
আনোয়ার হোসেন ।
আপনার ব্যবসায়ের জন্য খুব যত্ন করে একটি ফেসবুক পেইজখুলে বসে আছেন। কি পোস্ট দেয়া যায় ভেবে পাচ্ছেন না। এটি একটি খুব সাধারন সমস্যা । এ সমস্যায় ভোগা আপনিই প্রথম লোক নন। অনেক ছোট ব্যাবসায়িকেই দেখা যায় তাদের ফেসবুক পেইজে দিনের পর দিন একই ধরনের পোষ্ট করে যাচ্ছেন। পোষ্ট গুলো কতটা কাজ করছে সে দিকে খেয়াল ও করছে না।
এমনটা যদি আপনার ক্ষেত্রেও হয়, তাহলে বলতে হয়, আপনার ফেসবুক পেইজ খোলার উদ্দেশ্য তাহলে অবশ্যই ব্যাহত হবে। তাহলে বরাবরের মতই প্রশ্ন এসে পরে , উপায়টা তাহলে কি ?
এই পোষ্টে আমি ছোট ব্যাবসায়িদের ফেসবুক পেজের জন্য ১৯ টি কিলার পোষ্ট আইডিয়া নিয়ে কথা বলবো। এই আইডিয়া গুলো প্রচুর লাইক ও কমেন্ট প্রাপ্তি, শেয়ার জেনারেট করার সাথে সাথে আপনার সাইটের ক্লিকের হার ও বাড়িয়ে দিবে।
১। কোন একটি সমস্যা দিয়ে তার সমাধান জিগ্যেস করুনঃ
বিভিন্ন দিক দিয়েই এই ধরনের পোষ্ট অসাধারন।
‘লোকেরা প্রশ্নের উত্তর দিতে ভালবাসে, এবং সমস্যার সমাধান করতে সহায়তা করতে চায় ‘
কিছু আইডিয়া হতে পারে এমনঃ
- আপনি হলে কি করতেন ……
- আমাদের একজন পাঠকের একটি প্রশ্ন ছিল, আপনি কি সাহায্য করতে পারেন?
- আমার একটি সিদ্ধান্ত নেয়া দরকার এবং আমি আপনার ফিডব্যাক আশা করছি……..।
- আপনি কি ধরনের পরামর্শ দিবেন , যিনি সংগ্রাম করছেন ……….।
২। কনটেস্ট পোষ্ট করুনঃ
একটি ভাল কনটেস্ট সবাই পছন্দ করে। আর এ জন্য অনলাইনে আপনি হাজার হাজার কনটেস্ট এপ পাবেন। আপনি তাদের যে কোন একটা ব্যাবহার করতে পারেন আপনার কনটেস্ট রান করাতে। বোনাস হিসেবে এর মাধ্যমে আপনি ইমেইল আইডি সংগ্রহ করে ইমেইল লিস্ট ও বানাতে পারেন। ইমেইল আইডি সংগ্রহ নিয়ে আরো জানতে পড়তে পারেন ফেসবুক থেকে ইমেইল আইডি সংগ্রহ করার ১০ টি স্মার্ট পদ্ধতি
আপনি ব্যাবহার করতে পারেন হেয়ো । কনটেস্ট রান, প্রমোশান ও স্পেশাল অফারের জন্য তাদের এপ খুবই সফল। এটি ছাড়াও আরো অনেক এপ রয়েছে যেমন ট্যাবসাইট, শর্টস্টাক ইত্যাদি। আপনি আপনার ফেসবুক ফ্যান পেইজে সরাসরি কনটেস্ট চালাতে পারেন ।
কনটেস্টের জন্য তাদের নিয়মগুলো চেক করে দেখুন
৩। পুল রান করুনঃ
‘পুল থেকে আলোচনার উদ্ভব হয় তাই নয়, সাথে সাথে আপনি আপনার অডিয়েন্সদের সম্পর্কেও গভীর ভাবে জানতে পারবেন।‘
এই লিঙ্কে ফেসবুকের পুল এপ পাবেন।
পুলের জন্য কিছু আইডিয়াঃ
- আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি ?
- কি ধরনের প্রডাক্ট অফার আপনি আমাদের কাছ থেকে আশা করেন ?
- কি ধরনের কৌশল আপনার ক্ষেত্রে ভাল কাজ করে যখন এই ধরনের ……………। পরিস্থিতির উদ্ভব ঘটে ?
৪। আপনার কোন পুলের ফলাফল শেয়ার করুনঃ
যদি আপনার রান করা পুল থেকে আপনি আপনার অডিয়েন্সের জন্য মজার বা দরকারি কোন তথ্য পেয়ে থাকেন , তাহলে আপনি সেগুলো আলাদা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। এই নিয়ে আপনি একটি কৌশলের আশ্রয় নিতে পারেন। আপনি পুলের রেজাল্টকে ডাউনলোডেবল রিপোর্ট হিসেবে দিতে পারেন (অবশ্যই ইমেইল আইডির বিনিময়ে)।
৫। প্রেরনাদায়ক ইমেজ শেয়ার করুনঃ
শুধু ফেসবুক নয় ব্যাক্তি জীবনেও নেতিবাচক ঘটনার অন্ত নেই। শুধু সমস্যা , হতাশা, ব্যাথতা ইত্যাদি সংবাদ বা পোষ্টের কারনে সবাই হতউদ্যোম হয়ে উঠে।
তাই আপনি গতানুগতিক পোষ্টের বাইরে গিয়ে মাযে মাযে অনুপ্রেরনা মূলক বা প্রেরনাদায়ী কোটেশান বা ইমেজ পোষ্ট করতে পারেন। এই ধরনের পোষ্ট সব অডিয়েন্সের উপরই প্রভাব ফেলে ।
৬। শুন্যস্থান পূরণঃ
শুন্যস্থান পুরনের পোষ্ট কিছুটা ধোয়াটে একটা ধারনা কিন্তু মজার ব্যাপার হল লোকে এই ধরনের পোষ্ট পছন্দ করে। আপনি এই ধরনের শূন্যস্থান পুরনের পোস্টের জন্য যেকোন প্রশ্নকে পুনঃ সাজিয়ে শুন্যস্থান বানাতে পারেন। দেখা যায় এই ধরনের পোষ্টের এনগেগম্যান্ট বেসিক প্রশ্নের চেয়ে বেশি হয়ে থাকে। আপনি নিজেই একটা পোষ্ট দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন।
৭। ফলো ফ্রাইডেঃ
আপনার ফ্যানদেরকে তাদের ওয়েব সাইটের বা ফেসবুক পেইজের লিঙ্ক শেয়ার করার সুযোগ করে দিন। এর ফলে তারা যে শধুমাত্র তাদের ব্যাবসায় বা পণ্য প্রদর্শনের ব্যবস্থা করতে পারবে তাই নয় তারা বরং নতুন নতুন লোকজনের সাথে পরিচিত হতে এবং নতুন কানেকশান করার সুযোগ পাবে।
৮। মৌসুমি পোষ্টঃ
সামনে আসছে এমন কোন ছুটিকে উপলক্ষ্য করে একটি হলিডে ইমেজ, বা কোটেশান বা কোন শুভেচ্ছা বার্তা শেয়ার করতে পারেন। আর এখানে যদি সম্ভব হয় তাহলে পার্সোনাল টাচ দেবার চেষ্টা করুন। যদি আপনি এমনটা করেন তাহলে সেটি আপনার ফ্যানদেরকে মনে করিয়ে দিবে যে ,আপনি একজন রিয়েল / বাস্তবিক ব্যাক্তি।
৯ । ব্লগ পোষ্টের সারাংশঃ
অনেক সময় দেখা যায় যে, অনেক ব্যাবসায় মালিকরা শুধু মাত্র তাদের ব্লগ পোষ্টের লিঙ্ক শেয়ার করে, যার সাথে কোন ধরনের অতিরিক্ত কোন টেক্সট থাকে না । ব্লগ পোষ্ট শেয়ারের বেলায় আপনাকে খুবই সাবধান হতে হবে যেন কোন লিঙ্ক শেয়ারের সময় তার সাথে এর পেছনের গল্প বা এর একটি সার সংক্ষেপ থাকে। এতে করে আপনার ফ্যানরা লিঙ্কে ক্লিক করার আগে জানতে পারবে পোষ্টের বিষয় বস্তু।
১০। শুধুমাত্র ফ্যানদের জন্য ডিসকাউন্ট অফারঃ
“আপনার ফেসবুক ফ্যানদের জন্য এক্সক্লুসিভ ডিসকাউন্ট অফার করুন, এটা হবে আপনার ফ্যান হবার উপহার ”
সম্ভব হলে ডিসকাউন্ট প্রমোট করতে ইমেজ ব্যবহার করুন। এইগুলো ফ্যানদের মনোযোগ আকর্ষণের জন্য খুবই কার্যকর। অন্য দিক দিয়ে ইমেজ পোস্ট তুলনামূলক ভাবে বেশি শেয়ার ও পেয়ে থাকে।
১১। আপনার নিসের অন্য কাউকে ক্রস প্রমোটঃ
আপনি আপনার ব্যাবসায়ের পণ্য বা সেবার সম্পূরক কোন ব্যাবসায়ের সাথে টিম হিসেবে কাজ করতে পারেন। সেটি আপনাদের দুই জনকেই একে অপরকে ক্রস প্রমোট করতে সাহায্য করবে। আপনারা উভয়েই উভয়কে ট্যাগ করতে পারেন। একে অপরের ফ্যান পেইজে লাইক দেবার জন্য নিজেদের ফ্যানদের কাছে সুপারিশ করতে পারেন, আবার একে অন্যের কনটেন্ট শেয়ার ও করতে পারেন।
১২। ফ্যান চ্যালেঞ্জঃ
আপনার ফ্যানদের জন্য একটি গ্রুপ চ্যালেঞ্জ পোষ্ট করতে পারেন। একা কোন কিছু করার চেয়ে দল গত ভাবে কোন কিছু করা কম চাপের। কিছু উদাহরণ হতে পারে এমনঃ
- ৩০ দিনে কিভাবে আপনার বাসাকে সাজাতে পারেন (প্রতিদিন একটি করে সাজানোর পোষ্ট দিতে হবে)
- ৭ দিনে মেদহীন পেট (প্রতিদিন সবচেয়ে ভাল মুল ব্যায়ামগুলো নিয়ে একটি ভিডিও বা ব্লগ পোষ্ট করতে পারেন।)
- কিভাবে ১০০০ ফ্যান পাবেন। (আপনার ওডিয়েন্সদের জন্য ফ্যান বাড়ানোর টিপস দিতে পারেন।)
আপনার ফ্যানদের জণ্য গ্রুপ চ্যালেঞ্জ পোষ্ট করতে পারেন।
১৩। টিউটোরিয়ালের লিঙ্কঃ
আপনার ফ্যানদেরকে স্টেপ বাই স্টেপ গাইড বা হাউ টু ডু সামথিং, টাইপ পোষ্ট দিতে পারেন। এই ধরনের পোষ্ট এনগেগমেন্ট বাড়াতে দারুন ভুমিকা পালন করে, বিশেষ করে ক্লিকের জন্য এবং শেয়ারের জন্য।
১৪। বিশেষজ্ঞ টিপসঃ
কোন একটি সাধারণ সমস্যা সমাধানে বা কোন চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে কোন একজন ইন্ডাজট্রি বিশেষজ্ঞের পরামর্শ শেয়ার করতে পারেন। সেই বিশেষজ্ঞ আপনি নিজেই হতে পারেন।
১৫। ব্যাক্তিগত পোষ্টঃ
একজন ছোট ব্যাবসায়ির এই সুবিধাটি রয়েছে ।
“মাজে মাজে ব্যাক্তিগত ইমেজ বা গল্প পোষ্ট করতে দ্বিধা করবেন না, এ বিষয়টি আপনাকে আপনার ফ্যানরা যে বড় ব্র্যান্ডগুলো ফলো করে তাদের থেকে আপনাকে আলাদা করে দিবে।”
১৬। ইমপারফেক্ট হউনঃ
কে কখন বলেছেন যে, লোকের লাইক পেতে আমাদেরকে সব সময়ই পারফেক্ট হতে হবে ? আপনার সংগ্রাম বা ভেঙ্গে পরার কোন গল্প শেয়ার করতে ও দ্বিধা করবেন না। এই ধরনের পোষ্ট আপনাকে আপনার ফ্যানদের কাছে একজন রক্ত মাংশের মানুষ হিসেবে প্রতিষ্ঠা করাবে। এটি একটি দারুণ উপায় আপনার ব্র্যান্ডটিকে আরো অনেক বেশি পার্সোনাল ও সম্পৃক্ত করার জন্য।
১৭। আপনার ব্যাবসায়, অফিস বা কর্মচারীদের ইমেজ শেয়ার করুনঃ
আপনার কর্মক্ষেত্রের কোন ছবি, বা আপনার কর্মচারিদের কোন ইমেজ বা কাস্টমারদের ইমেজ (অবশ্যই তাদের অনুমতি নিয়ে) শেয়ার করলে সেটা আপনার ব্যাবসায়কে আরো অনেক বেশি বিশ্বাসী ও নির্ভরশীলতার একটা ইমেজ বানাতে সাহায্য করবে।
আপনার ব্র্যান্ডের পেছনে কিছু আসল মানুষ রয়েছে এমন ধারনা দীঘমেয়াদে আপনার সাথে ফ্যানদের বিশ্বাস ও রিলেশানশিপ তৈরি করতে সাহায্য করে।
১৮। পরামর্শ বা সুপারিশ আহবানঃ
আপনি মাযে মাযে আপনার ফ্যানদের কাছ থেকে কি করে আরো ভাল পণ্য বা সেবা দেয়া যায় তার জন্য তাদের কাছ থেকে পরামর্শ বা সুপারিশ আহবান করতে পারেন। আপনি হয়ত মেয়েদের পোশাক বিক্রি করেন, সেখত্রে আপনি আপনার মেয়ে ফ্যানদের কাছে বিভিন্ন পরামর্শ বা সুপারিশ চাইতে পারেন যেমন হতে পারে আপনি সবচেয়ে ভাল ফেসওয়াশ বা ফেসক্রিম কোনটি জানতে চেয়ে পরামর্শ চাইতে পারেন। দেখা গেছে এ ধরনের পোষ্টের এনগেগমেন্ট অনেক বেশি হয়। এর কারন হতে পারে আমরা জাতিগত ভাবে পরামর্শ দিতে খুব পছন্দ করি।
১৯। প্রশ্ন আহবানঃ
আপনি ‘আপনার ফ্যানদের কাছ থেকে আপনার নিস রিলেটেড বা নিদিষ্ট কোন টপিকের উপর প্রশ্ন আহবান করতে পারেন। যেখানে আপনি তাদের জানাতে পারেন যে, প্রশ্ন গুলো বিশেষজ্ঞ রা উত্তর করবেন এবং সাথে সাথে সেরা প্রশ্ন কারি পাবেন পুরষ্কার।
দেখতে পারেন ভিডিওঃ
আনোয়ার হোসেন ।
Content Developer & Online Marketer
Cell: 01916 572 657 , Email: [email protected]
ফেসবুকে আমি ।
আরো পড়তে পারেন :
১। ই-কমার্স সাইটে ভিজিটর আনার যত পদ্দতি এবং সেগুলো শেখার রিসোর্স । (১য় পর্ব)
২। ই-কমার্স সাইটে ভিজিটর আনার যত পদ্দতি এবং সেগুলো শেখার রিসোর্স । (২য় পর্ব)
৩। ই-কমার্স সাইটের জন্য কেন করবেন ভিডিও মার্কেটিং ?
৪। ৭ টি মারাত্তক ভুল যা ই-কমার্স সাইটগুলো করে থাকে ।
৫। আপনার ই-কমার্স সাইটটিকে কিভাবে কার্যকর ও আকর্ষণীয় ভাবে সাজাবেন।
৬। ১০ ফেসবুক মার্কেটিং টিপস এন্ড ট্রিকস
৭। ফেসবুক থেকে ইমেইল আইডি সংগ্রহ করার ১০ টি স্মার্ট পদ্ধতি ।
তথ্য সুত্রঃ
১। http://stu.me/7-facebook-post-ideas-that-will-increase-social-engagement/
২। http://kimgarst.com/17-killer-facebook-post-ideas-for-small-business-owners
৩। http://www.postplanner.com/facebook-post-ideas-for-businesses-that-guarantee-engagement/
৪। http://www.postplanner.com/app-features/facebook-status-ideas-engine/
12,633 total views, 2 views today