হাইপার-লোকাল ই-কমার্স সিরিজের শেষ পোস্ট এটি। এ পোস্টে ভারতের কিছু হাইপার-লোকাল ই-কমার্সের কথা আপনাদের সামনে তুলে ধরব। এ পোস্টটি লিখতে গিয়ে আমি দেখেছি যে বেশিরভাগ হাইপার-লোকাল ই-কমার্স ২০১৪-২০১৫ এর মধ্যে শুরু হয়েছে। এ থেকে একটি বিষয় স্পষ্ট যে ভারতেও হাইপারলোকাল ই-কমার্স একেবারে নতুন।

গ্রোফার্স (Grofers)

গ্রোফার্স একটি অনলাইন ডেলিভারি সার্ভিস দানকারী প্রতিষ্ঠান।২০১৩ সালে সৌরভ কুমার এবং অলবিন্দর ঢিন্ডসা মিলে গ্রফার্স প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির একটি মোবাইল অ্যাপ্লিকেশন আছে। যেখানে বিভিন্ন শহরের স্থানীয় দোকানের প্রডাক্ট লিস্টিং আছে। ব্যবহারকারী চাইলে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তার প্রয়োজনীয় পণ্যটি অর্ডার দিতে পারেন এবং গ্রোফার্স স্থানীয় দোকান থেকেই তার জন্যে পণ্যটি নিয়ে আসবে। বর্তমানে ১,২০,০০০ এর বেশি পণ্যের লিস্টিং আছে। বর্তমানে ভারতের ২৬টি শহরে গ্রোফার্স সেবা দিচ্ছে। এপ্রিল মাসে গ্রোফার্স মাই গ্রিন বক্স (My Green Box) নামে গুরগাও এর একটি স্মার্টফোন-ভিত্তিক ডেলিভারি প্ল্যাটফর্মকে কিনে নেয়।

1grofers

বর্তমানে গ্রোফার্সকে সবচেয়ে সম্ভাবনাময় স্টার্ট-আপ গুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এ বছরের শুরুতে প্রতিষ্ঠানটি সেকুয়্যো ক্যাপিটাল এবং টাইগার গ্লোবাল থেকে ১০.৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ পায়। এপ্রিল মাসে এ দুটি প্রতিষ্ঠান থেকে আরো ৩৫ মিলিয়ন ডলার পায়। সর্বশেষ খবরে বলা হয় যে প্রতিষ্ঠানটি জাপানের সফট ব্যাঙ্ক, ডিএসটি গ্লোবাল, টাইগার গ্লোবাল এবং সেকুয়্যো ক্যাপিটাল থেকে ১০০ মিলিয়ন এর বেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা করছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ২০০০ এর বেশি কর্মী চাকরি করছে এবং তাদের মোবাইল অ্যাপ্লিকেশনটি ১৪ লক্ষ বার ডাউনলোড করা হয়েছে।

টাইনি আউল (Tinyowl)

টাইনি আউল টেকনোলজি লিমিটেড একটি মুম্বাই-ভিত্তিক স্টার্ট-আপ। টাইনি আউলের অ্যাণ্ড্রয়েড অ্যাপ্লিকেশন এর মাধ্যমে ব্যবহারকারী খাবার অর্ডার দিতে পারে। প্রতিষ্ঠানটির অ্যাপ্লিকেশন একজন ব্যবহারকারীর জিও-লোকেশন নির্ণয় করে তার কাছে কোথায় কোথায় রেস্টুরেন্ট আছে তা সম্পর্কে তথ্য দিতে পারে।

2Tiny Owl

সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের কর্মী ছাটাই এবং কর্মী কর্তৃক তাদের মালিককে অফিসে আটকে রাখার কারণে মিডিয়ার নজরে পড়েছে। বিনিয়োগকারীদের শর্তমোতাবেক টাইনিআউল তাদের কর্পোরেট কাঠামো পরিবর্তনের ফলে তাদের ১১২ জন কর্মী ছাটাই করতে হয়। তখন প্রতিষ্ঠানটির পুনে অফিসের কর্মচারীরা প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা গৌরব চৌধুরীকে তাদের বেতন প্রদানের দাবিতে অফিসে আটকে রাখে। পরে তাকে ছেড়ে দেয়া হয়। গত বছরের আগস্টে প্রতিষ্ঠানটি ১ মিলিয়ন ডলার সিড ফাণ্ড পায়। এর পরে ঐ বছরের ডিসেম্বরে সিরিজ এ ফাণ্ডিং এ ৩ মিলিয়ন ডলার, এ বছরের জানুয়ারিতে ১৬ মিলিয়ন ডলার পায়। এ মাসের শুরুতে প্রতিষ্ঠানটি তাদের বিনিয়োগকারী সেকুয়্যো ক্যাপিটাল এবং মেট্রিক্স পার্টনার্স এর কাছ থেকে আরো ৭.৬৭ মিলিয়ন ডলার পাবে।

পেপারট্যাপ (Peppertap)

২০১৪ সালে নবনীত সিং এবং মিলিন্দ শর্মা মিলে গুরগাও-এ পেপারট্যাপ প্রতিষ্ঠা করেন। পেপারট্যাপ এর ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন আছে যার মাধ্যমে ক্রেতা তার স্থানীয় দোকান থেকে মুদি পণ্য অর্ডার দিতে পারে। বর্তমানে ভারতের সর্বত্র পেপারট্যাপ সেবা দিচ্ছে। এ বছরের সেপ্টেম্বরে পেপারট্যাপ ৩৬ মিলিয়ন ডলারের বিনিয়োগ পায়। বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম ছিল ভারতের সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান স্ন্যাপডিল ডট কম (Snapdeal.com.) এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান জ্যাসপার ইনফোটেক Jasper Infotech। অন্যান্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল রাশিয়ার ইন্টারনেট এবং প্রযুক্তি বিনিয়োগকারী প্রতিষ্ঠান রু-নেট, জাপানের জ্যাফকো এবং বিনেক্সট,   এসএআইএফ পার্টনার্স  এবং সেকুয়্যো ক্যাপিটাল

3peppertap_app

অর্ডার দেবার দুই ঘন্টার মধ্যে ক্রেতার কাছে পণ্য ডেলিভারি দেয়া হয় এটাই পেপারট্যাপ এর অঙ্গীকার। একজন ক্রেতা একটি অর্ডার একসাথে ২০টি আইটেম ক্রয় করতে পারে। যারা নিয়মিত ব্যবহার করেন না তারা একসাথে বেশি পণ্য ক্রয় করতে পারেন না কিন্তু নিয়মিত ক্রেতাদের জন্যে পেপারট্যাপ খুবই ভাল সেবা দিয়ে থাকে। ২৫০ রুপির বেশি অর্ডার দিলে ফ্রি-ডেলিভারি দেয়া হয়। এর কম হলে ৫০ রুপি ডেলিভারি চার্জ দিতে হয়।

আর্বান ক্ল্যাপ (Urbanclap)           

আপনার বাসার পানির ট্যাপটা নষ্ট হয়ে গিয়েছে অথবা প্লাগ পয়েন্টে হঠাৎ করে সমস্যা দেখা দিয়েছে। মিস্ত্রী এনে ঠিক করান দরকার। আর্বান ক্ল্যাপ অ্যাপ্লিকেশন ঠিক এ কাজটিই আপনার জন্যে করে দেবে। তাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার স্থানীয়, ইলেক্ট্রিক মিস্ত্রী, প্লাম্বার, বিউটি সেলন, জিম ইত্যাদি খুঁজে পাবেন। প্রতিষ্ঠানটি দাবি করে থাকে যে তারা বর্তমানে ভারতের সবচেয়ে বড় মোবাইল-ভিত্তিক সার্ভিসেস মার্কেটপ্লেস। নয়াদিল্লী-ভিত্তিক এ স্টার্ট-আপটি ২০১৪ সালে অভিরাজ বহেল, বরুণ খৈতান এবং রাঘব চন্দ্র মিলে স্থাপন করেন। বর্তমানে দিল্লী, বাঙ্গালোর, চেন্নাই এবং মুম্বাইতে প্রতিষ্ঠানটি সেবা প্রদান করে থাকে।

4Urban Clap

এ বছরের শুরুতে আর্বান-ক্ল্যাপ এসএআইএফ পার্টনার্স এবং অ্যাকসেল পার্টনার্স এর কাছে থেকে ১.৬ মিলিয়ন ডলার পায়। পরে তারা এ দুটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে থেকে আরো ১০ মিলিয়ন ডলার পায়। তারা এ টাকা তাদের অ্যাপ্লিকেশনকে উন্নত এবং সেবাকে ভারতের অন্যান্য জায়গায় ছড়িয়ে দেবার কাজে ব্যবহার করে।

অক্টোবর মাসে খবরে প্রকাশিত হয় যে আর্বান ক্ল্যাপ বেসিমার ভেঞ্চার পার্টনার্স এর কাছ থেকে আরো ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ পাবার ব্যাপারে আলোচনা করছে।

সুইগি(Swiggy)          

সুইগি বাংলাদেশের হাংরি নাকি এর মতো একটি খাবার অর্ডার এবং ডেলিভারি প্ল্যাটফর্ম। ২০১৪ সালে শ্রীহর্ষ মাজেটি, নন্দন রেড্ডি এবং রাহুল জামিনি মিলে সুইগি প্রতিষ্ঠা করে। বর্তমানে প্রতিষ্ঠানটি হায়দ্রাবাদ, গুরগাও, মুম্বাই, কোলকাতা, পুনা এবং নয়াদিল্লীতে সেবা দিচ্ছে। তাড়াতাড়ি তারা চেন্নাইতে তাদের সেবা চালু করবে। সুইগি শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্ডার গ্রহণ করে থাকে। তারা বিভিন্ন রেস্টুরেন্টের সাথে পার্টনারশীপে খাবার ডেলিভারি করে থাকে।

5Swiggy

এ বছরের মাঝামাঝিতে সুইগি তাদের বি-সিরিজ ফাণ্ডিং সম্পন্ন করে যেখানে তারা নরওয়েস্ট ভেঞ্চার পার্টনার্স (এনভিপি)এসএআইএফ পার্টনার্স, এবং অ্যাকসেল পার্টনার্স এর কাছে থেকে ১৬.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ পায়। এর আগে প্রতিষ্ঠানটি আরো ২ মিলিয়ন ডলার পায়।

মোবাইলে খাবারের অর্ডার পাবার পরে সুইগির কর্মচারীরা রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহ করে ক্রেতার বাসায় পৌঁছে দেয়। দ্রুত ডেলিভারি দেবার জন্যে তাদের অ্যাপ্লিকেশন রাউটিং অ্যালগোরিদম ব্যবহার করে থাকে।

স্পুন জয় (Spoonjoy):

স্পুন জয় একটি ইন্টারনেট ফার্স্ট রেস্টুরেন্ট। হাংরি নাকি বা সুইগি এর মতো স্টার্ট-আপ প্রতিষ্ঠান গুলো রেস্টুরেন্ট থেকে খাবার ডেলিভারি দিয়ে থাকে সেখানে স্পুন জয় নিজে স্থানীয় ফ্রেশ সবজি দিয়ে স্বাস্থ্যকর খাবার তৈরি করে। স্পুন জয় এর মোবাইল অ্যাপ্লিকেশনে বা ওয়েবসাইটে ক্রেতা রেজিস্ট্রেশন করে অর্ডার দিলে তারা ৩০ মিনিটের মধ্যে খাবার ডেলিভারি দিয়ে থাকে। মনিশ জেঠানি স্পুন জয় প্রতিষ্ঠা করেন। পরে মনীশের আরো বন্ধুরা তাদের চাকরি ছেড়ে দিয়ে এখানে আসেন।

6Spoonjoy founders

ক্রেতারা চাইলে কোন কোন আইটেম তারা খেতে পছন্দ করেছেন সেগুলোতে ‘like’ অথবা ‘love’ দিতে পারেন। তখন তাদেরকে সেসব আইটেম নিয়মিত ডেলিভারি দেয়া হবে। প্রতিষ্ঠানটির অর্ডারের সিংহভাগ আসে বিভিন্ন অফিস কর্মচারীদের থেকে এবং বাকীটা বাসা থেকে।

প্রতিষ্ঠানটি গত বছরে ফ্লিপকার্টের সহ-প্রতিষ্ঠাতা শচীন বানসাল এবং মেকিন মহেশ্বরি থেকে বিনিয়োগ পায়। তবে প্রতিষ্ঠানটির সাম্প্রতিক অবস্থা ভাল নয়।

বিনিয়োগ কমে যাবার কারণে স্পুন জয় দিল্লী এবং বাঙ্গালোরে তাদের সেবা বন্ধ করে দিয়েছে।

লোকালয়ে (Localoye)

7Localoye

২০১৩ সালে আদিত্য রাও লোকালয়ে শুরু করেন। এটিও আর্বান ক্ল্যাপ এর মতো একটি মোবাইল মার্কেটপ্লেস যার মাধ্যমে একজন লোক তার স্থানীয় প্রফেশনালদের কাজের জন্যে হায়ার করতে পারেন। এ বছরের মে মাসে লোকালয়ে মুম্বাই থেকে বেঙ্গালুরুতে নিয়ে আসে। লোকালয়ে এর মাধ্যমে হেলথ অ্যান্ড বিউটি, টিউটোরিয়াল, প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র মেরামতকারীদের পাওয়া যায়। ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন দুটোই আছে। ইতিমধ্যেই ৩০০টি সেবাদানকারী প্রতিষ্ঠান লোকালয়ে রেজিস্ট্রেশন করেছে। ২০১৪ সালে লোকালয় অ্যাঞ্জেল বিনিয়োগকারীদের কাছে থেকে বিনিয়োগ পায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-সিদ্ধার্থ রাও, হরেশ চাওলা, এবং শচীন ভাটিয়া।এ বছরের এপ্রিলে প্রতিষ্ঠানটি তাদের সিরিজ এ ফাণ্ডিং সম্পন্ন করে যেখানে তারা টাইগার গ্লোবাল ম্যানেজমেন্ট এবং লাইটস্পীড ভেঞ্চার পার্টনার্স এর কাছ থেকে ৫০ লক্ষ ডলার বিনিয়োগ পায়।

জুগনু (Jugnoo)

চন্ডিগড়-ভিত্তিক জুগনু একটি অন-ডিমান্ড সিএনজি অটোরিকশা অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি সিএনজি ভাড়া করতে পারবেন। ২০১৪ সালের নভেম্বরে কয়েকজন আইআইটি গ্রাজুয়েট মিলে জুগনু প্রতিষ্ঠা করে। জুগনু বর্তমানে তিন ধরণের সেবা প্রদান করে থাকে-জুগনু অটো, জুগনু মিলস এবং জুগনু ফটাফট। জুগনু অটো এর মাধ্যমে সিএনজি ভাড়া করা যায়।

8Jugnoo

  • জুগনু মিলসঃ খাবার ডেলিভারি। এ বছরের ফেব্রুয়ারিতে জুগনু মিলস চালু করা হয়। নিজস্ব বাবুর্চি দিয়ে রান্না করে থাকে এবং সেটা অটোরিক্সার মাধ্যমে ৩০ মিনিটে পৌঁছে দেয়।
  • জুগনু ফটাফটঃ এপ্রিল মাসে জুগনু ফটাফট চালু হয়। এটি তাজা শাকসবজি এবং মুদি পণ্য ডেলিভারি দিয়ে থাকে।

জুন মাসে প্রতিষ্ঠানটি স্নো লিওপার্ড ভেঞ্চার্স এবং পেটিএম থেকে ৫০ লক্ষ ডলার বিনিয়োগ পায়। পরে মাসে প্রতিষ্ঠানটি ট্যাক্সি অ্যাগ্রিগেটর স্টার্ট-আপ বুক মাই ক্যাব কে কিনে নেয়। বুক মাই ক্যাব এর মাধ্যমে ট্যাক্সি ভাড়া করা যায়। প্রতিষ্ঠানটি মুম্বাই, কোলকাতা এবং হায়দ্রাবাদে সেবা দেয়। এর পরে সেপ্টেম্বরে জুগনু বিস্ট্রো অফার্স (Bistro Offers) নামে একটি রেস্টুরেন্ট ডিসকভারি অ্যাপ এবং ইয়েলো (Yelo) নামে একটি সার্ভিসেস মার্কেটপ্লেশ নামে দুটি স্টার্ট-আপকে ১ মিলিয়ন ডলারে কিনে নেয়। বিস্ট্রো অফার্স ফেইসবুকপেজ লিঙ্কঃ www.facebook.com/bistrooffers/

ফ্লিপকার্ট নিয়ারবাই  (Flipkart Nearby):

9Flipkart Nearby

গুগল প্লে স্টোরে ফ্লিপকার্ট অক্টোবর মাসে ফ্লিপকার্ট নিয়ারবাই ‘Flipkart Nearby’ নামে একটি অ্যাপ্লিকেশন ছাড়ে।  পরীক্ষামূলকভাবে এ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বেঙ্গালুরুর কয়েকটি এলাকাতে সেবা দেয়া হচ্ছে। এ অ্যাপ্লিকেশনের মাধ্যমে একজন ব্যবহারকারী ব্র্যাণ্ডেড ফুড, মুদি পণ্য, সকালের নাস্তা, দুধ ইত্যাদি পণ্য ক্রয় করতে পারবে।  একজন ব্যবহারকারী অ্যাপ্লিকেশনের মাধ্যমে পণ্যের অর্ডার দেবে সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে অর্ডারকৃত পণ্য ডেলিভারি দেয়া হবে।

স্ন্যাপডিল ইন্সট্যান্ট (Snapdeal Instant):

আলিবাবা গ্রুপ, ফক্সকন (Foxconn) এবং সফটব্যাঙ্ক গ্রুপ কর্পোরেশন  এর কাছে থেকে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ পাবার পরে এ বছরের জুলাই মাসে স্ন্যাপডিল তাদের হাইপার-লোকাল সার্ভিস “স্ন্যাপডিল ইনসট্যান্ট” (Snapdeal Instant) চালু করে। ক্রেতারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে পণ্যের অর্ডার দেবার এক ঘন্টার মধ্যে ডেলিভারি প্রদান করা হয়। দ্রুত ডেলিভারির জন্যে ক্রেতাকে কোন অতিরিক্ত চার্জ দিতে হয় না তবে শর্ত হচ্ছে পাঁচ কেজি মতো পণ্যের অর্ডার একসাথে দেয়া যাবে এর বেশি না। বিক্রেতারা স্ন্যাপডিলের সাথে যেসব কুরিয়ার সার্ভিসের পার্টনারশিপ আছে তাদের মাধ্যমে অথবা স্ন্যাপডিলের ফুলফিলমেন্ট সেন্টারের থেকে পণ্য ডেলিভারি দেয়া হবে।

প্রাথমিক ভাবে দিল্লী, মুম্বাই এবং ব্যাঙ্গালোরে স্ন্যাপডিল ইনসট্যান্ট চালু করা হয় এবং আরো ৮টি শহরে সেবা বিস্তারের ঘোষণা দেয়া হয়। আরো বলা হয়েছে যে, স্ন্যাপডিল ইনসট্যান্ট এর একটি প্রিমিয়াম ভার্সনও চালু করা হবে।

ওলা স্টোর  (Ola Store)

9aOlastore

এ বছরের জুলাই মাসে ওলা স্টোর নামে অন-ডিমান্ড ডেলিভারি সার্ভিস চালু করে। ওলা একটি ট্যাক্সি সার্ভিস অ্যাগ্রিগেটর অ্যাপ্লিকেশন যার মাধ্যমে একজন ব্যবহারকারী ট্যাক্সি ভাড়া করতে পারেন। ওলা স্টোরে ১৩টি বিভিন্ন ক্যাটেগরিতে ১২ হাজারের বেশি পণ্য পাওয়া যাবে। সকাল ৮টা থেকে রাত ১১টার মধ্যে ডেলিভারি দেয়া হবে। ২৫০ রুপির বেশি পণ্য ক্রয় করলে ডেলিভারি ফ্রি। ক্রেতা ক্যাশ-অন-ডেলিভারি, কার্ড সহ অন্যান্য বিভিন্ন পন্থায় ক্রয়কৃত পণ্যের দাম মেটাতে পারবেন। গুগল প্লে থেকে ওলা স্টোর ফ্রি ডাউনলোড করা যাবে। এখন কেবল ব্যাঙ্গালোরে ওলা স্টোর চালু হয়েছে। পণ্য সংগ্রহের জন্যে ওলা বাঙ্গালোরের বিভিন্ন রিটেইল প্রতিষ্ঠানের সাথে পার্টনারশীপ করেছে।

লেজি ল্যাড (LazyLad)

9bLazy Lad

সৌরভ সিং, পরেশ গোয়েল এবং অজয় শেঠি মিলে লেজি ল্যাড প্রতিষ্ঠা করেন। গ্রীন হাউজ ভেঞ্চার্স অ্যাকসেলারেটর  নামক একটি স্টার্ট-আপ প্রতিষ্ঠানের প্রথম স্টার্ট-আপ প্রোগ্রাম এই লেজি ল্যাড । এটি একটি মোবাইল অ্যাপ্লিকেশন যার মাধ্যমে একজন ব্যবহারকারী তার স্থানীয় দোকান থেকে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পণ্যের অর্ডার দিতে পারবেন। পণ্যগুলো ছয়টি ক্যাটেগরিতে সাজান আছে। মে মাসে জিএইচভি থেকে লেজি ল্যাড ১ লক্ষ ডলার পায়। এর পরে জাপান-ভিত্তিক অ্যাঞ্জেল বিনিয়োগকারী কিয়োহিরো সুগাসিতা, জায়-চোয় এবং হিরোজাকু এর কাছে থেকে আরো পাঁচ লক্ষ ডলার পায়। চালু হবার দুইমাসের মধ্যে লেজিল্যাড এর ব্যবসা দশগুণ বৃদ্ধি পায়। জুলাই মাসের রিপোর্ট অনুযায়ী ৮০০০ অ্যাণ্ড্রয়েড ব্যবহারকারী লেজিল্যাড এর সাবস্ক্রাইবার এবং ২০০ দোকান তাদের সাথে রেজিস্ট্রেশন করেছে। প্রতিষ্ঠানটি দৈনিক ১২০০ অর্ডার পায়।

লোকালেগস (Localegs) এবং ফ্রেশ-টু-অল (Fresh2all)

9cLocalegs

বি-টু-বি হোম ডেলিভারি স্টার্ট-আপ লোকালেগস এ বছরের এপ্রিলে চেন্নাইতে তাদের যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি স্থানীয় দোকান এবং রেস্টুরেন্ট থেকে পণ্য সংগ্রহ করে ক্রেতাকে ডেলিভারি দিয়ে থাকে। চেন্নাইতে ৩৫ জন কর্মীর মাধ্যমে লোকালেগস তাদের ডেলিভারি সেবা দিচ্ছে। লোকালেগস তিনজন অ্যাঞ্জেল বিনিয়োগকারি থেকে ফাণ্ড পেয়েছে। তাদের পরিকল্পনা হচ্ছে মুম্বাই, আহমেদাবাদ, জয়পুরসহ ভারতের অন্যান্য বড় শহরে তাদের ব্যবসা বিস্তার করা। স্থানীয় দোকানের পাশাপাশি লোকালেগস বড় বড় ই-কমার্স প্রতিষ্ঠানের পণ্যও ডেলিভারি দেবার পরিকল্পনা করছে।

9dFresh2all

এ বছরের জুলাই মাসে দিল্লীর গূরগাওবাসী গৃহিণী পূর্ণিমা রাও ফ্রেশ-টু-অল চালু করেন। প্রতিষ্ঠানটি স্থানীয় কৃষকদের থেকে তাজা শাক-সবজি সংগ্রহ করে বাসাবাড়ীতে ডেলিভারি করে থাকে। পূর্ণিমা রাও এর নিজস্ব পারিবারিক ফার্ম আছে তাই তিনি নিজে এ ব্যাপারটি ভাল বোঝেন। তিনি তাদের পারিবারিক খামার,  হরিয়ানা, রাজস্থান এবং পাঞ্জাব এর কৃষকদের থেকে তাজা সবজি সংগ্রহ করেন।

ফ্রেশ-টু-অল ছোট প্রতিষ্ঠান। তাই প্রতিষ্ঠানটি গুরগাও এলাকার অ্যাপার্টমেন্টে যারা বসবাস করেন তাদেরকে টার্গেট করে বিক্রী করছে এবং এ পদ্ধতিতে বেশ ভালই করছে।

এ সিরিজের আগের পোস্টগুলোর লিঙ্ক:

http://blog.e-cab.net/হাইপার-লোকাল-ই-কমার্স-১/

http://blog.e-cab.net/হাইপার-লোকাল-ই-কমার্সঃ-ক্/

http://blog.e-cab.net/ভারতে-দ্রুত-জনপ্রিয়-হচ্ছ/

লেখকঃ এস এম মেহদি হাসান

সূত্রঃ

ইয়োরস্টোরি (১)

ইয়োর স্টোরি (২)

ইয়োর স্টোরি (৩)

ইয়োর স্টোরি (৪)

ইয়োর স্টোরি (৫)

ইয়োর স্টোরি (৬)

টেকক্রাঞ্চ (১)

টেকক্রাঞ্চ (২)

টেকক্রাঞ্চ (৩)

দ্যা ইকনোমিক টাইমস (১)

দ্যা ইকনোমিক টাইমস (২)

দ্যা ইকনোমিক টাইমস (৩)

দ্যা ইকনোমিক টাইমস (৪)

দ্যা ইকনোমিক টাইমস (৫)

এনডি টিভি গ্যাজেটস (১)

এনডি টিভি গ্যাজেটস (২)

এনডি   টিভি গ্যাজেটস (৩)

এনডি টিভি গ্যাজেটস (৪)

বিজনেস স্ট্যান্ডার্ড

আই অ্যাম ওয়্যার

পেপারট্যাপ উইকিপিডিয়া

টাইমস অব ইন্ডিয়া

টেক ইন এশিয়া (১)

টেক ইন এশিয়া (২)

মিডিয়া নামা

ইঙ্ক ৪২ ডট কম

 

12,989 total views, 3 views today

Comments

comments