক …… যেতে হবে। এড ক্রিয়েশন আপনাকে পরবর্তী করনীয় ধাপ গুলোতে নিয়ে যাবে।

১। উদ্দেশ্য পছন্দ করা

1

২। ক্যাম্পেইনের নাম দেয়া

11057087_370633406467551_1696052857_n

আপনার ক্যাম্পেইনের একটি নাম দিতে পারেন  অথবা ডিফল্ট নেম ব্যাবহার করতে পারেন।

 

 

৩। আপনার অডিয়েন্স পছন্দ করা

11057125_933007773410735_621056225_n

 

কিভাবে আপনি আপনার এডের জন্য অডিয়েন্স পছন্দ করবেন ।(পরবর্তী লেখা জানবো )

আপনার এদের বাজেট ঠিক করুন এবং কোন তারিখ থেকে আপনি আপনার এড রান করাবেন সেটা ঠিক করুন।

৪। বাজেট ও এড সিডিউল সেট করা

4

4-2

আপনার এড বাজেট নিয়ন্ত্রনের জন্য কি ধরনের টুল ব্যাবহার করবেন (পরবর্তী লেখা)

এড সেটের জন্য মিনিমাম প্রতিদিনের বাজেট কত ? (পরবর্তী লেখা)

 

৫। আপনার বিড সেট করা

5

কিভাবে আপনি আপনার এড বিট পছন্দ করবেন (পরবর্তী লেখা)

৬। আপনার এড সেটের নাম ঠিক করা

6

আপনার এড সেটের একটি নাম দিতে পারেন  অথবা ডিফল্ট নেম ব্যাবহার করতে পারেন।

 

৭। ইমেজ পছন্দ করা

  • আপনার এডের জন্য ইমেজ পছন্দ করুন।
  • আপনার এড কে ফেসবুকে কার্যকর ভাবে ডিজাইন করুন এই ১০ টি টিপসের মাধ্যমে।
  • ফেসবুক পলিসি র মধ্যে থেকেই আপনার এডটি সফল ভাবে দিন

নোটঃ ইমেজ পছন্দ নিয়ে বিস্তারিত পাওয়া যাবে পরবর্তী লেখাতে ।

৮। টেক্সট বা লিঙ্ক যোগ করা এবং এড প্লেসম্যান্ট

8

ইমেজ পছন্দের পর আপনার এ এডে টেক্সট ও লিঙ্ক যোগ করুন। এডে টেক্সট যোগ করতে হবে সতর্কতার সাথে কেননা এখানে ক্যারেক্টার  লিমিট রয়েছে।

কিভাবে আপনার ফেসবুক এডের জন্য কনটেন্ট লিখবেন (পরবর্তী লেখা)

আপনি আপনার এডের প্লেসম্যান্ট ও ঠিক করতে পারেন মানে আপনার এড টি ফেসবুকের কোথায় দেখাবে সে জায়গা টি ঠিক করা।‘এড প্রিভিউ এন্ড প্লেস মেন্ট’  অধীনে আপনি আপনার এড টিকে  কোথায় দেখতে চান সেটা ঠিক করে নিতে পারেন। ৩ টি এড প্লেসমেন্ট অটো সিলেক্টেড হয়ে থাকে। তবে আপনি কোন প্লেসমেন্ট পছন্দ না হলে সেটি রিমুভ করে দিতে পারেন।

নোটঃ ফেসবুকের সাথে জড়িত নয় এমন এড চালালে আপনি শুধুমাত্র ফেসবুকের ডান দিকে এড রান করতে পারবেন।

৯। এড পেলেস করা এবং ঠিক করা কিভাবে আপনি এদের জন্য পে করবেন,

আপনার সব কিছু প্রস্থুত হয়ে গেলে আপনি ‘প্লেস অর্ডার ’ এ ক্লিক করবেন । প্রথম বারের মত আপনি কোন অর্ডার প্লেস করায় ফেসবুক আপনার কাছ থেকে পেমেন্ট ইনফরমেশন চাইবে। আপনি ৪ টা ভিন্ন ভিন্ন কার্ডের মাধ্যমে পে করতে পারেন যেমনঃ

  • ভিসা
  • মাস্টার কার্ড
  • আমেরিকান এক্সপ্রেস
  • ডিসকভার।

ফেসবুক এডের বিভিন্ন বিষয়গুলো নিয়ে পরের লেখাগুলোতে আরো বিস্তারিত বলার চেষ্টা করবো ।

দেখতে পারেন ভিডিওঃ

তথ্যসূত্রঃ

১।  http://www.sociallystacked.com/2013/09/3-tips-for-designing-around-facebooks-20-ad-text-rule/

২। https://www.facebook.com/help/633662000000451/

৩। https://www.facebook.com/policies/ads/

৪। https://www.facebook.com/business/ads-guide/clicks-to-website/links/

9,198 total views, 4 views today

Comments

comments