বর্তমান বিশ্বে ই কমার্স ও ই মার্কেটিং জন্য প্রথম প্রয়োজন ই কমার্স ওয়েবসাইট এবং ই কমার্স এর জনপ্রিয় এপ্লিকেশন মাজেন্টো। মাজেন্টো এর জনপ্রিয়তা যেমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনিভাবে হ্যাকার দের অন্যতম লক্ষবস্তু হয়ে উঠছে কারণ ই কমার্স সাইটগুলতে ক্রেতাদের ক্রেডিট ডেবিট কার্ড এর তথ্য ছাড়াও অনেক স্পর্শকাতর তথ্য থাকে , যেগুলো কোনভাবে চুরি হয়ে গেলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে পার্সোনাল কম্পিউটার সবকিছুই ঝুকিতে পড়বে । তাই যেকোনো ই কমার্স প্রজেক্ট হাতে নেয়ার পূর্বে তার নিরাপত্তা পদ্ধতি নিয়ে আপনাকে সুপরিকল্পিত গথন কাঠামোর চিন্তা করতে হবে ।
Magento তাদের নিরাপত্তা সমস্যার সুরাহা করে একটি নিরাপত্তা প্যাচ ছেড়েছে। আপনার ই-কমার্স প্রতিষ্ঠানের ওয়েবসাইট যদি মাজেন্টো ব্যাবহার করে করেন তাহলে অবশ্যই এই সিকুরিটি প্যাচ ইন্সটল করে নিবেন। ইন্সটল করা হয়ে গেলে আপনার সাইট এর দুটি সিকুরিটি ঝুকির সমাধান হবে। API সঙ্ক্রান্ত এবং ক্রস সাইট স্ক্রিপ্টিং ঝুকি।
Community Edition Merchants: ( ডাউনলোড করুন )
Enterprise Edition Merchants: যারা Enterprise Edition এর প্যাচ ডাউনলোড করতে চান প্রথমে ‘My Account’ এ যান । এরপর ‘Downloads’ ট্যাব এ ক্লিক করুন এরপর ‘Magento Enterprise Edition’ এরপর ‘Support Patches’ এ যান. এরপর “Security Patches – August 2015.” নামে ফোল্ডার খুজে বের করুন। Merchants এডিশনের ব্যাবহারকারীরা Enterprise Edition 1.14.2.1 আপগ্রেড করলে এই সিকুরিটি ইস্যু ফিক্স করাই পাবেন।
আমাকে পাবেন ফেসবুকে | কোম্পানি ওয়েবসাইট : NR Hosting
4,229 total views, 3 views today