সৃজনশীল বিপনন কর্মশালার মূল্যায়ন প্রতিবেদন ০১
অংশগ্রহণকারীদের উত্তরের আলোকে মূল্যায়ন
জাহাঙ্গীর আলম শোভন

সৃজনশীল বিপনন কর্মশালার, ০৯ মে, ফ্রেপড মিলনায়তন, ঢাকাবিশ্ববিদ্যালয়, আয়োজনে: ই ক্যাব
বক্তা: জাহাঙ্গীর আলম শোভন, মোট উপস্থিতি ৭৫ জন, মুল্যায়নে অংশ নিয়েছেন ৬৩ জন

অংশগ্রহণকারীদের জন্য প্রশ্নমালার আলোকে নিচের উত্তরগুলো একটি ছাপানো কাগজে গ্রহণ করা হয়েছে। আমরা নিরপেক্ষভাবে টালি করে এই হিসেব বের করেছি। এবং সততার সাথে সেটা তুলে ধরেছি। যদিও অনেক উত্তরদাতার উত্তরে বেশ অসঙ্গতি রয়েছে। যেমন অনেকে লিখেছেন তিনি বেশ উপকৃত হয়েছেন। এত ভালো ওয়ার্কশপ আর হয়না কিন্তু র্যাং কিং এ দিয়েছেন ৩ স্টার।

এই ফিডব্যাক ফর্মে আমরা কারো নাম লিখতে বলিনি। যাতে করে কারো কোনো অসন্তুষ্টি বা নেতিবাচক কথা থাকলে তিনি তা স্বাচ্ছন্দে লিখতে পারেন। এরকম পাওয়া গেছে মাত্র একজন। তিনি সব প্রশ্নের উত্তরে সর্বেশেষটি দিয়েছেন। কেন তিনি সন্তুষ্ট নন এব্যাপারে তিনি কোনো ব্যাখ্যা দেননি বা দিতে পারেননি।

13478_10153253190919618_5385265262855401985_n

১. এ কর্মশালার সংবাদ কিভাবে জেনেছেন?
ক. ফেইসবুক ফেইজ থেকে: ৪৩ জন
খ. বন্ধুর মাধ্যমে, : ০৬ জন
গ, ব্লগের মাধ্যমে, : ১২ জন
ঘ. ইন্টারনেটে সার্চ দিয়ে, : ২ জন
ঙ. অন্য কোন ভাবে: বসের মাধ্যমে- ১ জন

২. ই কমার্সের জন্য এ ধরনের কর্মশালা কতটা প্রয়োজন?
ক. খুবই প্রয়োজন, : ৪০ জন
খ. শিখলে কাজে লাগবে, : ১৩ জন
গ. প্রয়োজন আছে, : ১০ জন
ঘ. তেমন প্রয়োজন নেই,: ০ জন
ঙ. মোটেই প্রয়োজন নেই: ০ জন

৩. এর পরে কোন বিষয়ে কর্মশালা হলে ভালো হয়?
ক. অনলাইন মার্কেটিং: ৩৪ জন
খ. ই কমার্স প্রস্তুতি, : ১৭ জন
গ. মার্কেটিং এর প্রাথমিক জ্ঞান,: ৬ জন
ঘ. এফ কমার্স, : ৪ জন
ঙ. অন্যান্য: মার্টিং এর এটুজেড : ১জন, টেকনিক্যাল বিষয় : ১ জন

৪. জাহাঙ্গীর আলম শোভনের কাছ থেকে কি ধরনের কর্মশালা আশা করেন?
ক. ই কমার্স শুরু বিষয়ে,: ২৩ জন
খ. মার্কেটিং বিষয়ে, : ১৭ জন
গ. বিজনেস কনসেপ্ট বিষয়ে, : ১৯ জন
ঘ. প্রাথমিক জ্ঞান: ১জন, তিনি যে বিষয়ে অভিজ্ঞ: ১ জন, ব্যবসার পরিকল্পনা ও লাভলোতসান : ১জন
৫. ই ক্যাবের কাছ থেকে কি ধরনের উদ্যোগ আশা করেন
উ. .( অনেকে অনেক মন্তব্য করেছেন, এগুলো থেকে নির্বাচিত মন্তব্য আলাদা পোস্টে দেয়া হবে।
৬. এ কর্মশালা থেকে কি শিখলেন?
উ: (এক একজন এক এক রকম লিখেছেন তাই এগুলো আলাদা দিতে চাই।)

৭. এ কর্মশালায় আরো কি যোগ করলে ভালো হতো?
উ: (প্রত্যেকে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। তাই এটাও উপরের গুলোর সাথে পরে প্রকাশ করতে চাই।)
৮. এ কর্মশালা আপনার প্রত্যাশা কতটুকু পূরণ করেছে?
ক. ধারনার চেয়ে ভালো হয়েছে,: ১৯ জন
খ. পুরোপুরি পূরণ করেছে, ১৫ জন
গ. বেশীরভাগ পূরণ করেছে, ১৪ জন
ঘ. মোটামোটি পূরণ করেছে, ১৩ জন
ঙ. তেমন পূরণ করতে পারেনি: ১ জন

৯. এ কর্মশালাটিকে আপনি যদি রেটিং দেন, তাহলে দেবেন?
ক. ফাইভ স্টার, ২৫ জন
খ. ফোর ষ্টার,: ২৩ জন
গ. থ্রি স্টার,: ১২ জন
ঘ. টু স্টার, : ২ জন
ঙ. ওয়ান স্টার : ১জন

মন্তব্য (যদি থাকে): অল্প কয়েকজন মন্তব্য করেছেন। লেখার কলেবর বেড়ে যাবে বলে এই লেখায় দেয়া সম্ভব নয়।
.এ ধরনের একটি ফিডব্যাকের আমাদের প্রয়োজন ছিলো। কারণ সামনে ই কমার্স উদ্যোক্তাগণ কি চান বা কি করনের ওয়ার্কশপ চান তা জানা জরুরী দরকার ছিলো। আরেকটি বিষয় ক্রিয়েটিভ মার্কেটিং বিষয়ক ওয়ার্কশপ তেমন দেখা যায়না। আমাদের সামনে কোন রোল মডেল বা ফরম্যাট ছিলনা। তাই সম্পূর্ণ নতুন একটা বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত জানা দরকার ছিলো। পাশাপাশি এই লেখায় সে মত প্রকাশ করে দিয়ে আমরা অন্যদেরকেও জানিয়ে দিতে চাই যে নবীন ও সাম্ভাব্য উদ্যোক্তারা কি ভাবছে। তাছাড়া অনেক নতুন লোক ছিলো কর্মশালায় যারা এ যাবত কখনো ই ক্যাবের কোনো প্রোগ্রামে আসেনি। তাদের ভাবনাটা আমাদের জানা দরকার।

6,271 total views, 5 views today

Comments

comments