এবারের পয়েলা বৈশাখে: কি সুযোগ আছে আপনার ই শপে
জাহাঙ্গীর আলম শোভন
আসছে পহেলা বৈশাখ বাঙালীর প্রাণ নেচে উঠবে নিজস্ব সংস্কৃতিক অফুরান আনন্দে। নানারকম মুখোশে নাচবে। তারণ্য। ধর্ম অর্ধম ভুলে রাস্তায় নামবে প্রজন্মের ঢল। প্রভাত ফেরী নয় প্রহরফেরীর নাচে দুলবে মন। বয়সের ভার ভুলে রাস্তায় পা মেলাবে গর্বিত প্রবীণ তারন্য। শিল্পীর তুলিতে রাজপথ হবে হাজারো স্বপ্নের আলপনা। লাল সাদার আতশ বাজিতে ফুরফুরে মন চৈত্রের খরতাপকে সঙ্গে নিয়ে বরণ করবে বৈশাখে কালী ঝড়ের সাংকেতিক গর্জণকে। হালখাতার সাজে মাজবে বনিক পাড়া, কার্ড বিলি করে পুরাতন বছরের বিধায়ে কবিতার পংতি সাজাবে
হাসিমুখে নিতেছি বিধায় ফিরে না আসিব আর
শান্তির অভয় বাণী শুনাইও বারে বারে।
আর নানা রংয়ের পন্যে পসরা সাজাবে বৈশাখী মেলার দোকাণীরা। তাদের সাথে তাল মিলিয়ে নানা অফারের ফুলঝুরি ছাড়বে ব্যবসায়ীরা। পান্তা ইলিশের এই ধুমপড়া আড়ং এর মাঝে আপনি কেন বসে থাকবেন। আপনি যা করতে পারেন এই সময়ে।
প্রোডাক্টস সোর্স সংগ্রহ:
জানেন তো কিছু পন্য পাওয়া যায় শুধু বৈশাখী মেলাতে এবং এই সময়ে পরে তেমন একটা পাওয়া যায়না। আপনি বইমেলায় গিয়ে সেসব দোকাণীদের কাছ থেকে জেনে নিতে পারেন। তারা কোথা থেকে কোন পন্য কি প্রসেসে সংগ্রহ করেন। এতে আপনি ব্যবসা, সাপ্লাই এসব জানতে পারবেন। কেউ যদি নিজেরা পন্য উৎপাদন করে তাহলে তার ফোন নাম্বারটা রেখে দিতে পারেন। ২/৪ জন সাপ্লায়ার পেয়ে যেতে পারেন।
বেচা বিক্রি:
কাছাকাছি কোথাও কোন বৈশাখী মেলা হলে সেখানে আপনি একটা স্টল নিতে পারেন। যদি সম্ভব হয় সরাসরি প্রোডাক্টস বিক্রি করার সেটা সবচে ভালো। পন্য শে াকরতে না পারলে আপনি ভবিষতের জন্য অর্ডার নিতে পারেন। ফ্রিতে সদস্য সংগ্রহ করতে পারেন। নাম এবং ফোন বা ই মেইল রাখতে পারেন। ঘোষণা দিতে পারেন আজকে যারা অর্ডার দেবেন তারা ১০% ছাড় পাবেন। অন্তত প্রতিটি পন্যের একটি কপি প্রদর্শণী করতে পারেন।
প্রচার প্রচারনা:
স্টলের মাধ্যমে আপনার পন্য বিক্রির পাশাপাশি প্রচারণাও হবে। তবে মনে রাখবেন এই স্টলটা যেহেতু প্রচারণার জন্য তাই এখন পারলে একটু কম দাম হলেই ভালো। এখানে ব্যানার ফেস্টুন ও লিফলেট বিতরণ করতে পারেন।
বিশেষ অফার:
১. যদি আপনার ফাশন বা কাপড় ছোপড় শপ হয় তাহলে আজই নতুন একটা লাল সাদা ডিজাইন করে ছবি তুলে এড দিয়ে দিন। ৩১ মার্চ এর মধ্যে অর্ডার নিন। ১০ এপ্রিলের মধ্যে ডেলিভারী দিন।
২. বিশেষ প্যাকেজ দিতে পারেন দুইটি জামা অথবা শাড়ি কিনলে একটি বিশেষ উত্তরীয় ফ্রি দিন। দিতে পারেন একটি হাতপাখাও।
৩. আপনার যদি শুকটি, তরকারী, মাছ বা ইলিশের শপ থাকে। তাহলে বিশেষ প্যাকেজ ঘোষনা করুন। শুকনো ইলিশ ছাড়–ন জোড়া ৫০০ টাকা। অথবা লবণ ইলিশ।
৪. ছাড়তে পারেন ভুনা ইলিশের অফার। আপনি ৩০ মার্চ পর্যন্ত অর্ডার নিন। ৩১ মার্চে মাছ কিনুন। ১২ এপ্রিল কেটে ভুনে ফেলুন । ১৩ তারিখ ডেলিভরিী দিন হাতে হাতে সাথে সাথে। পিছকরা মাছ ভুনুন। ১০ পিছ ৫০০ টাকা। ৫ পিছ ৩০০ টাকা। ৫টি প্যাকেজে ছাড়–ন।
৫. অন্যানন্য দেশী ফুড আইটেম থাকলে তাও একটি অফারের আওতায় এনে বিক্রি করতে পারেন।
শেষ কথা:
কিছুই যদি না পারেন। আগামী বছরের জন্য ভালোভাবে প্রস্তুতি নিন।
5,689 total views, 2 views today
