ডিজিটাল হাট

ঈদ আযহায় ২০ জুলাই পর্যন্ত সর্বমোট পশু বিক্রয়ের   হিসাব (বিস্তারিত)

ডিজিটাল হাট সরাসরি বিক্রয়: ১৫শ ৬৫ টি পশু, মোট বিক্রেতা ৫৪টি প্রতিষ্ঠান

গরু ও মহিষ: ১৪৫৭ টি। ছাগল ও ভেড়া: ১০৮ টি। স্লটারিং ২৬৫, স্ক্রো সেবার মাধ্যমে বিক্রি ২৪টি

ডিজিটাল হাটে প্রদর্শিত সবচেয়ে কম দামী গরু: ৪২,৫০০, সবচেয়ে বেশী দামী গরু: ১৫,৪০,০০০ টাকা

ডিজিটাল হাটে প্রদর্শিত সবচেয়ে কম দামী গরু: ৪২,৫০০, সবচেয়ে বেশী দামী গরু: ১৯০,০০০ টাকা

ডিজিটাল হাটে  বিক্রিত সবচেয়ে কমদামী ছাগল ১১,৫০০ সবচেয়ে বেশী দামী বিক্রিত ছাগল: ২৬,০০০

ডিজিটালে হাটে বিক্রিত গরু ও মহিষের মোট দাম: ১৩কোটি ৫৩ লাখ ৩০ হাজার ৬৪০ টাকা

ডিজিটালে হাটে বিক্রিত ছাগল ও ভেড়ার মোট দাম: ১৭ লাখ ৮৫ হাজার ৯৪০ টাকা

ডিজিটাল হাটে বিক্রিত ছাগলের  গড় মূল্য: ১৬৩৩৬, ডিজিটাল হাটে বিক্রিত গরুর  গড় মূল্য: 92883 টাকা

ডিজিটাল হাটে সরাসরি বিক্রিত পশুর মূল্য: ১৩ কোটি ৯১ লক্ষ ১৬ হাজার ৫৪০ টাকা

ডিজিটাল হাট ব্যতিত ই-ক্যাব সদস্য প্রতিষ্ঠানের নিজস্ব অনলাইন প্লাটফর্ম থেকে পশু বিক্রি ১৯৬৩টি

ডিজিটাল হাটের সাথে যুক্ত ৫৪ মার্চেন্ট এর নিজস্ব অনলাইন প্লাটফর্ম পশু বিক্রি ২৫১২ টি। (ই-ক্যাবের যেসব সদস্য ডিজিটাল হাটে যুক্ত হয়েছেন তারা সহ)

বাংলাদেশ ডেইরী ফার্ম এসোসিয়েশন এর সদস্যদের অনলাইন বিক্রি (সারাদেশ থেকে):  ৬৪,৪৫০ টি পশু। ডিজিটাল হাটে বিডিএফএ এর যেসব সদস্য যুক্ত হয়েছেন তাদের বিক্রিসহ)

ই-ক্যাব ও বিডিএফএ সদস্যদের যৌথ বিক্রি ৭০৪৯০ টি

ডিজিটাল হাটের সাথে যুক্ত  ৪৬৮ টি হাটে আনুমনিক মোট পশু বিক্রি ১ লাখ ২৫ হাজার ৭৬৬টি

সারাদেশে মোট পশু বিক্রি: ৩ লাখ ৮৭ হাজার ৫৭৯ টি, গরু ও মহিষ: ২ লাখ ৯৬ হাজার ৭১০টি

ছাগল ও ভেড়া: ৯০৮৬৯।

মোট টাকা: ২৭শ ৩৫ কোটি ১১ লাখ, ১৫ হাজার  ৬শ ৭৮ টাকা।

 

 

 

4,991 total views, 2 views today

Comments

comments