Colorful_Flower_Petals

ফেসবুক ও অনলাইন মার্কেটিং বিষয়ক লেখাসমূহ

জাহাঙ্গীর আলম শোভন

FMB

ই ক্যাব ব্লগে আমার প্রায় ১৩০ টির বেশী মৌলিক লেখা রয়েছে। এসব লেখার মধ্যে নামকরণ, ডেলিভারী, লেনদেন, লাভ লোকসান, সাপ্লাই চেইন, ফটোগ্রাফি, ওয়েবসাইট, মার্কেটিং সব বিষয়ে লেখা রয়েছে। রয়েছে শিক্ষামূলক কাজে কিভাবে ই কমার্সকে ব্যবহার করা যায় এবং ই জার্নালিজম বিষয়ক লেখাও। লেখাগুলোকে পাঠকের সুবিধার্থে আলাদাভাবে সাজিয়ে দেয়ার চেষ্টা করছি ভিন্ন ভিন্ন পোস্টে।

ই কমার্স ও ই মার্কেটিং

ই কমার্স এর সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সে বিষয়গুলো শুধু ইলেকট্রনিক্স মাধ্যম বলে ই কমার্সের সাথে সম্পর্কিত তা নয়। বরং ই কমার্স ব্যবসায় বিভিন্ন ভাবে এসব মাধ্যমের ভ’মিকা রয়েছে। বিশেষকরে ই মার্কেটিং এসব মাধ্যমের বিকল্প নেই। সাধারণত আশা করা হয় যারা অনলাইনে শপিং করে থাকে বা ই কমার্সে অভ্যস্ত তারা অন্যান্য ইলেকট্রনিকস মাধ্যম টুলস ও ব্যবহারের সাথে পরিচিত। ফলে সেসব মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপন ও প্রচার প্রচারণা চালালে টার্গেট পিপলদের চোখে পড়ার সম্ভাবনা থাকে।

আরো

 

কনটেন্ট কি কেন? প্রয়োজনীয়তা

কনটেন্ট সবসময় মার্কেটিং এর জন্য অপরিহার্য উপাদান। মার্কেটিং, ব্লগিং, রাইটিং, রিভিউ, প্রেস রিলিজ, প্রপোজাল, প্রোফাইল ইত্যাদি কাজে কনটেন্ট দরকার হয়। মার্কেটিং এর ক্ষেত্রে পত্রিকা এড, টিভিএড, ভিডিও আরো বিভিন্ন ধরনের মার্কেটিং বা বিজ্ঝাপনের ক্ষেত্রে কনটেন্ট এর প্রয়োজন হয়।

পড়ুন, ভালো লাগবে

 

সৃজনশীল মার্কেটিং

গতানগতিক পন্থায় বিপনন না করে সৃজনশীল পদ্ধতিতেত বিপনন করলে মানুষের ভিন্ন রকম েএকটা ধারণা হয়। আর ১০ টা শপ থেকে আপনার ই শপকে আলাদা মনে করতেই পারে।

বিস্তারিত

বিষয় ফেইসবুক মার্কেটিং

কন্টেন্ট: টেক্সট, ইমেজ, ভিডিও ইত্যাদি মনোযোগ আকর্ষণীয় বিষয়বস্তু দিয়ে তৈরি কন্টেন্টে সমৃদ্ধ প্রোফাইল জনপ্রিয়তার ক্ষেত্রে খুবই কার্যকর। এমন সব কন্টেন্ট পোস্ট করতে হবে যেগুলো মানুষকে পেজে যুক্ত থাকতে আগ্রহী করে তুলবে।

আরো জানুন

 

ই কমার্স শুরু করতে

যারা নতুন উদ্যোক্তা তারা নিচের প্রশ্নগুলোর উত্তর জানেন কিনা। নিজেকে যাচাই করে নিন। জরুরী নয় যে আপনি সব জানবেন। তবে বেশীরভাগ প্রশ্নের উত্তর জানা দরকার। েএবং কিছূ কিছু আবশ্যকীয় প্রশ্নের উত্তর জানা দরকার।

পুরো লেখা

ফেইসবুকে মার্কেটিংবিষয়ক লেখা 02

আমাদের দেশে সাধারণত মানুষ আত্মীয় বা পরিচিত লোকদের কাছ থেকে কেনাকাটা করতে ভরসা পান। জরিপে দেখা গেছে বিশ্বে ৮৭ শতাংশ মানুষ তাদেরে এফএনএফ বা পরিচিত জনদের মাধ্যমে খবর পেয়ে পন্য ক্রয় করে থাকে।

বিস্তারিত পড়ুন

ফেইসবুকে মার্কেটিংবিষয়ক লেখা 03

আমাদের দেশে সাধারণত মানুষ আত্মীয় বা পরিচিত লোকদের কাছ থেকে কেনাকাটা করতে ভরসা পান। জরিপে দেখা গেছে বিশ্বে ৮৭ শতাংশ মানুষ তাদেরে এফএনএফ বা পরিচিত জনদের মাধ্যমে খবর পেয়ে পন্য ক্রয় করে থাকে।

বিস্তারিত পড়ুন

 

ভিডিওগ্রাফী টিপস:

ভিডিও বর্তমানে শক্তিশালী মাধ্যম হিসেবে প্রকাশ পেয়েছে। ইউটিউব ফেইসবুক সহ অন্যান্য মাধ্যমে ছোট ছোট ভিডিও ক্লিপ এর মাধ্যমে অনেকে ব্যবসায়িক কনসেপ্ট, পন্য বা সেবাকে তুলে ধরছেন। ই কমার্স  উদোক্তাগণ বেশীরভাগ স্বল্পপুজির ব্যবসায়ী আবার অনেকে নিজেই তার ব্যবসার সব দিক দেখাশোনা করেন।

পুরোটা পড়ে দেখুন আরো জানার জন্য

 

প্রোডাক্টস ফটোগ্রাফী 01

আপনি ই কমার্স ব্যবসায় শুরু করে দিয়েছেন। কিন্তু একটি ডিজিটাল ক্যামেরা কিনে পন্যের ছবি তোলার মত অবস্থা এখন আপনার নেই। তাই আসুন আপনার হাতের মোবাইলটি দিয়েই তুলে নিন আপনার পন্যের ছবি। এজন্য ভালো ছবি পেতে আপনি কিছু কাজ করে নিতে পারেন।

পুরোটা পড়ুন কাজে লাগবে

 

 

ছবি তোলার প্রাথমিক জ্ঞান

আপনারা অনেকে ছবি তুলেন। যারা বিশেষ অভিজ্ঞ নয় বা এ বিষয়ে কোন শিক্ষা বা প্রশিক্ষণ নেননি। তাদের কাজে লাগবে এই পোস্টটি। যদিও এর আগে আমি পন্যের ছবি তোলা ও ভিডিও করার উপর ভিন্ন ভিন্ন দুটি পোস্ট দিয়েছিলাম। কিন্ত এই পোস্টটি আমি উদাহরণছবি সহ দিচ্ছি, হয়তো এতে করে  ছবি তোলার নন্দনতত্বটা প্রাকটিক্যালি বুঝতে পারেন। ছবি তোলা একটি শিল্প এটা আজ সবর্জন স্বীকৃত।  ছবি শুধু তুললেই সেটা শিল্প হয়না। তাতে শৈল্পিক উপাদান থাকা চাই। থাকা চাই নান্দিনিকতা, সৃজণশীলতা, অর্থপূর্ণতা ও ভাষা প্রকাশের ইঙ্গিত। আসুন তাহলে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করা যাক। যেহেতু অনেকে ডিজাইনের জন্য ছবি তোলেন। অনেকে ছবি তোলেন অনলাইন পত্রিকার জন্য। তাই সবার জানা উচিৎ। অনেক সময় দেখা যায় ফটোগ্রাফার ছবি ঠিকভাবেই তুলেছেন কিন্তু ডিজাইনার ছবিটা এমনভাবে এডিট করেছেন যে তার অর্থই বদলে গেছে। তাছাড়া যারা ফেউসবুকে হরদম ঝবি পোস্ট করেন তাদেরও কাঝে লাগবে। একটি আনাড়ি ছবি আর একটি সঠিক ছবি দুটোর কোনটির প্রায়োরিটি থাকবে এবং সমছদারদের কাছে গ্রহণযোগ্য হবে সেটা নিশ্চই বুঝিয়ে বলার দরকার নেই। আর ফেইসবুকে নজের এতো এতা ছবি না দিয়ে নিজের তোলা ছবি যদি সেটা সঠিক নিয়ম মেনে তোলা হয় এবং দেখার মতো সুন্দর হয় সেটা দিতে পারাই কি যোগ্যতার ব্যাপার নয়। তাই আজ প্রাথমিক বিষয়টা জানুন। আর অপেক্ষা করুন, পোডাকটস ফটোগ্রাফী, নিউজ ফটোগ্রাফী আর ফটো এডিটিং সম্পর্কিত কয়েকটি পোস্ট এর জন

প্রয়োজন মনে করলে পড়ুন

ই কমার্স প্রশ্নোত্তর

জাহাঙ্গীর আলম শোভন: বিস্তারিত পড়ুন

 

প্রথম দিকের ই কমার্স

ই কমার্স শুরু জন্য প্রথম দিকে একজন উদ্যোক্তার প্রত্ততির জন্য কিছু বিষয়ের ব্যাপারে ইতোমধ্যে কয়েকটা বিষয় পোষ্ট করা হয়েছে। ‘‘ ইকমার্স: প্রস্তুতিপর্ব, ই কমার্স:উদ্যোক্তার জানা, ই কমার্স : আপনার জন্য ১২ ইস্যু, ই কমার্স কেন করবেন? ইত্যাদি লেখা ইতোমধ্যে নিয়মিত পাঠকরা পাঠ করেছেন। তবুও প্রতিমূহূর্তে নতুন উদ্যাক্তরা শুরু দিকের বিভিন্ন বিয়য়ে প্রশ্ন করছেন। সেসব প্রশ্নের আলোকে আজকে শুরুদিকের কাযক্রমের ইপর আবারো ভিন্ন আলোকে আলোকপাত করা হলে। । কিছু কিছু বিষেয় পূনরাবৃত্তি হলেও আজকেই লেখাটাকে পরিপূর্ণ করার জন্য জন্য সে অবতারণা করা হলো।

আরো পড়ুন তাহলে

ই কমার্সে প্রতারণা

আসলে আস্থার সংকটটা আমাদের দেশে একটু বেশী। নতুন কোনো ব্যবসা দাঁড়াতে প্রচুর সময় ব্যয় হয় শুধু এই আস্থা তৈরী করার জন্য। আর এর কারণ হচ্ছে আমাদের দেশে প্রতারণা একটু বেশী হয়। কারণ আমরা নিয়ম মেনে ব্যবসা করিনা। এবং সচেতন হইনা। আমরা অবিশ্বাস করি তাও ছোটোখাটে কারণে আবার বিষ¦াস করে বসি কোনো কারণ ছাড়াই ফলে আমরা খুব সহজে ঠকি।

পড়ুন বিস্তারিত

ওয়ার পোডাক্টস মার্কেটিং

আনকমন পন্যের ব্যবসায় করলে সেগুলোর দাম একটু বেশী হয় আবার ক্রেতা হয় সীমিত। তবে সঠিক জায়গায় সঠিকভাবে তুলে ধরতে পারলে হয়তো গছানো যায়। আর কমন পন্যের ব্যবসা করলে তার ক্রেতা ব্যাপক আর বিক্রেতাও এত বেশী যে প্রতিযোগিতা করে পেরে উঠা যায়ন। ফলে দুটো পন্য কমন হোক আর আনকমন হোক দুটোতেই লাভ ও লোকসান উভয় সম্ভাবনা আছে। ফলে কোনোটাটে লাভ জন্ক আর কোনটা লোকসানী এই কথা বলা যায়না।

আরো জানতে

 

ই কমার্স: অন্যরকম প্রমোশন

মার্কেটিং এবং বিপননের ঝুঁকিটা একটু বেশী। সত্যিকার অর্থেই চ্যালিঞ্জিংতো বটেই। যেমন আপনি যদি কোনো ভুল পন্য কেনেন, সেটার যদি বাজারে চাহিদা ভালো না থাকে। তাহলে আপনি হয়তো কমদামে বিক্রি কওে  কিছু টাকা তুলতে পারবেন। একজন অদক্ষ কর্মী নিয়োগ দিয়ে বুঝতে পারলেন তিনি শুধু কথায় পারদর্শী কাজে নয় তখন তাকে অন্য কাজে লাগাতে পারবেন।  আপনি যদি বিপনন বা মার্কেটিং এর কাজে ভুল সিদ্ধান্ত নেন তাহলে আর তার কোন রিকভার পাবেন না। যেমন ধরুন আপনি ভুল জায়গায় এক লাখ টাকা খরচ করে একটা বিলবোর্ড লাগালেন। লাগানোর পর বুঝলেন কি ভুল করেছেন! এখন আপনি আর এই ১ লাখ টাকার কোনো রিটার্ন পাবেন না। তাই মার্কেটিং বা বিজ্ঞাপন প্রচার প্রচারনার খরচটা সত্যিকার অর্থে স্পর্শকাতর বটে।

পুরো লেখা

 

নতুন ধারার প্রমোশন

ব্যবসায়ের লাভ লোকসান থাকবে। ক্ষতি কাটিয়ে উঠে দাড়ানোর মাঝে একটা সফলতা ও একটা শিক্ষা রয়েছে। কিন্তু বুকে মাটি লাগিয়ে পড়ে থাকার মাঝে কোনো গৌরব নেই। তাই ব্যবসা করুন জেনে বুঝে করুন। শুধু ব্যবসাকে বুঝলে হবে না। নিজেকেও বুঝুন ব্যবসাতো অনেকেই করছে আপনি নিজে কতটা করতে পারবেন সেটাই ভাবুন।

আরো

ঈদ অফার

এরকম আরো অনেক কিছুই আপনি খুজে নিতে পারেন। আপনি আপনার পন্য, আপনার কাস্টমার, আপনার বিক্রি টার্গেট প্রর্ভতি যখন ঠিক করবেন তখন আপনি নিজে হয়তো এর চেয়ে আরো সুন্দর একটা আইডিয়া নিজে বের করতে পারবেন।

সর্ম্পূর্ণ পোস্ট

 

ই কমার্স ও ই মার্কেটিং

ই কমার্স এর সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সে বিষয়গুলো শুধু ইলেকট্রনিক্স মাধ্যম বলে ই কমার্সের সাথে সম্পর্কিত তা নয়। বরং ই কমার্স ব্যবসায় বিভিন্ন ভাবে এসব মাধ্যমের ভ’মিকা রয়েছে। বিশেষকরে ই মার্কেটিং এসব মাধ্যমের বিকল্প নেই। সাধারণত আশা করা হয় যারা অনলাইনে শপিং করে থাকে বা ই কমার্সে অভ্যস্ত তারা অন্যান্য ইলেকট্রনিকস মাধ্যম টুলস ও ব্যবহারের সাথে পরিচিত। ফলে সেসব মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপন ও প্রচার প্রচারণা চালালে টার্গেট পিপলদের চোখে পড়ার সম্ভাবনা থাকে।

আরো

 

সৃজনশীল মার্কেটিং

গতানগতিক পন্থায় বিপনন না করে সৃজনশীল পদ্ধতিতেত বিপনন করলে মানুষের ভিন্ন রকম েএকটা ধারণা হয়। আর ১০ টা শপ থেকে আপনার ই শপকে আলাদা মনে করতেই পারে।

বিস্তারিত

9,220 total views, 2 views today

Comments

comments