Funding-for-creative-businesses_banner

নতুন ই কমার্স উদ্যোক্তার জন্য আমার লেখাগুলো

জাহাঙ্গীর আলম শোভন

আমার সবগেুলো লেখা থেকে এই লেখাগুলো বাছাই করে দিলাম নতুন উদ্যোক্তাদের জন্য

 

ই কমার্স সম্পর্কে কয়েকটি ভুল ধারণা

না জানলে ভুল ভাঙবে কিভাবে? তাই জেনে নিন। এখনি

 

আজকের বিষয়: ব্যবসায়িক হিসাব খোলা

জেনেনিন বিজনেস ব্যাংক একাউন্ট এর বিস্তারিত: এই লেখা থেকে

 

ই কমার্স: যে ভুলগুলো উদোক্তাদের লক্ষ্য অর্জনে বাঁধা

আজকের অর্থনৈতিক শক্তিশালী দেশগুলোও একদিন এসব অনিশ্চয়তার মধ্যে থেকে আজ বেরিয়ে এসেছে। আমাদের সব ক্ষেত্রেই কিছু কমন ফ্যাক্টতো আছেই। আর আছে : জেনে নিন আজই: এই পোস্ট থেকে

 

বাংলাদেশে ই কমার্স ও এর বাস্তবতা

যেকোনো ব্যবসায় খুব ভালো না চললে এক সমস্যা সেসব কেউ করতে চায়না, আর চলেনা চলেনা বলে তার একটা বদনাম হয়ে যায়, তার মধ্যে থেকে সবার অজান্তে দুইচার জন সফল হয়ে যায়। বিস্তারিত

 

ই কমার্স উদ্যোক্তার মন মানসিকতা

মানসিকতা একটা বিরাট ব্যাপার উদ্যোক্তা হওয়ার জন্য। মানসিকতা থাকতে হবে। পুরোটা পড়ুন

 

 

ব্যবসায়ে অর্থসংস্থানের কিছু বিকল্প

আমাদের দেশে উদ্যোক্তা তৈরী হওয়া উদ্যোগের মানষিকতা তৈরী হওয়া দুটোই কঠিন। এই কঠিনের পিছনে বেশ কিছু কারণ আছে। এর অন্যতম হলো পুঁজি সংকট। বিস্তারিত

 

 

ই কমার্স ও প্রচলিত ব্যবসায়: মিল অমিল

এই মিল-অমিল আলোচনার উদ্দেশ্য হচ্ছে, যারা অনলাইন ব্যবসা করেন তারা যেন একে খুব আলাদা কিছু বা কঠিন কিছেু মনে না করেন। কেউ যেন খুব সহজ কিছু বা একেবারেই একই জিনিস মনে না করেন। যার প্রচলিত ব্যবসায় সম্পর্কে ধারণা আছে তিনি যদি প্রচলিত ব্যবসা দিয়েই ই কমার্সকে বুঝতে চান তাহলে এই লেখা তার জন্য সহায়ক হবে। পুরোটা পড়ুন

 

বাংলাদেশের পেমন্ট গেটওয়ে সেবা

আজ অনলাইন পেমেন্ট এর ক্ষেত্রে দাতা এবং গ্রহীতার ব্যাংকদ্বয় লেনদেনের অংশ হওয়ার পরও আরো দুটি মাধ্যম এ পক্রিয়ায় জড়িত এক কার্ড ও পেমেন্ট গেটওয়ে।পুরো পোস্ট

 

ই কমার্সে নামকরণ

নামকরণ যেকোন বিষয়ের জন্য একটা অতিপ্রয়োজনীয় বিষয়। নামকরণ একটা শিল্পও বটে। তাই হয়তো মধূসুদন এর মুখে মধু না থাকতে পারে, মাখনলাল মাখনের ব্যবসা নাও করতে পারেন কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে যথার্থতা থাকা চাই। পড়ুন , পুরোটাই, জানুন নতুন ধরনের কিছু বিষয়

 

 

ই কমার্স ও ই মার্কেটিং

ই মার্কেটিং এসব মাধ্যমের বিকল্প নেই। সাধারণত আশা করা হয় যারা অনলাইনে শপিং করে থাকে বা ই কমার্সে অভ্যস্ত তারা অন্যান্য ইলেকট্রনিকস মাধ্যম টুলস ও ব্যবহারের সাথে পরিচিত। ফলে সেসব মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপন ও প্রচার প্রচারণা চালালে টার্গেট পিপলদের চোখে পড়ার সম্ভাবনা থাকে।

আরো

 

লাভ লোকসান কি, কেন? কিভাবে হয়?

লাভ এবং লোকসান দুটোই ব্যবসায়ের অংশ। তবু কেউ লোকসান দিতে চায়না। সবাই লাভ করতে চায়। অথচ কখনো সবাই লাভ করতে পারে না। কাউকে না কাউকে লোকসান গুনতে হয়। কিন্ত আসলে বেশীরভাগ মানুষের লাভ করার সুযোগ রয়েছে প্রকৃত পক্ষে ঘটেও তা।

পড়লেই জানতে পারবেন

 

ই কমার্স সমস্যা ও পরামর্শ

প্রতিনিয়ত দেশে ই কমার্স ব্যবসা প্রসারিত হচ্ছে। তরুনরা এখানে এসে ভিড় করছে। একদিকে অর্থনৈতিক অস্থিতিশীলতা, বেকারত্ব অন্যদিকে সহজে উদ্যোগ ও পরিচালনার কারণে ই কমার্স ব্যবসায় দ্রুত প্রসারিত হচ্ছে।
কিন্তু ব্যক্তিগতভাবে অনেক উদ্যোক্তা এখনো অনিশ্চয়তা থেকে বের হতে পারেননি। এর কারণ বহুবিধ। পুরোপা পড়ুন তাহলে

 

কাস্টমার সার্ভিস ও ব্যবসায়ে কাস্টমার কেয়ার

আজকাল শুধু কাস্টমারকে পন্য বা সেবা দিলে হয়না যতনও করতে হয়। সেটা আপনার সেবা বা পন্যের মাধ্যমে কাস্টমারের যতন। আজকাল বহুবিধ কারণে কাস্টমার কেয়ারের প্রয়োজনীয়তা ও জনপ্রিয়তা বেড়েছে। এজন্য একটি সৌন্দর্যবর্ধক ক্রিম কোম্পানীও ক্রিমের গায়ে কাস্টমার কেয়াররে নাম্বার লিখে দিয়ে থাকে যাতে তারা কাস্টমারদের সাথে সঠিকভাবে কনটাক্ট এবং কমিওনিকেট করতে পারে এমনকি সেটা পন্য বিক্রি হয়ে যাওয়ার পরও।

পুরাটা না হয় পড়েই দেখুন

 

ব্যবসা করবেন: নিজেকে মেপে নিন

যেসব তরুন উদ্যোক্তা ব্যবসা করবেন ভাবছেন। বা সহজে ব্যবসা শুরু করতে চান। সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন । অথবা সিদআন্তহীনতায় ভুগছেন। তারা আসুন একটা পরীক্ষায় করে ব্যবসা করা জন্য আপনি কতটা প্রস্তুত সেটা যাচাই করে নিন। কাগজ কলম নিয়ে লেখাটা পড়ুন

 

ই কমার্স: শুরু করবেন যখনি

আপনারা যারা ই কমার্স নিয়ে নতুন এবং অনভিজ্ঞ বলে নিজেকে ভাবছেন আপনারা আসলে তা নন, আপনারা প্রত্যেকে ব্যবসায়ী হিসেবে নিয়মিত এবং মোটামোটি অভিজ্ঞ। প্রতিদিন আপনারা একটা জিনিস অসংখ্যবার বিক্রি করে থাকেন। প্রতিটি মানুষই তাই করে। সেটা কি আমাকে একটু বলুন?  প্রয়োজনে এক মিনিট চোখবন্ধ করে হেডলাইনের মানে নিজের জ্ঞানবুদ্ধির সাহায্য নিন। আরো পড়ুন

 

 

ওয়েব সাইট বানাবার আগে

ওয়েবসাইট আপডেট ও ম্যানেজমেন্টর প্রতিটি পর্যায়ে আপনাকে সতর্ত থাকতে হবে। কারো সম্পর্ ভালো না জেনে তাকে এডমিন বানাবেন না। সিকিউরিটি অপশনগুরো শুরুকে শব্তিশারী করুৃন। কারে সাথে কোন কারনে সম্পর্ক অবনতি ঘটলে সিক্বিুরিটি কি পরিবতর্ণ করে নিন।

পড়ুন একটু বহুলপঠিত পোস্ট

 

ই কমার্স লেনদের পক্রিয়া

ই কমার্স ব্যবসায় বিকাশের ক্ষেত্রে যেসব সমস্যা ছিলো তার মধ্যে অন্যতম হলো পেমেন্ট সিস্টেম। কারণ পন্য যেহেতু বাসায় ডেলিভারী হয় সেহেতু পেমেন্ট নিয়ে একটা জটিলতা ছিলো। কিন্তু বর্তমানে ক্যাশ অন পেমেন্ট ডেলিভারী ও পেমেন্ট গেটওয়ে আসার কারণে এ সমস্যা বেশীরভাগ ক্ষেত্রেই সমাধান হয়ে গেছে। এখন ক্যাশ অন ডেলিভারীর আওতা বৃদ্ধি ও পেমেন্ট গেটওয়ের ইজি মেথড এর মাধ্যমে এটা এক সময় সাধারণ জনগনের দোরগেড়ায় পেীছে যাবার প্রয়োজন রয়েছে।

সবগুলো পক্রিয়া সম্পর্কে জানতে…

 

 

ই কমার্স শুরু করতে

যারা নতুন উদ্যোক্তা তারা নিচের প্রশ্নগুলোর উত্তর জানেন কিনা। নিজেকে যাচাই করে নিন। জরুরী নয় যে আপনি সব জানবেন। তবে বেশীরভাগ প্রশ্নের উত্তর জানা দরকার। েএবং কিছূ কিছু আবশ্যকীয় প্রশ্নের উত্তর জানা দরকার।

পুরো লেখা

 

 

প্রেস রিলিজ

আগেই আপনাদের বলে দিয়েছি যে প্রেস রিলিজ কি? কখন কেন কিভাবে লেখা হয়। তারপরও অনকেই এর নমূনা চেয়েছেন। সেজন্য আজকের পোস্ট। আপনারা নিজেই বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রেস রিলিজগুলো দেখে নিতে পারেন।

আরো জানুন পুরোটা পড়ে

 

ছবি তোলার প্রাথমিক জ্ঞান

আপনারা অনেকে ছবি তুলেন। যারা বিশেষ অভিজ্ঞ নয় বা এ বিষয়ে কোন শিক্ষা বা প্রশিক্ষণ নেননি। তাদের কাজে লাগবে এই পোস্টটি। প্রয়োজন মনে করলে পড়ুন

 

ই কমার্স প্রশ্নোত্তর

জাহাঙ্গীর আলম শোভন: বিস্তারিত পড়ুন

প্যাকিং পরামর্শ

প্রতিটি পন্যোর জন্য রিলেটেড প্যাকিং ব্যবহার করুন।

সব ধরনের প্যাকিং সম্পর্কে জানুন, কাজে লাগবে

 

প্রচারের 71 উপায়

বিপননের ৭১টি পদ্ধতি প্রচার প্রসারের ৭১টি উপায় ৫০ টি সাধারণ ও প্রচলিত উপায়, ২০টি নতুন ১টি বাড়তি।

আরো জানুন

 

ট্রেড লাইসেন্স প্রসঙগ: ট্রেড লাইসেন্স

প্রশ্নোত্তর ভিত্তিক গোছানো লেখা

পুরোটা পড়ুন

 

প্রথম দিকের ই কমার্স

ই কমার্স শুরু জন্য প্রথম দিকে একজন উদ্যোক্তার প্রত্ততির জন্য আরো পড়ুন তাহলে

 

উদ্যোক্তার গূনাবলী

আজকের লেখা ২১টি পয়েন্টে শেষ করতে চাই। আসুন পড়ি

 

ই-কমার্স-উদোক্তার-জানা-অজানা

বাংলাদেশে ই কমার্সের ক্ষেত্রে ভালো একটা সূচনা লক্ষ্য করা যাচ্ছে। লক্ষ্য করা যাচ্ছে ঝরে পড়ার ব্যাপারটাও। একেতো দেশের পরিস্থিতি এবং সাপোর্ট চেইনগুলো উন্নত না হওয়ার জন্য অনেকে এখনই ব্যবসা শুরু করছেন না। আবার অনেকে এত কম জানেন যে শুরু করতে পারছেন না। আবার অনেকে এতো ভালো বোঝেন যে প্রয়োজণীয় প্রস্তুতির অবাবে শুরু করতে পারছেন না। আসুন বিস্তারিত

 

ই কমার্স সংকট ও সম্ভাবনা

শুরু থেকেই সকলে বাংলাদেশের নানা সমস্যা নিয়ে কথা বলে আসছেন। আর ই ক্যাবের পক্ষ থেকে ভরসা, পরামর্শ ও সাহস যোগানো হচ্ছে। সাধারণত কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় নেতিবাচক চিন্তা করি অহেতুক হতাশ হয়ে পড়ি, কিন্তু ই কমার্সে নতুন উদ্যোক্তারা যেসব সংকটের কথা বলছে তাও কিন্তু অমূলক নয়।

জেনে নিই বিস্তারিত

 

ই কমার্স: সফল হতে হলে জানতে হবে

আপনাদের ধারণা দিয়েছিলাম যে ব্যবসা বাণিজ্য এবং ই কমার্স সম্পকে কি কি বিষয় জানা দরকার। এখন বলতে চাচ্ছি সেটা জানার জন্য কি করতে হবে বা কিভাবে জানা জাবে। বিষয়টা সে লেখাটার সাথে সম্পৃক্ত হলেও কলেবর ঠিক রাখার স্বার্থে আলাদা লিখতে হলো। পুরোটাই পড়ে নিন

 

কেন করবেন ই কমার্স

ই কমার্সে আসার 21 কারণ : জানুন

 

ই কমার্স শুরু করবেন????

আমাদের দেশে তরুন প্রজন্মের পাশাপাশি সব বয়সের মানুষ তথ্যপ্রযুক্তির প্রতি ঝুঁকছে। ফলে ই কমার্সেও সম্ভাবনা উজ্জলতর হচ্ছে। ইন্টারনেটের ব্যবহার, বিদ্যূৎ পরিস্থতির উন্নতি, স্মার্টফোন ইত্যাদি কারণে অনলাইন ব্যবসার অপার সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি শিপিং সার্ভিস, পেমেন্ট জটিলতা, সাপ্লাই চেইন, পেশাদারিত্বসহ বেশকিছু সমস্যাও রয়েছে। তাহলে পড়ুন

 

ই কমার্সে প্রতারণা

আসলে আস্থার সংকটটা আমাদের দেশে একটু বেশী। নতুন কোনো ব্যবসা দাঁড়াতে প্রচুর সময় ব্যয় হয় শুধু এই আস্থা তৈরী করার জন্য। আর এর কারণ হচ্ছে আমাদের দেশে প্রতারণা একটু বেশী হয়। কারণ আমরা নিয়ম মেনে ব্যবসা করিনা। পড়ুন বিস্তারিত

 

7,448 total views, 2 views today

Comments

comments