বর্তমান পেক্ষাপটে প্রচলিত ব্যবসা ও ই-কমার্স এর ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স এর তুলনামূলক চিত্র

বর্তমান পেক্ষাপটে প্রচলিত ব্যবসা ও ই-কমার্স এর ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স এর তুলনামূলক চিত্র

বিষয় বস্তু অনলাইন শপ/ কমার্স সাধারণ দোকান/ শপিংমল
ভ্যাট নিবন্ধনের বাধ্যবাধকতা বার্ষিক টার্নওভার যাই হোক না কেন ধারা ৬ অনুযায়ী নিবন্ধনের বাধ্যবাধকতা আছে। (সুত্রঃ সাধারণ আদেশ নং ১৭/মূসক/২০১৯) বার্ষিক টার্নওভার ৩ কোটি টাকা পর্যন্ত নিবন্ধনের প্রয়োজন নাই। বার্ষিক টার্নওভার ৫০ লক্ষ টাকা পর্যন্ত তালিকা ভুক্তিরও প্রয়োজন নাই। বার্ষিক টার্নওভার ৫০ লক্ষ টাকা থেকে ৩ কোটি পর্যন্ত হলে টার্নওভার করদাতা হিসেবে  তালিকা ভুক্তির বাধ্যবাধকতা আছে।
প্রযোজ্য ভ্যাট হার  অনলাইন সেলস কমিশনের উপর ৫% ভ্যাট পরিশোধযোগ্য (সুত্রঃ ব্যাখ্যা পত্র ০২/মূসক/২০১৯)। বার্ষিক টার্নওভার ৫০ লক্ষ টাকা পর্যন্ত ভ্যাট ০%। বার্ষিক টার্নওভার ৫০ লক্ষ টাকা থেকে ৩ কোটি পর্যন্ত হলে ভ্যাট হার হবে ৪%।
বিক্রয়কৃত পণ্যের ক্রয় মূল্যের উপর ভ্যাট পণ্য ক্রয় পর্যায় ক্রয় মূল্যের উপর ভ্যাট পরিশোধ থাকার বাধ্যবাধকতা আছে।  (সুত্রঃ ১৮৬- আইন/২০১৯/৪৩-মূসক) এই আইন প্রযোজ্য নয়।
উৎসে আয়কর কর্তন পণ্য ক্রয়ের ক্ষেত্রে মার্চেন্ট/ভেন্ডর কে তার পাওনা পরিশোধের ক্ষেত্রে উৎসে আয়কর কর্তনের বাধ্যবাধকতা থাকায় মার্চেন্টরা  ৩%-৭% অতিরিক্ত দাম দাবি করে। ফলে পণ্যের দাম বেড়ে যায়। পণ্য ক্রয়ের ক্ষেত্রে মার্চেন্ট/ভেন্ডর কে পাওনা পরিশোধের ক্ষেত্রে উৎসে আয়কর কর্তনের বাধ্যবাধকতা না থাকায় মার্চেন্ট/ ভেন্ডরগন   ৩%-৭% কম দামে পণ্য সরবরাহ করে। ফলে পণ্যের দাম কম থাকে।
শিপিং চার্জ (আয়) শিপিং চার্জ (আয়) এর উপর ১৫% ভ্যাট প্রযোজ্য। – 5% VAT ((সুত্রঃ ব্যাখ্যা পত্র ০২/মূসক/২০১৯) প্রযোজ্য নয়।
শিপিং চার্জ (ব্যয়) শিপিং চার্জ (ব্যয়) এর উপর ১৫% ভ্যাট প্রযোজ্য। অর্থাৎ ভ্যাট দুইবার দিতে হয়। 10% VAT (3rd schedule Table 3 Part B service code So48.00) প্রযোজ্য নয়।
ব্যবসা সংশ্লিষ্ট খরচের ভ্যাট/উৎসে আয়কর কর্তন ক্লাউড সার্ভিসের উপর ভ্যাট ৫%, 15%(SRO 149/Ain/2020/110-mushak) ট্যাক্স ২০% (বিদেশি কোম্পানি থেকে পণ্য বা সেবা গ্রহণের ক্ষেত্রে)।section 56 ITO, 1984 প্রযোজ্য নয়।
ডিজিটাল মার্কেটিং এর উপর ভ্যাট ১৫% ট্যাক্স প্রকার ভেদে ০.৬% থেকে ২০% (section 56, ITO, 1984 ) পর্যন্ত। (বিদেশি কোম্পানি থেকে পণ্য বা সেবা গ্রহণের ক্ষেত্রে)। প্রযোজ্য নয়।
যে সকল সেবা বা পণ্য ক্রয়ের উপর ভ্যাট প্রযোজ্য সে সকল পণ্য বা সেবা ক্রয়ের উপর উৎসে ভ্যাট বা উৎসে মুসক কর্তন/ পরিশোধের বাধ্যবাধকতা । বাধ্যবাধকতা নাই।
কালেকশন এর জন্য এম এফ এস/ পেমেন্ট গ্যাটওয়ে এর উপর অনেক বেশী নির্ভরশীলতা থাকায় ফিনানন্সিয়াল এক্সপেন্সেস বাড়ে এবং এই খরচের উপর ১৫% ভ্যাট পরিশোধযোগ্য। সরাসরি ক্যাশ টাকা গ্রহণ করায় এই খরচ নাই।
পণ্য ডেলিভারী সেবার ক্ষেত্রে ব্যয় অনলাইন প্রতিষ্ঠানগুলোকে পণ্য ডেলিভারী করলে সেজন্য ডেলিভারী চার্জের উপর ভ্যাট দিতে হয়। কিন্তু কোনো প্রচলিত দোকান যদি গ্রাহকের বাসায় পণ্য পাঠায় সেক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য নয়।
প্যাকেজ ভ্যাট অনলাইন প্রতিষ্ঠানসমূহ প্যাকেজ ভ্যাটের আওতায় আসেনি। ক্ষেত্রবিশেষে দেখা যায় প্রচলিত দোকানসমূহ শপিং সেন্টারে অবস্থানের ফলে প্যাকেজ ভ্যাট দিয়ে থাকে।
সাইনবোর্ড ট্যাক্স অনলাইন উদ্যোক্ত্যগণ কোনোকোনো ক্ষেত্রে বাসায় ব্যবসা পরিচালনা করে। তা সত্বেও ট্রেড লাইসেন্স এর সাথে সাইনবোড ট্যাক্স প্রদান করে।
আইনি বাধ্যবাধকতা কোম্পানির ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ, মূসক আইনসহ অনেক ধরণের আইনের সাথে কপ্লায়েন্স করতে হয় যার ফলে অপারেটিং কস্ট অনেক বেশী হয়। কপ্লায়েন্সের বাধ্যবাধকতা না থাকায় অপারেটিং কস্ট অনেক কম।

 

 

 

2,381 total views, 3 views today

Comments

comments