আপনি কতটা সৃজনশীল: যাচাই করুন
জাহাঙ্গীর আলম শোভন
সৃজনশীলতা একটা আপেক্ষিক অনুভূতি ও পারিপাশ্বিক বিচারের উপর নির্ভর করে, অনেকসময় আমরা নিজেরা বুঝতে পারিনা আমরা সৃজণশীল কিনা। অনেকে সৃজনশীল হয়েও আত্ম বিশ্বাসের অভাবে সেটা ধরতে পারে না।আবার অনেকে শিল্প ও নন্দন না বুঝেই নিজেকে সৃজনশীল মনে করেন।
সাধারণত ব্যবসায়ী বা পেশ্জাীবরা সৃজনশীল লস হন। বা সৃস্টিশীল ভাবে চিন্তা করার অবসর পান না। তারা মনে করেন এটা শিল্পীদেরই মানায়, অনেকে এটাকে আতলামী বা পাগলামী ভেবে থাকেন। কারণ সৃজনশীল ব্যক্তিগন কোন কোন ক্ষেত্রে জাগতিক ব্যাপারে কিছুটা উদাসীন হন। তবে ব্যবসায়ী যদি সৃজনশীল হন অথবা তিনি সঠিক মাপকাঠির ভিত্তিতে সৃজণশীলতাকে বুঝতে পারেন তাহলে সেটা তার অনেক কাজে লাগে। ব্যবসােিক তিনি পরিশলীত করতে পারেন। এবং এতে নন্দনতত্বটা কাজে লাগাতে পারেন। অটবির মালিক নিতেন কুন্ড একজন শিল্পী বা সৃজনশীল ব্যক্তি ছিলেন বলে এমন একটা অটবি হতে পেরেছিলো।
আবারো বলছি। জরুরী নয় যে একজন ব্যবসায়ী বা ই কমার্স উদ্যোক্তাকে সৃজনশীল হতে হবে। তবে তার টিমে একজন দুইজন সৃজনশীল লোক থাকতে পারে। নিদেনপক্ষে তিনি অন্তত সৃজনশীলতা বুঝবেন । এমন যেন না হয় সৃজনশীলতার নামে যে যাই করছে তিনি তাতেই সুন্দর বলে মেনে নিছ্ছেন অথবা একজন সৃজনশীল ব্যক্তির কথা বা আচরণ তিনি সঠিকভাবে ধরতে পারছেন না। এমনটা কাম্য নয়। তবে উদ্যোক্তার ভেতর যতি কিছুমাত্র সৃজনশীলকা থোকে তাহলে তিনি তার ব্যবসার প্রতিটি পর্বে প্রত্যক্ষ ্রওপরোক্ষভাবে এটা কাজে লাগেতে পারবেন।
১. রংকরা:
মনে করুন ছোটবেলায় আপনাকে একটি প্রজাপতি রং করতে দেয়া হলো। আপনি তা কিভাবে রং করতেন বা করেছেন।
ক. রংপেন্সিলের এক কোণা থেকে একটা একটা করে পেন্সিল তুলে এক ঘরে একটি রং বসিয়ে দিলেন।
খ. কোথায় কোন রং দিলে সুন্দর হবে সেটা বুঝে রং করলেন।
গ. একটি প্রজাপতির রং কেমন হতে পারে তা বুঝে রং করলেন।
২. ছবি আঁকা
ক. আপনাকে এখন একটি ছবি আকতে বললে আপনার জন্য যেটা সহজ সেটাই একে দেবেন। যেমন একটি জাতীয় পতাকা বা একটি ঘর।
খ. এমন একটা জিনিস আকবেন যা সত্যিকার অর্থে দেখতে সুন্দর হবে।
গ. আপনি নিজে ভেবে এমন কিছু আকবেন যা হয়তো সহজ বা কঠিন কিন্তু যেটা অন্য কারোর আঁকার সম্ভাবনা নেই।
৩. গানশোনা
ক. আপনি সেইগানগুলোই শোনেন যেগুলো মানুষের মুখে মুখে হয়ে যায় এবং শুনতেও ভালো লাগে।
ক. গান শোনার সময় আপনার কাছে ভালো লাগলে সেই গানটি আপনি মনে রাখেন এবং পরে শুনেন।
গ. আপনি খুজে বের করে আপনার প্রিয় গানই শুনেন যেটা। অর্থবহ এবং সেগুলো অনেক সময় সাধারণ মানুষের কাছে অতটা জনপ্রিয় হয়না।
৪. টিভি দেখা
টিভিতে কি ধরনের অনুষ্ঠান আপনার প্রিয়
ক. সিরিয়াল, খেলা, টক শো
গ. হাসির নাটক, শিক্ষামূলক অনুষ্ঠান, কমেডি শো
ঘ. ম্যাগাজিন অনুষ্ঠান, ব্যতিক্রমী কোনকিছু, এডভেঞ্চার
৫. সিনেমা
আপনি কোন ধরনের সিনেমা দেখেন।
ক. ঝাকানাকা নাচ গানে ভরপুর একটু মানসম্পœœ ছবি।
খ. হাসির ভুতের বা এনিমেশন ছবি।
গ. ভালো জীবনমূখী সিনেমা
৬. পত্রিকা
পত্রিকা পড়ার সময় আপনি সবচে বেশী সময় ব্যয় করেন কোথায়?
ক. প্রথম পাতা, খেলার পাতা ও বিনোদনে
খ. শিক্ষা, চিকিৎসা ও রাশিফল
গ. জীবন যাপন, তারন্য বিশেষ কোন ক্রোড়পত্রে
৭. ম্যাগাজিন
ক. ম্যাগাজিন আসলে পড়াই হয়না
খ. পড়লে হয়তো ভারতের সানন্দা ম্যাগাজিনই পড়তাম
গ. আসলে আমার রুচির সাথে মেলে এমন কোন ম্যাগাজিন পাচ্ছিনা। তবুও মানসম্পন্নম্যাগাজিনগুলোই পড়ি।
৮. পরীক্ষার পড়া
ক. জীবনে বেশীরভাগ প্রশ্নের উত্তর মুখস্থ দিয়েছেণ। এর বাইরে হলে সেটা বাদ দিয়েছেন বা কারো হেল্প নিয়েছেণ।
খ. মুখস্থ বিদ্যা দিয়েই শিক্ষা জীবন শেষ করেছেন। তবে প্রাথমিক ধারনার থাকলে সেরকম প্রশ্ন নিজে থেকে লিখে এসেছেন।
গ. শুধুমাত্র যেগুলো মুথস্থ করা দরকার সেগুলোই করেছেন। আর বাকীগুলো ভালোভাবে পড়েছেন পরে পরীক্ষায় লিখেছেন। আর পড়েন নাই এমন প্রশ্নের উত্তর ধারণা থেকে লিখে দিয়ে এসেছেন।
৯. সৃজণশীল কর্মকান্ড
ক. শিক্ষাজীবনে আপনি লেখাপড়ার বাইরে আর কোনকিছুর দিকে মনোযোগ দিতে পারেন।ি
খ. খুব ইচ্ছে হতো নাচ গান খেলা কিছু একটা শিখতে কিন্তু বাসা থেকে বলতো। খবরদার লেখাপড়া বাদ দিয়ে এসব চলবেনা। তাই আর হয়ে উঠেনি।
গ. হ্যাঁ লেখাপড়ার পাশাপাশি সব সময় খেলাধুলা. বিতর্ক, সামাজিক ও সাংস্কৃতিক একটা কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখতোম।
১০. শখের কাজ
ক. শখের কোনে কিছু করার কথা ভাবিইনি।
খ. অল্পকিছু কয়েকবার করেছি কিন্তু ধরে রাখতে পারিনি।
গ, হ্যা আমিতো শখের বশে . . . . . জমাতাম। এখনো আছে/ নেই সেসব।
প্রতিটি ক উত্তরের জন্য ১ নাম্বার দিন, প্রতিটি খ জবাবে দিন ২, আর প্রতিটি গ উত্তর সঠিক হলে তার জন্য দিন ৩। এবার আপনার স্কোর মিলান।
আপনার স্কোর যদি হয় ১০-১৪, তাহলে আপনি সৃজণশীল নন। আপনি বিষয়টা ভালোভাবে জানার চেষ্টা করুন। তবে যদি আপনি ব্যবসাটা ভালো বোঝেন তাহলে ভয় নেই তবে আপনার যখন ক্রিয়েটিভিটি প্রয়োজন হবে তখন এধরনের বিষয়গুলোতে অন্যের উপর ভরসা করে উতরে যেতে পারেন।
আপনার স্কোর যদি হয় ১৫-২০, আপনার একটু একটু সৃজনশীলতা আছে। ঘসামাজা করলে এর উন্নয়ন হতে পারে। তাই আপনি এ নিয়ে ঘাটাঘাটি করতে পারেন। আপনি সৃজনশীল ফটো দেখুন যতটা সমভব। সৃজনশীল ভিডিও দেখে নিন বেশ কিছু, সৃজনশীল আইডয়াগুলো কেমন হয় জানুন বুজুন এটা আপনার কাজে লাগবে। ব্যবসায়ের ব্যাপারে সৃজনশীল কিছু করতে চাইলে সেটা পাটনার বা সহকর্মীদের সাথে শেয়ার করুন তারা যদি পছন্দ করে সেটা আরেকটু মডিফাই বা উন্নত করে এপ্লাই করুন।
আপনার স্কোর যদি ২০-২৫ : ভালোমানের সৃজনশীলতা রাখেন আপনি। আপনার এ বিষয়ে আরো জানা উচিৎ কারণ মানুষের জানার শেষ ইেন। সবচে বড়ো কথা হলো আপনি যদি এ বিষয়ে কিছু জানতে পারেন। সেটা আপনার কাজে লাগবে। আপনার জ্ঞানকে আপনি সৃজনশীলতা দিয়ে পুরিপূর্ণ করে নিতে পারেন। তবে মনে রাখবেন এটাই শেষকথা নয় আপনি ব্যবসাটা কতটা বোঝেন সেটাই মেপে নেবেন সুযোগ পেলে। ব্যসায়ের ক্ষেত্রে ব্যবসা বোঝাটা আগে দরকার।
আপনার মার্ক যদি হয় ২৫-৩০:
আপনি উচুমানের সৃজনশীল ব্যক্তি। আপনি আপনার সময়কে ধরতে হবে। অনেকসময় খুব ভালো সৃজনশীল আইডিয়া জনসাধারণ সময়মত বুঝতে পারে না। সেজন্য জনতার রুচি বুঝতে আপনাকে সমসাময়িক বিভিন্ন ক্রিয়েটিভ কাজ দেখা দরকার যেমন ফটো, চিত্র, সিনেমা, এড ইত্যাদি। আর আপনার প্রয়োজন হতে পারে নিজের ব্যক্তি ও ব্যসায়িক জীবনকে ব্যালান্স করা। কারণ সৃজনশীল লোকদের ক্ষেত্রে গতানুগতিক জীবন যাপন এর নানা সমস্যা সমাধানে দূর্বল হতে দেখা যায়।
7,454 total views, 3 views today