ই কমার্সের আলোয় ঐতিহ্যের সন্ধানে

ই কমার্সের আলোয় ঐতিহ্যের সন্ধানে জাহাঙ্গীর আলম শোভন     আমাদের ঐতিহ্য ধারণা করা হয় বাঙালী জাতিসত্তার বিকাশের শুরু আজ থেকে তিন হাজার বছর আগে। বাঙালী জাতি হিসেবে সম্বোধন পায় কয়েকশত বছর আগে। আমাদের ইতিহাস ঐগিহ্যে হাজার বছরের সংস্কৃতির শেকড় অনেক গভীর। এসবের সাথে যুক্ত হয়েছে পরবর্তীতে বিভিন্ন দেশের ধর্ম ভাষা ও জীবনের নানা অনুসঙ্গ।