ই ক্যাব ব্লগ প্রথম ১০০ লেখার মূল্যায়ন
জাহাঙ্গীর আলম শোভন
ই ক্যাব ব্লগ প্রথম ১০০টি লেখা হয়ে গেছে। অনেকে পড়েছেন অনেতক পড়েননি। আসুন একটু মূল্যায়ন করে নিই। আমরা কতটা শিখলাম এ লেখাগুলো থেকে।
১০০ টি লেখা থেকে ৩০টি প্রশ্ন দেয়া হলো। যদি আপনি মনে করেন আপনার জানার বাকী আছে। তাহলে লেখাগুলো আবার পড়ুন।
১. ব্যবসায়িক হিসাব এর প্রয়োজন কেন হয়। ব্যবসায়িক হিসেব খুলতে কিকি লাগে? ব্যবসায়িক হিসাব না থাকলে কি সমস্যা হতে পারে?
২. ই ক্যাবের পরিচালনায় ই কমার্র্স সেন্টারটির কাজ কি? এর নাম্বারটা কি আপনার মনে আছে? ই ক্যাবে পেইজে প্রশ্নোত্তর পর্ব গুলো কোন কোন বিষয়ের উপর হয়েছে। আপনি কি কোনো প্রশ্ন করেছেন।
৩. অনলাইনে বিজনেস থাকলে ফোন নাম্বারের গুরুত্ব কতটুকু। অনলাইনের পাশাপাশি অফলাইন তাকলে কি সুবিধা হয়?
৪. ই কমার্স এর ক্ষেত্রে আমাদের দেশে কি কি ভুল হয়। টেকনিক্যালি আমরা কি ভুলগুলো করে থাকি?
৫. ই কমার্স ওয়েবসাইটে ভিজিটর আনার কি কি পলিসি থাকতে পারে? ফেইসবুককে কি কি ভাবে আপনি ই কমার্স এর জন্য ব্যবহার করতে পারেন।
৬. টেকনিক্যালী ই কমার্ ওয়েবসাইট সম্পর্ক আপনি কতটা জানেন।
ইক্যাব ব্লগে লিখিত লেখাগুলোর আলোকে একটি ই কমার্স সাইটের পরিকল্পনা লিখুন।
৭. বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কুরিয়ার বা শিপিং পন্য পাঠানোর জন্য কি কি সুবিধা অসুবিধা আছে।
৮. নতুন নতুন পেমেন্ট গেটওয়েগুলোতে কোন পক্রিয়ায় টাকা লেনদেন করে লিখুন।
৯. ই কমার্স শুরু জন্য প্রথম দিকে একজন উদ্যোক্তার প্রত্ততির কি কি বিষয়ের উপর জানাশোনা থাকতে হবে বলে আপনি মনে করেন।
১০. ই কমার্স উদ্যোক্তার যোগ্যতা ও গুণাবলী কি কি? কোন কোন বিষয়ে সতর্ক থাকা জরুরী?
১১. বাংলাদেশের পেক্ষাপটে সাপ্লাই চেইন নেটওয়ার্ক তৈরীর সম্ভাবনা কতটুকু ও কি কি?
১২. বর্মান বাংলাদেশে কি কি পন্যের অলাইন শপ রয়েছে। আর কোন কোন পন্যের ক্ষেত্রে চাহিদা রয়েছে এবং কেন?
১৩. বাংলাদেশে ই কমার্সএর কি কি সমস্যা ও সম্ভাবনা কি কি?
১৪. আপনি কেন ই কমাসে আসতে চান প্রচলিত ব্যবসায়ের চেয়ে এখানে কি কি সুবিধা রয়েছে। মহিলাদের কেন এ ব্যবসায় আসা উচিত বলে মনে করেন?
১৫. ই কমার্ কাস্টমার কেয়ারের বা কাস্টমার সার্সের গুরুত্ব কতটুকু? ফোনে কথা বলার সময় কর্দের কোন কোন বিষয়ে খেয়াল রাখা দরকার?
১৬. বাংলাদেশে ই-কমার্স করছি অনেকটাই অনিরাপত্তায় এবং অগোছালো ভাবে। আমাদের দেশের বেশীর ভাগ ই-কমার্স সাইট এর সিকিউরিটি অনেক দুর্বল। এসএসএল (SSL- Secure Sockets Layer) সার্টিফিকেট নেই। নেই বিজনেস ভালিডেশন সার্টিফিকেট, নেই ট্রাষ্টেড সার্টিফিকেট। এটা শুধু নতুন ছোট পরিসরে ই-কমার্সে আসা একজন উদ্যেক্তার ওয়েব সাইটের কথা না, দেশের বড় বড় ই-কমার্স সাইট গুলোর ও এই অবস্থােএই অবস্থায় আপনার সাজেশন কি?
১৭. কিভাবে ই বিজনেস কনসেপ্ট ডেভলপ করবেন??? কোন কোন বিষয় একজন ই কমার্স উদ্যোক্তার জন্য জানা দরকার?
১৮. বাংলাদেশের পর্যটন শিল্পএ ই কমার্রস মাধ্যমে কি সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন।
১৯. ই কমার্স ভাবে প্রতারণা থেকে নিজে বাঁচবেন এবং প্রতারণা সন্দেহ থেকে নিজেকে বাঁচাবেন ?
২০. অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে কি বোঝেন? আপনি কিভাবে এটাকে কাজে লাগাতে চান ?
২১. ভিডিও মার্কেটিং এর মাধ্যমে কি কি ভাবে আপনার ই কমার্স এর জন্য প্রচারণা চালাবেন?
২২. পন্য প্যাকিংও প্যাকেজিং এ কি কি সর্তকতা অবলম্বন করতে হবে।
২৩. টার্গেট যখন প্রবাসী গ্রাহক তখন আপনি কিভাবে মার্কটিং করতে পারেন।
২৪. ই-কমার্স সাইটের জন্য কিভাবে লিখবেন এসইও অপ্টিমাইজড কন্টেন্ট?
২৫. পন্যের ছবি তোলার জন্য কি কি বিষয়ে জানা দরকার?
২৭. আপনার পন্য ক্রয় থেকে গ্রাহকের কাছে পৌছানো পর্ন্ত কি কি প্রসেস রয়েছে।
২৮. আপনার ব্যবসায়ের প্রাথমিক খরচের একটি পরিখল্পনা প্রণয়ন করুন।
২৯. কোন কোন উপায়ে আপনি মার্টিঙ করবেন বলে ভাবছেন?
৩০. আপনার পুরো ব্যবসায়ের প্রতিটি পরিকল্পনার ব্যাপারে আপনি কি পরিস্কার? তাহলে সেটি লিখে ফেলুন।
এবার আপনি মূল্যায়ন করুন। গত ৩ মাসে আপনি কতটা জানতে পেরেছেন?
6,485 total views, 5 views today
