একজন উদ্যোক্তার যে ধারণাগুলো বদলে ফেলা প্রয়োজন
একজন উদ্যোক্তা হিসেবে যে ধারণাগুলো বদলে ফেলা প্রয়োজন জাহাঙ্গীর আলম শোভন একজন উদ্যোক্তা হলেন নেতা, একজন পথপ্রদর্শক এবং একসজন সাহসী যোদ্ধা। তিনি সফল হলেও একজন যোদ্ধা তেমনি বিফল হলেও একজন যোদ্ধা। একজন উদ্যোক্তার সৎ সাহসই তাকে সফল হতে সাহায্য করে। তারপরও দেশ ও সময়ের উপর ভিত্তি করে ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন রকমের সমস্যা থেকে থাকে।