বাংলাদেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা
জাহাঙ্গীর আলম শোভন
ইন্টারনেট থেকে : সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ‘পিজিডি ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ কোর্স চালু করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিআইএইচআরএম)। পারচেজিং, ইনভেন্টরি, লজিস্টিকস, ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়সহ ব্যবস্থাপনার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও সঠিকভাবে প্রয়োগের দক্ষতা অর্জনে সহায়তা করবে এই কোর্স। কোর্সের ক্লাস পরিচালনা করে থাকেন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী। চাকুরিরত ও শিক্ষার্থী যে কেউ এই কোর্সে অংশ নিতে পারবেন। রাজধানীর ফার্মগেট ও উত্তরায় কোর্সটি পরিচালিত হয়। যোগাযোগ :৯, ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা। ফোন: ০১৯১১২১৪৫৪৫, ০১৮১৭০১১৪০৬।
দেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে আন্তর্জাতিক সনদ অর্জনের সুযোগ করে দিচ্ছে অ্যাডভান্স সাপ্লাই চেইন সলিউশন বাংলাদেশ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান। যেটি যুক্তরাজ্যভিত্তিক চার্টার্ড ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড সাপ্লাইয়ের (সিআইপিএস) অধীনে পরিচালিত হয়। এ কোর্স বিশ্বের ৪৫টি দেশে স্বীকৃত ও বিভিন্ন দেশের ১০০টি স্টাডি সেন্টারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে ফাউন্ডেশন ডিপ্লোমা, অ্যাডভ্যান্স ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে পড়ানো হয়। এর মধ্যে গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ প্রার্থীরা এমসিআইপিএসের সদস্য হতে
ভর্তির যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। স্নাতক ও পেশাজীবীরাও এ কোর্স করতে পারবেন। প্রতিটি কোর্সের জন্য আলাদাভাবে আন্তর্জাতিক সনদ দেওয়া হয়। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। ব্রিটিশ কাউন্সিলের অধীনে বছরে তিনবার পরীক্ষা হয়ে থাকে। বিশ্বের সব স্টাডি সেন্টারে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
খরচ কেমন: সিআইপিএস মেম্বার ফি, বই ও পরীক্ষা ফিসহ সব মিলিয়ে ফাউন্ডেশন কোর্সের জন্য একজন প্রার্থীকে প্রায় এক লাখ ৫০ হাজার টাকা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে প্রায় এক লাখ ৮০ হাজার টাকা খরচ করতে হয়। দুই দিনের কর্মশালার জন্য খরচ হবে ১৬ হাজার টাকা। প্রার্থীদের সুবিধায় শুধু শুক্র ও শনিবার সান্ধ্যকালীন ক্লাস নেওয়া হয় বলে জানান কামরুল বাশার।
বিস্তারিত জানার ঠিকানা: অ্যাডভান্স সাপ্লাই চেইন সলিউশন বাংলাদেশ লিমিটেড। বাড়ি-১৯৯, লেন-১, ইস্টার্ন রোড, মহাখালী, ঢাকা। ফোন: ৮৭১১৮৪৬।
ওয়েব: www.advancescs.com ও www.cips.org
এই প্রেক্ষাপটে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আগামী ৩ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অয়োজন । আগ্রহী প্রার্থীদের সরাসরি সিসিসিআই নলেজ সেন্টার অথবা ০১৮১৯-১০১১৬৭ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। কোর্সের মেয়াদ পাঁচ দিন। শিল্প-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত প্রফেশনাল, ম্যানেজমেন্ট কনসালট্যান্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, বিজনেস এক্সিকিউটিভদের জন্য মূলত এ কোর্স। স্নাতক পাস হলেও অংশ নেওয়া যাবে। কোর্স ফি ৯ হাজার টাকা। যোগাযোগ : ডিরেক্টরেট কনটিনিউইং এডুকেশন (ডিসিই) বিভাগ, বুয়েট, ঢাকা। মোবাইল : ০১৯১১৪২৮৩২১।
তবে আমার জানা মতে সবচে কম খরচ বিআএমএস এ কারণ এখানে মাত্র ১৫ হাজার টাকার বিনিময়ে একটি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোর্স করা যায়।
BiMS Permanent Campus , GA-9/3, Progoti Sharani, Shahjadpur , Gulshan, Dhaka-1212
Call + 88 02 8899848, + 88 02 8899849 , Web & Email, www.bimsedu.com , [email protected]
+ 88 01717 251585 , + 88 01819 287957
14,237 total views, 2 views today




