কি বেচবেন অনলাইনে?
জাহাঙ্গীর আলম শোভন
কয়েকবছর আগে কবি আল মাহমুদের সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম একটি লিটল ম্যাগাজিনের হয়ে। প্রশ্ন তৈরী করতে গিয়ে আমি একটি প্রশ্ন বানালাম এরকম: গালভরা বুলি থেবে ভিক্ষার ঝুলি সবই বিক্রি হয় এই বাজারে, তবুও আমরা বলি দূমূর্ল্যের বাজার, সেই বজারে কবির পন্য কি? কবি বি বিকোতে চান এই ভুবনের হিজল তলায়। কবি বলেছিলেন স্বপ্ন, স্বপ্নই কবির পন্য। সেই পসরা সাজিয়েরই কবিতার ঢালা। প্রশ্ন হচ্চে আপনি কি বেচবেন ই কমার্সের বাজারে?

গত কয়েকদিনের অভিজ্ঞতায় দেখলাম, পন্য সংগ্রহ, পেমেন্ট মুড, ডেলিভারি, প্যাকিং, ছবি তোলা, প্রতারণা, ডোমেইন হোস্টিং এসবের পাশাপাশি কি পন্য নিয়ে ব্যবসা করবেন? এবিষয়ে অনেকে কনফিউশন এ আছেন। অথবা বুঝতে পারছে ন না কি দিয়ে শুরু করবেন। তাদেও জন্য এই লেখা। যারা অবশ্য এই স্টেজ পার হয়ে এসেছেন। দেখেছি তারা ইতোমধ্যে শুরু করে দিয়েছেন। সূতরাং শুরু করার জন্য এটি গুরুত্বর্পূ। প্রতিটি পরিবার বছরে কমবেশী গড়ে ৬শ রকমের পন্য ব্যবহার করে থাকে। এসব পন্য কেনার জন্য তারা সাধারণত ২০০-২৫০ টি মোকামে যায়। সূতরাং ব্যবসার শেষ নেই। আপনারা আমার চেয়ে আরো অনেক বেশী ধারণা রাখেন। তবুও আমি কয়েকটি বিষয় লিখছি। তাতে হয়তো আপনাদের আরো কিছু জিনিসের কথা মনে পড়ে যাবে।

প্রাথমিক
১. পচনশীল নয় এমন পন্য: বই, খাতা, কসমেটিক্স, স্টেশনারী, চাল, ডাল।
২. সহজে প্যাকিং করা যায় এমন পন্য: কাগজ, কলম, শাড়ি, কাপড়, মসলা ।
৩. অধিক চাপে নষ্ট হয়না এমন পন্য: কম্বল, লেপ, শীতের পোষাক, মশারী।
৪. সহজে বহন করা যায় এমন পন্য: সেনেটারী ন্যাপকিন, বেবী ওয়েফার, জুতা।
৫. কুকওয়ার: থালা বাসন, কুকার, ওভেন, ইস্ত্রি মেশিন Houseware
অন্যান্য: গ্রামের বিউটি পার্লারগুলোর জন্য পার্লার সামগ্রী, অলংকার, চা পাতা, পরচুলা, বিলাসী নানা দ্রব্য।

দ্বিতীয়
১. সারাদেশে একই কোয়ালিটিতে পাওয়া যায়না এমন পন্য: মিস্টি, শুটকি, উপহার সমাগ্রী, বিদেশী কসমে্িটকস
২. সিজনাল পন্য: আম, লিচু, মধু, পরমালিন ছাড়া ফল।
৩. এলাকাভিত্তিক পন্য: কুমিল্লার রসমালাই, নাটোরের কাঁচাগোল্লা,বগুড়ার দই, পাবনার লুঙ্গি, কক্সবাজারের ঝিনুক। শাখারী বাজারের শাখা, যশরের গুড়,
৪. স্পেশাল হোম সার্ভিস: পেইন্টিং, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, সেনেটারী মিস্ত্রি, পরিবহন সার্ভিস।
৫. ওয়ার্কার সার্ভিস: ড্রাইভার, কাজের বুয়া, গার্ড, ন্যানি, গর্ভননেস, টিচার নিয়োগ।
অন্যান্য: প্রেসক্রিপশানের ভিত্তিতে ঔষধ, হোমিওপ্যাথি, সেলুন সামগ্রী, ব্যাগ, চামড়া ও পাটজাত দ্রব্য।

তৃতীয়
১. নিত্য প্রয়োজনীয় পন্য: চাল, ডাল, তেল, মসলা।
২. ইলেকট্রনিক্স পন্য ও গেজেট: খেলনা, মোবাইল, ব্যাটারী, চার্জার, ছোট েেছাট পন্য।
৩.সার্ভিস: হ্যান্ডিক্রাপটস, টেইলারিং, এম্বুলেন্স, ব্লাড ব্যাংক, ডক্টরস হোম।
৪. ই টিকেটিং: বাস, ট্রেন, সিনেমা ও নাটকের টিকেট, হোটেল বুকিং, হল বুকিং।
৫. ওয়েডিং এন্ড ইভেন্টস: হল বুকিং, খাবার, পোশাক ও অন্যান্য জিনিস সরবরাহ।
অন্যান্য: ফার্নিচার, হাউজহোল্ড, বেবীওয়ার, স্কুল সামগ্রী, স্পের্টসওয়ার, পোষ্টার, ক্যালেন্ডার, ডায়রী।

চতুর্থ
১. সফ্ট গুডস: বিভিন্ন সপ্টওয়ার, হান্ডনোট, শর্ট সাজেশান, আটিংকেল, রচনা, মডেল টেস্ট প্রশ্ন, সফট বুকস।
২. সার্ভিস: ল, সেক্স মেডিসিন, সোস্যাল কাউন্সেলিং, গান, কবিতা, গল্প, ইমেজ, ছবি, ক্যানভাস, ফটোগ্রাফ।
৩. ই কমার্স রিলেটেড সার্ভিস: পেমেন্ট গেটওয়ে, ওয়েব, সাপ্লাই, ডেলিভারী, প্যাকিং।
৪. দেশের বাইরে: হোটেল, হাসপাতাল, বিমান, বুকিং, ভিসা হেল্প।
৫. কনসালটেন্সি: ব্যাংক লোন, এনজিও নিবন্ধন, সরকারী টেন্ডার,
অন্যান্য্য: গাড়ি, বাড়ি, প্লট, প্লাট, জমি, কাঠ, দরজা, গাছ, এমনকি নিমার্ণ সামগ্রী।

পঞ্চম

১. অনলাইন ফ্রি সার্ভিস: তথ্যমূলক পোর্টাল, নিউজপোর্টাল, ডাইরেক্টরী, এডসাইট, জবসাইট। (ইনকাম: এড)
২. একধাপ এগিয়ে: সার্চ ইঞ্জিন, ব্লগ, ফ্রিল্যান্স ওয়ার্ক স্টেশান, অনলাইন স্কুলিং।
৩. আনকমন: অদল বদল, এন্টিক জিনিসপত্র, শখের জিনিসপত্র।
৫. আগামী দিনের ই কমার্স: অনলাইন গাইড, নিউ মোবাইল এপ্লিকেশন,
৬. একধাপ পিছিয়ে: লোন দেয়া, অনলাইনে সমিতি গড়ে তোলা।
অন্যান্য: মেডিক্যাল ইনস্ট্রুমেন্ট, সাইন্স ইনস্টুমেন্ট, আমদানীকৃত নতুন ধরনের পন্য।

কয়েকটি ব্যতিক্রম আইডিয়া:
01. দেশের এই পরিস্থিতি, অনলাইন স্কুলিং, কাউন্সেলিং, হ্যান্ডনোট, মডেলটেস্ট এ ধরনের সার্ভিস ভালো চলতে পারে। হার্ড প্রোডাক্টস নয় বিধায় পার্সেল বা ডেলিভারি চিন্তা নাই।
02. পরিস্থিতি স্বাভাবিক হলে পত্রিকার হকারদের মাধ্যমে যেকেউ ঢাকায় একটা ডেলিভারি চেইন দাড় করাতে পারেন। কারণ তারা বিশ্বস্থ, ভেগে যাবেনা এবং 11টার পর তাদের আর কোন কাজ থাকেনা।
03. প্রথমে দিকে প্রোডাক্টস বেজ না করে কন্টাক্ট ও কমিশন বেজড কিছু করতে পারেন। যেমন ধরুন রেন্ট এ কার, এম্বুলেন্স, ইত্যাদি।

11,295 total views, 5 views today

Comments

comments

Your email address will not be published.