
প্রথম পর্বে ভিজিটর আনার ৯ টি উপায় নিয়ে আলোচনা করেছিলাম। সেই ৯ টি উপায় কেউ মিস করে থাকলে দেখে আসতে পারেন এখান থেকে।
১০। স্লাইড শেয়ারঃ
এটি হচ্ছে এমন একটা সাইট যেখানে আপনি আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান বা কি নোট প্রেজেন্টেশান,ওয়ার্ড , পিডিএফ ডকুমেন্ট সহ আরো অনেক কিছু আপলোড করতে ও প্রকাশ করতে পারেন।লোকেরা আপনার প্রেজেন্টেশান দেখতে, শেয়ার করতে ও কমেন্ট করতে পারে।এটি ও হতে পারে আপনার সাইটের ভিজিটর আনার অন্যতম একটি উৎস।
স্লাইড শেয়ার থেকে ভিজিটর পেতে টিপসঃ
• আপনার ব্লগের জন্য একটি প্রফাইল স্লাইড শেয়ার তৈরি করুন।
• আপনার প্রেজেন্টেশানে আপনার ব্লগের লিঙ্ক যোগ করুন।
• আপনার ব্লগের সাথে রিলেটেড প্রেজেন্টেশান আপলোড করুন।
• কিওয়ার্ড সহ সম্পূর্ণ প্রেজেন্তেশান এর বর্ণনা দিন।
• আপনার প্রেজেন্টেশানের উপযুক্ত ক্যাটাগরি বাছুন।
• আপনার প্রেজেন্টেশান কে ট্রান্সক্রিপ্সান এ যুক্ত করুন।
• প্রিন্ট,এম্বেড,শেয়ার ও ডাউনলোড করার সুবিধা যোগ করুন।
• ব্লগের সাথে প্রেজেন্টেসান এম্বেড করুন।
দেখতে পারেন ভিডিওঃ
আরো জানতে পড়তে পারেনঃ
১। http://www.webconfs.com/how-to-get-traffic-from-slideshare-article-53.php
২। http://pushingsocial.com/7-ways-to-use-slideshare-to-get-more-blog-traffic/
৩। http://www.socialmediaexaminer.com/slideshare-for-your-business/
১১। স্কুইডোঃ
সোশ্যাল নেটওয়ার্ক বিশ্বে স্কুইডোকে হিডেন ডায়মন্ড বলা হয়। যদিও অনেক ওয়েব মাস্টার , ব্যাবসাহী ও ওয়েব ডিজাইনাররা অনেক সময়ই শীর্ষ সোশ্যাল মিডিয়াগুলোর অন্যতম এই মাধ্যমটিকে অবহেলা করে থাকে। স্কুইডো একটি ফ্রি অনলাইন টুল যেটি এর ব্যবহারকারীদের “লেন্স” বা একটি ওয়েবপেইজ খোলার সুযোগ করে দেয়। প্রতিটি লেন্স একটি করে টপিক।
স্কুইডো থেকে ভিজিটর পেতে টিপসঃ
• কিওয়ার্ড নির্বাচন করতে হবে সাবধানতার সাথে ।
• সম্ভাব্য সবচেয়ে ভাল লেন্স বানাতে হবে ।
• সবচেয়ে ভাল কাজ করছে এমন লেন্স গুলোকে বিশ্লেষণ করতে হবে।
• আপনার লেন্সকে প্রমোট করুন।
• আপনার লেন্সকে ইম্প্রুভ করতে চেষ্টা করুন।
দেখতে পারেন ভিডিওঃ
আরো জানতে পড়তে পারেনঃ
১। http://www.instantshift.com/2012/06/29/increase-website-traffic-with-a-squidoo-lens/
২। http://www.dealermarketing.com/top-ways-to-use-squidoo-to-increase-traffic-to-your-website/
৩। http://www.searchenginejournal.com/the-ultimate-guide-for-creating-and-promoting-squidoo-lenses-that-rank/59626/
১২। ইয়াহু আনসারঃ
ভিজিটর আনার সবচেয়ে সহজ পদ্ধতি অনেক সময়ই সবচেয়ে বেশি অবহেলার স্বীকার হতে পারে। ইয়াহু আনসার সেরকম একটি সহজ পদ্ধতি কিন্তু আমরা অনেকেই এটিকে তেমন একটা গুরুত্ব দেই না। আপনি এটিকে কোন ভাবেই এড়িয়ে যেতে পারেন না কেননা ইয়াহু আনসারের শুধু আমেরিকাতেই মাসিক ইউনিক ভিজিটর সংখ্যা হল ২১ মিলিয়ন আর বিশ্ব ব্যাপী এর সংখ্যা ৯০ মিলিয়ন !এটি ওয়েবে সবচেয়ে বড় নলেজ শেয়ারিং কমিউনিটি।
ইয়াহু আনসার থেকে ভিজিটর পেতে টিপসঃ
• অবশ্যই ইয়াহু একাউন্ট না থাকলে খুলে নিতে হবে।
• আপনার প্রফাইলটি সম্পূর্ণ করুন।
• ইয়াহু আনসারের ফিচার গুলোর সাথে পরিচিত হয়ে নিন।
• এবার নিজেকে প্রমোট করা শুরু করুন।
• আপনার নিস রিলেটেড প্রশ্ন খুজে বের করুন।
• সাম্প্রতিক প্রশ্নগুলির উত্তর দিতে চেষ্টা করুন।
• বলা হয়ে থাকে প্রথম প্রশ্ন করার ৩ ঘণ্টার মাজেই উত্তর দেয়া সবচেয়ে বেশি কার্যকর।
• সোরচ বক্সে অবশ্যই রিলিভেন্ট ওয়েব সাইটের লিঙ্ক ব্যাবহার করতে হবে ।
• বিস্তারিত উত্তর দিতে হবে। উত্তর যত বেশি বিস্তারিত হবে আপনার উত্তর তত বেশি টপে থাকার সম্ভাবনা বেড়ে যাবে।
• উত্তর করার লিমিট শেষ হয়ে গেলে আপনি একদিনেই অনেক প্রশ্নের উত্তর করতে পারবেন।
• উত্তরে আপনার নিসের কিওয়ার্ড ব্যাবহার করুন
• লিমিট উঠে যাওয়ার পর যত বেশি সম্ভব প্রশ্নের উত্তর করুন।
• অন্যদের ইমপ্রেস করার মত পোর্টফলিও বানাতে হবে।
দেখতে পারেন ভিডিওঃ
আরো জানতে পড়তে পারেনঃ
১।http://www.tareeinternet.com/forum/seo/581-yahoo-answers-great-place-increase-website-traffic.html
২। http://www.seerinteractive.com/blog/300-traffic-increase-fromyahoo-answers/
১৩। ইউটিউব ভিডিওঃ
ভিজিটর পাবার এক অসীম সম্ভাবনাময় এক জায়গার নাম ইউটিউব। প্রতিমাসে যাদের ইউনিক ভিজিটর সংখ্যা ৯০০ মিলিয়ন। তবে একটা বিসয় মাথায় রাখা ভাল। এটি একটি খুবই জ্যাম লেগে থাকার মত জায়গা। ঠিক যেন আরেক গুলিস্থান আরকি ! কেননা এখানে প্রতি মিনিটে ১০০ ঘণ্টার মত ভিডিও আপলোড হচ্ছে প্রতিদিন। তাই এত ভিড়ের মাঝে আপনার আপনি কিভাবে আপনার ভিডিও টিকে লোকের কাছে পৌছে দিবেন সেটা একটা চ্যালেঞ্জ ।
এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে আপনাকে ভিডিও এই ই ও (video seo) এর সাহায্য নিতে হবে।
ইউটিউব ভিডিও থেকে ভিজিটর পেতে টিপসঃ
• দীর্ঘ আর সুন্দর একটি ডেসক্রিপসান লিখতে হবে।
• ভিডিও কিওয়ার্ড ব্যাবহার করুন।
• বিভিন্ন অনলাইন কমিউনিটি যেমনঃ কোরা, লিঙ্কডইন গ্রুপ ইত্যাদি থেকে ভিজিটর আনতে চেষ্টা করুন।
• ভিজিটরদের কে সাবস্ক্রাইব করতে শেয়ার করতে উৎসাহিত করুন।
• কিওয়াড় রিচ প্লেলিস্ট বানিয়ে ফেলুন।
দেখতে পারেন ভিডিওঃ
আরো জানতে পড়তে পারেনঃ
১। http://www.shoutmeloud.com/50-ways-drive-traffic-from-youtube.html
২। http://www.mindvalleyinsights.com/6-ways-to-get-traffic-to-youtube/
৩। http://www.jameswedmore.com/boost-youtube-views-8-simple-tips-get-free-youtube-views/
1
১৪। রিলিটেড ব্লগ ফোরামঃ
আপনি যদি প্রতিদিন নিয়ম করে ১০ মিনিট রিলেটেড ফোরাম গুলোতে সময় দেন তাহলে নিশ্চিত ভাবেই আপনি আপনার সাইটের জন্য প্রতিদিনই নতুন নতুন ভিজিটর পেতে থাকবেন। তবে সেক্ষেত্রে আপনার অবশ্যই ভাল একটি পরিকল্পনা থাকতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে।সে পরিকল্পনা হতে হবে কোয়ালিটি কনটেন্ট বিষয়ক।
রিলিটেড ব্লগ ফোরাম থেকে ভিজিটর পেতে টিপসঃ
১।আপনাকে সবার আগে একটিভ থাকতে হবে।
২। সিগনেচারে লিঙ্ক ব্যবহার করুন।
৩। নতুন থ্রেড শুরু করুন।
৪। পুরনো থ্রেড ব্যবহার করুন।
৫। প্রোফাইলে আপনার ব্লগ ফিড যুক্ত করুন।
৬। কমেন্ট সংক্ষেপে করুন।
৭। সবস ময়ই পজিটিভ থাকতে চেষ্টা করুন।
৮। অন্যদের সাহায্য করতে চেষ্টা করুন।
৯।আপনার কমেন্ট ও নতুন যোগ করা থ্রেডকে সব সময়ই আপডেট রাখুন।
১০। আপনার প্রোফাইলে ও ভ্যালু যোগ করতে চেষ্টা করুন।
দেখতে পারেন ভিডিওঃ
আরো জানতে পড়তে পারেনঃ
১। http://www.dailyblogtips.com/8-tips-to-get-traffic-from-online-forums/
১৫। গেস্ট ব্লগিঃ
আপনার নিসের সাথে মিল রয়েছে এমন যেসব সাইটের প্রচুর ভিজিটর রয়েছে একই সাথে রয়েছে ভাল পেজ অথিরিটি ও পেইজ র্যাঙ্ক, আপনি সেখানে ব্লগ লিখতে পারেন।এটি আপানর সাইটে ভ্যালু যোগ করবে। শুধু তাই নয় এটা সার্চ ইঞ্জিনের কাছে পছন্দের একটি বিষয়। এর মাধ্যমে আপনি রিলিটেড ব্যবসাহিদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারেন।
আপনার গেস্ট ব্লগিংকে শক্তিশালী করতে কিছু টিপসঃ
১। আপনার গেস্ট ব্লগের যেখানে সম্ভব লিঙ্ক যুক্ত করুন।
২। পোস্টে আপনার অন্যান্য পোষ্টের লিঙ্ক ও যুক্ত করে দিতে পারেন।
৩। সাইটের হোম পেজের সাথে সাথে আপনি যে পেইজের জন্য লিখবেন তার পেইজ র্যাঙ্কের দিকে ও লক্ষ্য রাখবেন।
৪। ব্লগিং সাইট পছন্দ করার সময় তাদের সোশ্যাল মিডিয়া দিকে খেয়াল রাখতে হবে, যেমনঃ যদি দেখেন টুইটারে তাদের ৫০০০ এর বেশি ফলোয়ার আছে তার মানে আপনি ও এখান থেকে বেশ ভাল ভিজিটর আশা করতে পড়েন।
দেখতে পারেন ভিডিওঃ
আরো জানতে পড়তে পারেনঃ
১। http://www.writersincharge.com/10-major-benefits-of-guest-blogging/
২। http://backlinko.com/the-definitive-guide-to-guest-blogging
৩। http://positionly.com/blog/seo/guest-blogging
১৬। আর্টিকেল মার্কেটিং
এটি একটি অনলাইন মার্কেটিং কোশল যা সকল সফল সব ব্যাবসায় সাইটগুলোই ব্যাবহার করে। এর মাধ্যমে আপনি আপনার সাইটের ভিজিটর বাড়ানোর সাথে সাথে আপনার সাইটকে জনপ্রিয় ও করতে পারেন। আপনি যদি ভালভাবে জানেন কিভাবে একে ব্যাবহার করতে হবে তাহলে এটি হতে পারে এটি ভিজিটর বাড়ানোর একটি দারুন এক উপায়। এটি এক ধরনের বিজ্জাপন যেখানে আপনি আর্টিকেল লিখে বিভিন্ন ফ্রি আর্টিকেল মার্কেট প্লেসগুলোতে সাবমিট করবেন। সেই সব আর্টিকেল গুলোকে অবশ্যই আপনার নিস রিলেটেড হতে হবে। আর আর্টিকেলের সাথে আপনার একটি লেখক প্রফাইল থাকতে হবে যেখানে আপনি আপনার সম্পর্কে বলার সাথে সাথে আপনার সাইটের হোম পেইজে নেবার লিঙ্কটি ও দিয়ে দিবেন ।
আর্টিকেল মার্কেটিং য়ের জন্য কিছু টিপসঃ
১। সংক্ষিপ্ত আর্টিকেল (সাধারণত ৪০০ থেকে ৬০০ ওয়ার্ড ) বেশি ভিজিটর আকর্ষণ করে থাকে।
২। আকর্ষণীয় টাইটেল দিতে চেষ্টা করুন কেননা এটি খুবই গুরুত্বপূর্ণ ।
৩। এফিলিয়েট লিঙ্ক ব্যাবহার করতে পারেন।
৪। নিজেকে প্রমোট করুন।
দেখতে পারেন ভিডিওঃ
আরো জানতে পড়তে পারেনঃ
১। http://www.smartpassiveincome.com/how-to-boost-blog-and-website-traffic-with-article-marketing/
২। http://www.wahm.com/articles/how-to-increase-blog-traffic-through-article-marketing.html
৩। http://www.dailyblogtips.com/how-to-increase-your-blog-traffic-with-article-marketing/
উপরের উপায়গুলো কাজে লাগিয়ে আপনি আপনার ব্লগ, ব্যাক্তিগত সাইট বা ই-কমার্স সাইটে ভিজিটর নিয়ে আসতে পারেন। একটা বিষয় এখানে আবারও উল্লেখ করি, আপনারা হয়ত ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে,সফল হতে গেলে স্পামের কোন জায়গা নেই, উল্টো স্পাম করলে আপনি গুগল থেকে পেনাল্টি খাবেন এটা নিশ্চিত। আর ইউনিক, কোয়ালিটি কনটেন্টের ভুমিকা আগেও ছিল , এখনও আছে, সামনেও থাকবে।
হ্যাপি ই-কমার্সিং
পূর্ববর্তী লেখাঃ
১। ই-কমার্স সাইটে ভিজিটর আনার যত পদ্দতি এবং সেগুলো শেখার রিসোর্স । (১য় পর্ব)
২। ই-কমার্স সাইটের জন্য কিভাবে লিখবেন এসইও অপ্টিমাইজড কন্টেন্ট।
৩। ই-কমার্স সাইটের জন্য কেন করবেন ভিডিও মার্কেটিং ?
৪। ৭ টি মারাত্তক ভুল যা ই-কমার্স সাইটগুলো করে থাকে ।
৫।আপনার ই-কমার্স সাইটটিকে কিভাবে কার্যকর ও আকর্ষণীয় ভাবে সাজাবেন।
তথ্যসুত্রঃ
১।http://weblogs.about.com/od/marketingablog/tp/10-Tips-To-Use-Slideshare-To-Increase-Blog-Traffic.htm,
২।http://bb2u.net/make-money-online/seo/6-tips-tricks-get-massive-traffic-squidoo.html
৩।http://www.sitebuildertips.com/yahoo-answers-traffic-guide-how-to-get-traffic-from-yahoo-answers-388
৪। http://searchenginewatch.com/sew/how-to/2340726/5-advanced-youtube-seo-tactics-to-drive-more-traffic-to-your-videos-website
৫। http://www.shoutmeloud.com/drive-traffic-forums.html
৬। http://socialmouths.com/blog/2013/06/28/powerful-guest-blogging/
৭। https://www.prchecker.net/article-marketing-tips.html
৮। http://www.retireat21.com/blog/how-to-use-article-marketing-to-drive-traffic
আনোয়ার হোসেন
Content Writer & Online Marketer
Cell: 01916 572 657 , Email: [email protected]
ফেসবুকে আমি । জানতে বা জানাতে যোগ দিতে পারেন ফেসবুক গ্রুপে (Online Content, Professional Blogging, e-marketing, SEO Group)
10,588 total views, 4 views today