newspaper-clip-art-5অনলাইন নিউজ:
সবাদ ও সংবাদের উপাদান
জাহাঙ্গীর আলম শোভন

সংবাদ মাধ্যমের ছড়াছড়িতে ইদানিং দেখা যাচ্ছে নিজেদের প্রচার প্রপাগান্ডান পাশাপাশি নিজের পছন্দের বিষয়কে। সংবাদ বানিয়ে অনলাইনে পরিবেশন করছে। যেমন একটি অরণাইন পত্রিকা লিখলো পরিাবারের মেজো সন্তানেরা ভালো মানুষ হয় যে কারনে। এটা নাকোনো সংবাদ না েকান ফিচার। না আছে এর কোন বৈজ্ঞানিক ভিত্তি। এটা সংবাদ হবে যদি একদল গেবেষক গবেষণা করে এই সিদ্ধান্তে আসেন। তার আগে নয়। কিন্তু এরকমটাই হচ্ছে হরদম। হয়তো মেঝো লোকদের 50 জন এত কমেন্ট করেছে । আর তাতেই তারা আনন্দে গদ গদ। কিন্তু সংবাদ মাধ্যমটি সম্পর্কে একটা রনতিবাচক ধারণা তৈরী হচ্ছে। সেটা কেউ বুঝতে চায়না।
বর্তমানে প্রায় সব অনলাইন মাধ্যমের এ ধরনের প্রবণতা আছে। সাময়িক 1/2শ পাঠক পাওয়া যাবে। কিন্ত ‍ুকঠিন প্রতিযোগিতার যুগে টিকে থাকার জন্য চাই বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ।

‘সংবাদ’ হলো কোনো ঘটনার বর্ণনা, যে ঘটনার প্রতি মানুষের আগ্রহ রয়েছে। আমাদের চারপাশে যেসব ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে তার সবগুলোই সংবাদ হয় না। যেমন ‘কুকুর মানুষকে কামড়ালে সংবাদ হয় না, কিন্তু মানুষ কুকুরকে কামড়ালে সংবাদ হবে’
প্রকৃতপক্ষে এককথায় সংবাদের সংজ্ঞা নির্ধারণ করা কঠিন। তবে, সংবাদ সম্পর্কে আরো ভালোভাবে উপলব্ধি করতে হলে জানেতে হকব কি কি উপাদান থাকলে একটা ঘটনা সংবাদ হয়ে উঠবে। সংবাদের উপাদানগুলোর কোনো একটি অপরিহার্য উপাদান বা সবগুলো পাওয়া গেলেই সাধারণত একটি ঘটনা বংবাদে হয়ে উঠে।

তাংক্ষণিকতা
সংবাদকে কখনো পচনশীল দ্রব্যের সঙ্গে তুলনা করা হয়। কোনো ঘটনা পরিবেশনে দেরি হয়ে গেলে সংবাদের আবেদন নষ্ট হয়। ফলে তা পাঠক-দর্শক-শ্রোতার কাছে গুরুত্বহীন হয়ে পড়ে। সংবাদ মানেই নতুন কোনো কিছু। অতএব তরতাজা থাকতেই তা জনগনের কাছে পৌছে দিতে হবে।
কে কার আগে পৌছাবে এটা একটা বিষয়। যে আগে দিতে পারবে তারটা বেশী গুরুত্বপূর্ণ হবে। তবে তার অর্থ এই নয়যে আগে দিতে গিয়ে ভুল বা যেনতেনভাবে সংবাদ পরিবেশন করা যাবে।

নিকটতা
কোনো ঘটনা তার নিজের, আত্মীয়স্বজনের, পরিচিতজনের, একই ধর্মাবলম্বীদের মধ্যে কিংবা একই ভাষাভাষীদের মধ্যে ঘটলে বেশি আগ্রহের থাকে। যেমন-কানাডায় সড়ক দূর্ঘটনায় ১০ জনের মৃত্যুর চেয়ে কোনো দূর্ঘটনায় দেশের 5 জনের মৃত্যুর সংবাদের প্রতি আমাদের দৃষ্টি বেশি আকৃষ্ট হয়।

নতুনত্ব:
এটাও সংবাদের আরেক উপাদান কোন ঘটনার মাঝে নতনত্ব কিছু যোগ হলে সেটা সংবাদ হতে পারে। যেমন যোগ দিয়েছেন নতুন মার্কিণ রাস্ট্রদূত।

মান খ্যাতি
ঘটনার সঙ্গে সংশ্লিষাট ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্থান, কাল বা অবস্থানের ওপর সং বাদের গুরুত্ব নির্ভর করে। যেমন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান অসুস্থ হলে এটি সংবাদ হয় না। কিন্তু শাহরুখ খানের সন্তান অসুস্থ হলে সেটি সংবাদ হয়ে যায়। খ্যাতির পাশাপাশি কৃখ্যাতিও সংবাদ সৃষ্টি করতে পারে।

গুরুত্ব
একটি সংবাদ অনেক সময় নির্ভর করে ঘটনার তাৎপর্যের ওপর। বিদ্যুতের দাম বৃদ্ধিতে তেমন আলোড়ন নাও হতে পারে, যদি না কেউ বুঝতে পারে যে এর ফলে তার জীবন ও ব্যবসায় কি প্রভাব পড়বে।

খাতের সংশ্লিষ্ঠতা:
নিজস্ব খাতের সাথে রিলেটেড হলে সেটা একটা সংবাদ হয়। যেমন অনলাইন সংবাদের নীতিমালা প্রণয়ন করেছে সরকার।

অনাকাঙখিত বা বহু আকাংিখিত কিছু
এই দুই ধরনের ঘটনাই সংবাদ হতে পারে। যেমন নির্বাচনে বিরোধী দল 80 শতাংশ আসনে জিতেছে। এটা যদি ।অনাকাঙখিত ঘটনা হয়। তাহলে এর একটা আলাদদা সংবাদ মূল্য আছে। আবার বাংলাদেশ ভারতের সাথে সমুদ্র সীমানা জিতেছে। এর একটা কাংখিত সংবাদ মূল্য রয়েছে।

দ্বন্দ-সংঘাত
বিভিন্ন প্রকার দাঙ্গা, যুদ্ধ, প্রতিযোগিতার ঘটনা সংবাদ হতে পারে। যেমন-ইরাকে মার্কিন হামলা, ইরাক কর্তৃক কুয়েত দখল, ইত্যাদি জনগণের আগ্রহের বিষয়বস্তু।

অগ্রগতি ও সাফল্য
বৈজ্ঞানিক আবিস্কার, উদ্ভাবন, যা জনগণের তথা দেশের উন্নয়ন বা দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে তাও সংবাদ হতে পারে। যেমন উচ্চফলনশীল। বীজ উদ্ভাবন হলে আমাদের কৃষি আরো এগিয়ে যাবে। যেকোনো ধরনের অর্জন, সাফল্য, খ্যাতি, দুঃসাহসিক কাজ বা অভিযান ইত্যাদি সংবাদের উপাদান।যেমন আবুদাবীতে হেফজ প্রতিযোগিতায় বাংলাদেশী হাফেজের প্রথম পুরসাকার লাভ।

রহস্য
কোথাও কোনো সহস্যের গন্ধ পেলে মানুষ সহজেই তাতে আগ্রহী হয়ে ওঠে। আর এ জন্যেই মানুষ জানতে চায় ‘ব্যাংক ডাকাতি’ কী করে হলো।

দূঘূটনা:
বড়ো বড়ো দূঘটনা গুলো সংবাদ হয়ে থাকে। যেগুলোতে বেশী ক্ষয়ক্ষতি হয়ে যেমন আমাদের দেশে লঞ্চডবির ঘটনা। রানা প্লাজা ধস ইত্যাদি।

জনসার্থ
জনস্বার্থ সংশ্লিস্ট যেকোন ঘটনা সাধারণ হলেও তা সংবাদ হতে পারে।মাখালী ফ্লাইওভারে ফাটল ধরেছে।

আশংকা
কোনো ঘটনা এখনো ঘটেনাই কিন্তু ঘটার আশংকা তৈরী হয়েছে এটাও সংবাদ। যেমন ঘুর্ণিঝড়ের আশংকা।

মানবিক আবেদন
দুঃখ, ঘৃণা, শোক, ক্ষোভ, আনন্দ, এ সবই মানবিক আবেদন সম্পর্কিত বিষয়। যে ঘটনা মানুষের আবেগকে নাড়া দেয়, তাকে রাগান্বিত আনন্দিত বা শোকগ্রস্থ করে তেমন ঘটনা সংবাদ হতে পারে। যেমন-বিশ্বজিৎ হত্যাকান্ড।

অসমতা
সাধারণ কোনো ঘটনা সংবাদ হয় না। একটি শিশু দাঁত নিয়ে জন্মগ্রহণ। এটা একটা সংবাদ কারণ সাধারণত এমনটা হয়না।

সেলিব্রেটি:
সেলব্রেটিদের সবকিছু সংবাদ হয়ে থাকে। ভারত থেকে প্রতিদিন বহুলোক বাংলাদেশে আসে সেটা কোন সংবাদ নয়। কিন্তু আগামী মাসে নায়িকা দিপীকা পাড়ুকোন আসবে এটা সংবাদ বটে।

জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা:
কিছু ঘটনা থাকে যা নিয়মিত ঘটে কিন্তু তবুও সেটা সংবাদ কারণ তার জাতীয় গুরুত্ব রয়েছে। যেমন এমাসেই শুরু হবে সংসদের তৃতীয় অথধবেশন।

8,706 total views, 4 views today

Comments

comments

Your email address will not be published.