ঘটনা – ১ “ হ্যালো, অমুক ওয়েবসাইট থেকে বলছেন?? জি, বলেন… আমি একটা গ্যাজেট কিনে ছিলাম গতকাল আপনাদের শপ থেকে, আজ সকালে দেখি ওটা আর কাজ করছে না, আপনি যখন নিসেন, চেক করসিলেন না??… জি করেছিলাম, তাইলে আমরা কি করবো?? ইলেকট্রনিক জিনিস নষ্ট হইতেই পারে… আমি কি এটার কোন সমাধান পাব
আনোয়ার হোসেন এটি খুব অবাক হবার মত ব্যাপার যে, শুধু অধিকাংশ ই-কমার্স সাইটেরই বিজনেস ব্লগ নেই। যদিও অনেক জায়গাতেই আমরা শুনতে পাই যে, সাধারণ ব্যাবসায় গুলোর একটি ব্লগ থাকা উচিত।অবশ্য অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে, অনলাইনে বেচা কেনাই যখন উদ্দশ্য তখন ই-কমার্স সাইটের ব্লগ থাকার কি দরকার ? এটি আমরা সবাই জানি যে
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম থেকেই আমাদের ইচ্ছা ছিল এবং এ যুগে সবার কাছে যাবার জন্য সবচেয়ে ভাল উপায় হচ্ছে ব্লগ। অনেকে হয়তো ফেইসবুকের কথা বলবেন কিন্তু ফেইসবুকে বেশিরভাব ক্ষেত্রে মানুষ খুব সংক্ষিপ্ত স্ট্যাটাস দিতে ও পরতে অভ্যস্ত। তাই ব্লগের আবেদন ও প্রয়োজনীয়তা আরও অনেকদিন থাকবে বলেই মনে হয়।