মার্কেটিং এর বিভিন্ন ধরনের আইডিয়া থাকতে পারে তবে সম্প্রতি রিফাত আহমেদ ভাইয়ের একটি মার্কেটিং আইডিয়া ই ক্যাব পরিবারের সাথে শেয়ার করার প্রয়োজনবোধ করলাম। আরও আগেই শেয়ার করতাম তবে নিজে আগে চেষ্টা করে দেখলাম আইডিয়া কাজ করেছে কিনা । হ্যাঁ আমি সফল আমার ১৫ দিনে খুব ভাল সেল হয়েছে। প্রথমে ঠিক মত আইডিয়া টা বুঝে নিন। যে যে জায়গায় বিশেষ নজর দিতে হবে সেই জায়গায় নজর দিন। অবশ্যই সফলতা পাবেন। তো শুরু করা যাক। এই পদ্ধতির নাম C P S পদ্ধতি।
C
এখানে C তে বুঝানো হয়েছে Customer . মার্কেটিং তো অবশ্যই কাস্টমার এর কাছে পৌঁছানোর জন্য করতে হবে। আমরা যারা ই কমার্স বিজনেস শুরু করি বেশিরভাগ ই ভাবি ফেসবুক এ অ্যাড দিলেই সব সেল হয়ে যাবে কিন্তু না একদম ই ভুল। প্রথমে আপনার জানতে হবে আপনার কাস্টমার কারা।
আসুন বের করি। ধরে নেই আমার কাস্টমার হল কম্পিউটার ব্যাবহার কারীরা। কম্পিউটার এর মার্কেট অনেক অনেক বড়। প্রোডাক্ট এর শেষ নেই। তো আরও স্পেসিফিক টার্গেট করুন ” ল্যাপটপ ব্যাবহার কারী ” তো এখানে আমার টার্গেট হল ল্যাপটপ ব্যাবহার কারীরা। তাহলে সেট করে ফেলুন আপনার টার্গেট আপনার লক্ষ নির্ধারণ করে ফেলুন শুধুমাত্র ল্যাপটপ ব্যাবহার কারীদের নিয়ে।
P
P তে বুঝানো হয়েছে Problem. কার প্রবলেম কিসের প্রবলেম ভাবছেন? এটা আপনার টার্গেট এর প্রবলেম আমাদের টার্গেট ল্যাপটপ ব্যাবহার কারী এদের নানা রকম সমস্যা থাকতে পারে। কিন্তু কি সমস্যা? এই জন্য আপনাকে একটি কাজ করতে হবে রিসার্চ । প্রথমে আমাদের রিসার্চ করে বের করতে হবে ল্যাপটপ ব্যাবহার কারীদের সমস্যা কি কি? খুজতে থাকলে অনেক সমস্যা পাবেন। বিশ্বাস করেন আর নাইবা করেন প্রতিটা মানুষের ই অসংখ্য সমস্যা থাকে।
ল্যাপটপ ব্যাবহার কারীদের একটি সমস্যা হল ল্যাপটপ গরম হয়ে যাওয়া। কিছুক্ষন ল্যাপটপ ব্যাবহার করলেই অনেকের ল্যাপটপ গরম হয়ে যায়। এতে ল্যাপটপ এর অনেক ক্ষতি হতে পারে। তো আসুন এখন আমরা এই সমস্যার সমাধান দিব ল্যাপটপ ব্যাবহার কারীদের।
S
S এ বুঝান হয়েছে Solution . অর্থাৎ টার্গেট এর যেই সমস্যা তার সমাধান কি হতে পারে। সেটা বের করবেন।
আগের ধাপের সমস্যার সমাধান হতে পারে কুলিং ফ্যান। তাহলে আমাদের প্রোডাক্ট ‘ ল্যাপটপ কুলিং ফ্যান ‘ আমরা যারা ল্যাপটপ ব্যাবহার করি তাঁরা জানি ল্যাপটপ খুব গরম হয়ে যায় বেশিক্ষণ চালালে তাই এই কুলিং ফ্যান হলে ল্যাপটপ খুব গরম হয়না। তো এখন এই প্রোডাক্ট পৌঁছে দেয়ার মাধ্যম বের করতে হবে। অর্থাৎ আপনার পৌছাতে হবে আপনার ক্লাইন্ট এর কাছে কি কি মাধ্যমে টার্গেট এর কাছে কুলিং ফ্যান পরিচয় করিয়ে দিবেন ?
খুজলেই দেখবেন ফেসবুক এ ল্যাপটপ ব্যাবহার কারীদের কমিউনিটি আছে। তাছারা ওয়েব ডেভলপার রা , ব্লগার, ফ্রিলান্সার রাও হতে পারে টার্গেট কাস্টমার। কোন আইটি সেন্টার এর সামনে ব্যানার রাখলেও মার্কেটিং হবে। এখন এখানে এটা শুধুমাত্রই উদাহরণ। আপনার C P S আপনাকেই বের করে নিতে হবে।
উপরের অংশে যা লিখে বোঝালাম তা সম্পূর্ণই রিফাত আহমেদ ভাই এর ভিডিও থেকে আইডিয়া থেকে লেখা ভিডিও টি দেখলে আরও ভাল আইডিয়া পাবেন।
মনে হতে পারে যে কথা তো এক ই হল মার্কেটিং এত ভাবার দরকার কি ? অবশ্যই দরকার আছে কারণ লক্ষ ছাড়া মার্কেটিং বৈঠা ছাড়া নৌকার মত ।
5,613 total views, 1 views today