
Creative Marketing Workshop
Jahangir Alam Shovon
(Pic: Sajjadur Rahman Sajib)
একটি বিরল অভিজ্ঞতার মধ্য দিয়ে ক্রিয়েটিভ মার্কেটিং ওয়ার্কশপ বা সৃজনশীল বিপনন কর্মশালা শেষ করলাম গত ৯ মে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেপড হলে। বাংলাদেশে ক্রিয়েটিভিটি উন্নয়ন এর উপর বা সৃজনশীলতার উপর ওয়াকশপ বা ট্রেনিং করান কেউ কেউ তাও সেগুলো বাচ্চাদেও জন্য। আর কিছু কর্পোরেট হাউসে এ ধরনের ওয়ার্কশপ হয় কিন্তু তার বিষয়বস্তু বা থিম সাধারণ মানুষের জানার কথা নয় আর জানলেও সবার জন্য কমন ক্রিয়েটিভ মার্কেটিং থিম এর সাথে একটা কোম্পানীর নিজস্ব মার্কেটিং এজেন্ডার সাথে তা মিলবে কেন? এজন্য প্রথম চ্যালেঞ্জ ছিলো ওয়ার্কশপ ডিজাইন করা।
ওয়ার্কশপ ডিজাইন করতে গিয়েও নানা পশ্নের মুখোমুখি হতে হলে যাদেরকে ক্রিয়েটিভ মার্কেটিং শেখাবো। তারা ক্রিয়েটিভিটি বোঝে কিনা বা ক্রিয়েটিভিটি সম্পর্কে তাদেও ধারণা কি? আর তাদেও তো মার্কেটিং জিনিসটাও বোঝা চাই তবেইনা ক্রিয়েটিভ মার্কেটিং। সূতরাং পুরো ওয়ার্কশপকে দুই ভাগে ভাগ করা হলো। ক্রিয়েটিভিটি ডেভেলপমেন্ট ও ক্রিয়েটিভ মার্কেটিং।
এখন এর সিলেবাস বা আওতা কি হবে? অবশ্যই সৃজনশীলতা কি, কেন কি কাজে লাগে এসব তথ্য পাওয়া যাবে। পাওয়া যাবে সৃজনশীল মার্কেটিং সম্পর্কেও কথাবার্তা। কিন্তু এসব পড়ে বুঝে বক বক কওে বলে দিলেই কি ক্রিয়েটিভ মার্কেটিং এর উপর একটা ওয়ার্কশপ হবে। হয়তো হবে। লোকে ভাববে ঠিকই আছে, অনেক কিছুতো জানলাম।
এখন এই জানাটাতো তাদের কোন কাজে লাগবেনা যদি তাদেও ক্রিয়েটিভ সেন্সটা একটু নাড়া না খায়। যদি অংশগ্রহণকারী তরুন ব্যবসায়ীরা নতুন কওে ভাবতে না শিখে তাই একমাস সময় নিয়ে একটি নতুন ধরনের ২ ভাগে ওয়ার্কশপ ডিজাইন করলাম।
প্রথমভাগ: ক্রিয়েটিভিটি উন্নয়ন: সেশন সমূহ

১.সৃজনশীলতা কি কাকে বলে?
২. সৃজনশীলতা কিভাবে হয়? এবং কি তৈরী করা বা উন্নত করা সম্ভব?
৩. সৃজনশীলতা কি কাজে লাগে?
৪. আবিষ্কার, উদ্ভাবণ, সৃজনশীলতা, শিল্প এই গুলো কি কি একই না আলাদা? উদাহরণসহ
৫. কিভাবে সৃজনশীলতা তৈরী হয়?
৬. কিভাবে সৃজনশীলতা উন্নয়ন করা যায়?
৭. সৃজনশীলতা কিভাবে কাজ করে তার ধাপ সমূহ
৮. সৃজনশীলতার ক্ষতি করে এমন বিষয়গুলো কি কি?
৯. সৃজনশীলতা একটা জীবনভর পক্রিয়া

খ, কাজ
প্রথমে একটি সাধারণ বিষয়ে লিখতে দেয়া ৩ মিনিট।
দ্বিতীয়ে: কয়েকটি ছবি বা শিল্পকর্ম দেখানো যা ক্রিয়েটিভ
তৃতীয়ে: বিভিন্ন আইকিউ, ধাঁধাঁ, সাধারণ জ্ঞান ও চিন্তামূলক প্রশ্ন করা।
চতুর্থে: কিছু তুলনামূলক জটিল শিল্পকর্ম দেখিয়ে এগুলো সম্পর্কে জানতে চাওয়া
পঞ্চমে: এমন কিছু প্রশ্ন নিজেকে ঘিওে করা যা ভাবনার খোরাক জোগানো
ষষ্ঠে: এমন কিছু জাতীয় বিষয় নিয়ে সমাধানের কথা জিজ্ঞেস করা যাতে ভাবনার পরিধি বিস্তৃত হয়।
সপ্তমে: সেই প্রথম লেখাটিকে এবার এমনভাবে লিখতে বলা যেমনভাবে ইতোপূর্বে কেউ কখনো লিখেনি।
দ্বিতীয় ভাগ: ক্রিয়েটিভ মার্কেটিং: সেশন সমূহ

ক. আলোচনা
১. ক্রিয়েটিভ মার্কেটিং কাকে বলে? কত রকম হতে পারে?
২. কোন কোন ফর্মে ক্রিয়েটিভ মার্কেটিং করা যায়? এবং কিভাবে?
৩. ক্রিয়েটিভ মার্কেটিং কেন করা হবে এর উপকারীতা কি?
৪. সাধারণ মার্কেটিং এর সাথে ক্রিয়েটিভ মার্কেটিং এর পার্থক্য কি?
৫. কয়েকটি ক্রিয়েটিভ মার্কেটিং এর উদাহরণ
৬. নতুন ধরনের ১০টি ক্রিয়েটিভ মার্কেটিং আইডিয়া
৮. ক্রিয়েটিভ মার্কেটিং প্রয়োগের বিভিন্ন মাধ্যম।
৯. বিভিন্ন কোম্পানীর ক্রিয়েটিভ মার্কেটিং এর উদাহরণ পেশ করা।
১০. সেলফ এসেসমেন্ট বা আত্ম যাচাই। (সময় স্বল্পতার কারণে হয়নি)
খ. স্লাইড শো
১. ক্রিয়েটিভ প্রোডাক্টস ডিজাইন
২, বিজনেস ইন ক্রিয়েটিভ ওয়ে
৩. ক্রিয়েটিভ ফটোগ্রাফী ফর এড
৪. ক্রিয়েটিভ ইমেজ ফর এড
৫. ক্রিয়েটিভ আর্ট ওয়ার্ক ফর এড
৬. ক্রিয়েটিভ বিলবোর্ড ফর এড
৭. আদার ক্রিয়েটিভ ওয়ে ফর এড
৮. কিছু ক্রিয়েটিভ প্রোডাক্টস ফিজিক্যালী প্রদর্শণ করা।
৯. ক্রিয়েটিভ এড এর ভিডিও দেখানো। (সময়ের কারণে দেখানো হয়নি)

গ. কাজ
১. মজার উপাদান ব্যবহার করে যেকোন কিছু তৈরী
২. যেকোন উপকরণ ব্যবহার করে নিজের প্রতিষ্ঠানের জন্য একটি যেকোন ধরনের এড তৈরী
৩. কিছু ক্রিয়েটিভ এড দেখিয়ে এগুলোর মর্মার্থ জানতে চাওয়া
৪. নিজস্ব ধারণায় নতুন আইডিয়া সম্পর্কে জিজ্ঞেস করা।
৫. ওয়ার্কশপ থেকে কে কতটুকু অনুধাবিত হলো, সেটা জানতে চাওয়া।
অন্যান্য:
১. ওয়ার্কশপের জন্য একটি ক্রিয়েটিভ ব্যানার ডিজাইন করা।
২. ওয়ার্কশপের জন্য একটি ক্রিয়েটিভ প্রবেশপত্র তৈরী
৩. ওয়ার্কশপ চলাকালীন কয়েকটি ক্রিয়েটিভ গেম দেখানো
৪. পুরাষ্কার দেয়ার জন্য ক্রিয়েটিভ লটারী আয়োজন।
৫. সাম্প্রতিক নেপালে ভুমিকম্পে ক্ষতিগ্রস্থদের প্রতি ক্রিয়েটিভ ওয়েতে সমবেদনা জানানো।

সত্যিকার অর্থে একটি চ্যালেঞ্জিং ছিলো। এ ধরনের একটি ওয়ার্কশপ ডিজাইন কওে তা এপ্লাই করা। এর জন্য আমি যেসব নীতি অনুসরণ করেছি সেগুলো হলো?
১. চিন্তা করতে শেখাবে এ ধরনের বিষয় অন্তভ’ক্ত করা।
২. প্রতিটি পর্বে ক্রিয়েটিভিটি প্রদর্শণ।
৩. প্রাণবন্ত উপস্থাপনা
৪. উপকরণগুলোতে কালারফুল ভাব রাখা।
৫. অন্যকোন ওয়ার্কশপ এর মডেল ফলো না করা।
যারা অংশগ্রহণ করেছে তাদেও কাছ থেকে একটা ফিডব্যাক নেয়া হয়েছে। শীঘ্রই তার বিশ্লেষন দেয়া হবে।
5,997 total views, 5 views today
