Traffic

আপনি অনেক কষ্ট করে সুন্দর করে, একটা সাইট বানালেন। এখন যাদের উদ্যেশ্যে বানালেন সেই সাইট, তারা মানে কাঙ্খিত ভিজিটর যদি না আসে তবে ত আপনার সব চেষ্টা, কষ্ট, সময় ,টাকা সবই মাটি।

এত সহজে সব মাটি করতে দিলে ত হবে না। ভিজিটর আনার অনেক গুলো পদ্দতি রয়েছে, আপনি কারো সাহায্য নিতে পারেন অথবা নিজেই শুরু কর দিতে পারেন কাজ। সেক্ষেত্রে আপানকে শিখে নিতে হবে পদ্দতি গুলো। ত কি কি সেই সব ভিজিটর আনার পদ্দতি আর কোথা থেকেই বা শিখবেন। আসুন দেখে নেই।

ভিজিটর আনার পদ্দতিগুলোঃ

ফেসবুকঃ

facebook

ফেসবুকে আমরা সব সময়ই আমাদের ফ্রি সময়টা বন্দু বান্দবদের সাথে কাটাতে পছন্দ করি । কিন্তু ফেসবুক ও যে আপনার ই-কমার্স সাইটের জন্য ট্রাফিকের উৎস হতে পারে এই ধারনা আমাদের অনেকেরেই নেই। আসুন কিছু পরিসংখান দেখি আর আমাদের ভুল ধারনা গুলো পাল্টাইঃ

১। প্রতি মাসে ফেসবুকে একটিভ ইউজারের সংখ্যা ৯০০ মিলিয়ন ।

২। ৫২৬ মিলিয়ন ভিজিটর প্রতিদিন ফেসবুক ভিজিট করেন।

৩। মোট ফেসবুক ইউজারের মধ্যে মোবাইল ইউজার রয়েছে ৪২৫ মিলিয়ন

৪। প্রতিবার ভিজিটে একজন ইউজার ফেসবুকে গড়ে ২০ মিনিট সময় ব্যায় করে।

ফেসবুক থেকে ভিজিটর পেতে টিপসঃ

  • তুলনামূলক বড় ইমেজ পোস্ট করুন।
  • আপডেট যতটা সম্ভব ছোট করুন।
  • প্রশ্ন করুন।
  • আপনার ব্লগ থেকে সংক্ষেপে কিছু উল্লেখ (কোট) করুন ।
  • লিঙ্ক এড়িয়ে চলুন।
  • লাইফ স্টাইল বা হাউ টু ধরনের আর্টিকেল শেয়ার করুন।
  • ব্লগে কোন কনটেস্ট এর আয়োজন করুন।
  • সাপ্তাহিক ‘র‍্যাপ আপ’ ফিরে দেখা বানাতে পারেন।
  • ছোট ভিডিও শেয়ার করুন।
  • অন্যদের ব্লগ কনটেন্ট ও শেয়ার করুন ।
  • ‘ব্লগ’ নাম দিয়ে একটি ট্যাব যোগ করতে পারেন।
  • ফেসবুক এড ব্যাবহার করুন।

 

দেখতে পারেন ভিডিওঃ

 

আরো জানতে পড়তে পারেনঃ

১। ফেসবুক গাইড লাইন https://www.facebook.com/business/a/online-sales/drive-website-traffic

২। http://www.socialmediaexaminer.com/drive-more-facebook-traffic/

৩। http://blog.wishpond.com/post/64306069299/12-effective-ways-to-use-facebook-to-drive-traffic-to

৪। http://www.webconfs.com/how-to-get-traffic-from-facebook-article-29.php

 

 

২। টুইটারঃ

twitter

টুইটারের এলেক্সা র‍্যাঙ্কিং ১০ এবং পেইজ র‍্যাঙ্ক ও ১০। বাংলাদেশে টুইটারের জনপ্রিয়তা ফেসবুকের মত নয় তারপর ও এটি জনপ্রিয়তার দরে মোটেই পিছিয়ে নেই। টুইটারে ১৪০ ক্যারেক্টারের ম্যাসেজ পোস্ট করা যায়। শুধু টেক্সট না আপনি ইমেজ বা ভিডিও ও পোস্ট করতে পারেন একাধিক বার।

টুইটার থেকে ভিজিটর পেতে টিপসঃ

টুইটার ও ব্লগিং এক সাথে ব্যাবহার করুন ।

  • নিজে প্রমোট করুন
  • বন্দু বাড়ান।
  • আপনার ফলোয়ারদের কথা শুনুন
  • আলাপচারিতায় যোগ দিন।
  • হ্যাশ ট্যাগ (#) ব্যাবহার করুন
  • @ ব্যাবহার করুন।
  • রিটুইট করার জন্য বলুন।
  • অ্যাপিল আছে এমন ইমেজ ব্যাবহার করুন।

দেখতে পারেন ভিডিওঃ


আরো জানতে পড়তে পারেনঃ

১। http://onlineincometeacher.com/traffic/10-twitter-tips-to-drive-traffic-to-your-site/

২। http://blog.wishpond.com/post/54926252742/12-formulas-how-to-use-twitter-to-drive-traffic-to

৩। http://www.incomediary.com/twitter-tips-and-tricks-to-drive-traffic-to-your-sites

 

৩। টাম্বলারঃ

tumbler

টাম্বলার এর এলেক্সা র‍্যাঙ্কিং ২৫ এবং পেজ র‍্যাঙ্ক ৮। এটি একটা ফ্রি মাইক্রো ব্লগিং সাইট যেখানে আপনি চলতি বা আগামী ব্লগ পোস্ট শর্ট নোট আকারে লিখতে পারেন।

টাম্বলার থেকে ভিজিটর পেতে টিপসঃ

  • সব ধরননের মিডিয়া পোস্ট করুন
  • মিনেস পোস্ট করুন
  • যত বেশি সম্ভব রিলিভেন্ট ট্যাগ যোগ করুন।
  • সুন্দর করে আপনার প্রফাইল টি সাজান।
  • একটিভ আর নিয়মিত হউন ।
  • অন্য ইউজারদের সাথে যোগাযোগ রাখুন।

দেখতে পারেন ভিডিওঃ

আরো জানতে পড়তে পারেনঃ

১। https://www.americanexpress.com/us/small-business/openforum/articles/5-ways-to-use-tumblr-to-increase-traffic-to-your-web-site/

২।  http://newmediarockstars.com/2013/01/4-easy-ways-to-get-more-traffic-and-followers-on-your-tumblr/

 

৪। গুগল প্লাসঃ

google plus

ফেসবুকের পর অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হল গুগল প্লাস।

গুগল প্লাস থেকে ভিজিটর পেতে টিপসঃ

 

  • আপনার সব লেখকদের গুগল অথরশিপ (Google+ Authorship) দাবি করতে পারেন।
  • আপনার সাইটের সাথে মিলে এমন গুগল প্লাস কমিউনিউটিতে যোগ দিতে হবে ।
  • রিলিভেন্ট কমিউনিটিতে রিলিভেণ্ট কনটেন্ট পোস্ট করতে হবে। কোনভাবেই স্পাম করা যাবে না।
  • আপনার নিস এর রিলিভেন্ট লোকদের ফলো করতে হবে এতে করে তারাও আপনার সাইটকে ফলো করবে।
  • একটি গুগল প্লাস বিজনেস পেইজ বানিয়ে সেখানে আপনার লিঙ্ক দিন ।
  • গুগল ওয়েব মাস্টারে আপনার পেইজগুলোকে ট্যাগ করতে গুগল রিচ স্নাইপেট ও স্টাকচারড ডাটা ব্যাবহার করতে পারেন।


দেখতে পারেন ভিডিওঃ

আরো জানতে পড়তে পারেনঃ

১। http://moz.com/blog/google-plus-tips-seo

২। http://www.bloggertipstricks.com/drive-traffic-from-google-plus.html

৩। http://blog.wishpond.com/post/56269171904/how-to-use-google-to-promote-your-blog

৫। স্টাম্বলাআপনঃ

StumbleUpon

এটি ভিজিটর আনতে কার্যকর শীর্ষ ৭ টি সোশ্যাল মিডিয়ার একটি ।এটি ডীগ ও রেডিট এর মত একটি ভোটিং ও বুক মারকিং সাইট।

স্টাম্বল আপন থেকে ভিজিটর পেতে টিপসঃ

  • আপনার নিজের কনটেন্ট স্টাম্বল করবেন না।
  • বিভিন্ন উৎস থেকে বিভিন্ন ধরনের কনটেন্ট স্টাম্বল করুন।
  • দারুন সব টাইটেল আর ডেস্ক্রিপ্সান ব্যাবহার করুন।
  • বন্দু বানাতে চেষ্টা করুন
  • অবশ্যই একটি মাত্র একাউন্ট এবং পরিচয় ব্যাবহার করুন

দেখতে পারেন ভিডিওঃ

আরো জানতে পড়তে পারেনঃ

১।http://justinwise.net/stumbleupon-blog

২। https://blog.kissmetrics.com/increase-traffic-with-stumbleupon/

৩। http://heedpages.com/get-traffic-stumbleupon-12-working-methods/

 

৬। ডিলিসাসঃ

Delicious

এটি ইয়াহুর একটি সোশ্যাল বুক মারকিং সাইট।এই ব্যাবহার কারিদেরকে বিভিন্ন ধরনের অনলাইন কনটেন্ট সেইভ, শেয়ার, খুজতে সাহায্য করে।

ডিলিসাস থেকে ভিজিটর পেতে টিপসঃ

  • অসাধারন টাইটেল যোগ করুন।
  • অসাধারন ডেসক্রিপ্সান যোগ করুন।
  • রিলিভেন্ট ট্যাগ ব্যাবহার করুন
  • বুক মার্ক করুন
  • বন্দু বানাতে চেষ্টা করুন।

 

দেখতে পারেন ভিডিওঃ

 

আরো জানতে পড়তে পারেনঃ

১।http://www.webmaster-success.com/5-tips-to-use-delicious-to-drive-blog-traffic/

২।http://kikolani.com/8-reasons-delicious-social-bookmarking.html

 

৭। রেডিটঃ

reddit

এই সোশ্যাল শেয়ারিং, নিউজ ও বিনোদনের প্লাটফর্মটি প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালে।এখানে প্রত্যেক রেজিস্টার্ড ইউজার সাবমিট করা কনটেন্ট কে থাম্বস আপ (আপ ভোট) থাম্বস ডাউন (ডাউন ভোট) দিতে পারেন যা কোন কনটেন্ট এর র‍্যাঙ্কিং করতে ব্যবহার করা হয়। ইউজার রা কনটেন্ট এ কমেন্ট ও করতে পারেন।

রেডিট থেকে ভিজিটর পেতে টিপসঃ

  • অন্য ওয়েব সাইটের কনটেন্ট শেয়ার করুন।
  • অবশ্যই স্পামিং এড়িয়ে চলতে হবে
  • সাব রেডিটের নিয়ম গুলো পড়ে নিন।
  • আপ ভোট পেতে মজার কনটেন্ট খুজে সাবমিট করতে হবে।
  • মজার একটা টাইটেল দিন
  • লিঙ্ক সাবমিট করার সময়টা খুবই গুরুত্ব পূর্ণ
  • অন্য রেডিট ইউজারদের ফলো করুন।

দেখতে পারেন ভিডিওঃ

 

আরো জানতে পড়তে পারেনঃ

১। http://trendblog.net/how-to-get-traffic-from-reddit/

২। http://www.searchenginejournal.com/the-reddit-guide-to-massive-traffic/42368/

 

৮। পিন্টারেস্টঃ

pinterest

এটি একটি শেয়ার করার যোগ্য সুন্দর সুন্দর ছবি শেয়ারের একটি সোশ্যাল মিডিয়া। পিন্টারেস্ট থেকে ২ ভাবে ভিজিটর আনা যায়ঃ

১। আপনার পিন্টারেস্ট প্র্যোফাইলে ওয়েব সাইটের লিঙ্ক যোগ করে।

২। ইমেজ পিন করার মাধ্যমে।

পিন্টারেস্ট থেকে ভিজিটর পেতে টিপসঃ

  • শুদু নিজের ইমেজ পিন করবেন না
  • অন্যদের ভাল ইমেজও পিন করুন।
  • পিন্তারেস্ট এর জন্য দারুন সব ইমেজ বানাতে শিখুন।


দেখতে পারেন ভিডিওঃ

 

 

 

আরো জানতে পড়তে পারেনঃ

১।http://www.shopify.com/blog/14866757-make-your-pins-count-7-ways-to-drive-sales-and-traffic-with-pinterest

২। http://diythemes.com/thesis/pinterest-blog-traffic/

৩। http://blog.wishpond.com/post/63664550828/9-ways-to-use-pinterest-to-drive-traffic-to-your-blog

 

 

৯। লিঙ্কডইনঃ

Linkedin

অনেকেই লিঙ্কডইনকে অবহেলা করে থাকে । যদিও এটি ভিজিবিলিটি ও ট্যারিফ বাড়াতে কার্যকর শক্তিশালী সোশ্যাল নেটওয়ার্ক গুলোর অন্যতম হল লিঙ্কডইন। এটি একটি প্রফেশনাল ওয়েব।

লিঙ্কডইন থেকে ভিজিটর পেতে টিপসঃ

  • আপনার প্রোফাইল সম্পূর্ণ করুন।
  • যোগাযোগ বাড়িয়ে দিন।
  • সক্রিয় হউন।
  • টার্গেটে গ্রুপে যোগ দিন।
  • নিজে একটি গ্রুপ করুন।
  • আপনার নেটওয়াকের সাথে যোগাযোগ বাড়ান।
  • মজার ও এনগেগিং কনটেন্ট পোস্ট করুন।
  • ব্লগ পোস্ট শেয়ার করুন।
  • ব্লগে লিঙ্কডইন শেয়ার বাটন যোগ করুন।

 

দেখতে পারেন ভিডিওঃ

 

আরো জানতে পড়তে পারেনঃ

 

১। http://www.socialmediaexaminer.com/5-tips-for-using-the-new-linkedin-company-pages/

২। http://blog.hubspot.com/blog/tabid/6307/bid/23454/The-Ultimate-Cheat-Sheet-for-Mastering-LinkedIn.aspx

৩। http://www.touchpointdigital.co.uk/blog/using-linkedin-to-increase-your-website-traffic

 

আপনাদের সাড়া পেলে আগামী পোস্টে আরো ৯ টি পদ্ধতি নিয়ে আলোচনা নিয়ে করবো ।

হ্যাপি ই-কমার্সিং

 

তথ্যসুত্রঃ

১। http://blog.wishpond.com/post/64961826730/10-tips-how-to-use-linkedin-to-drive-traffic-to-your

২। http://www.socialmediaexaminer.com/drive-more-blog-traffic-using-linkedin/

৩। http://www.wordtracker.com/academy/social-media-marketing/linkedin/linkedin-groups-answers

৪। http://blog.wishpond.com/post/64306069299/12-effective-ways-to-use-facebook-to-drive-traffic-to

৪। http://www.webconfs.com/how-to-get-traffic-from-tumblr-article-60.php

৫। http://blog.wishpond.com/post/64961826730/10-tips-how-to-use-linkedin-to-drive-traffic-to-your

 

47,379 total views, 5 views today

Comments

comments

Your email address will not be published.