ই-কমার্স সাইটের বিজ্ঞাপনের জন্যে ভালো ও কার্যকরী একটি মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ থেকে ভিডিও মার্কেটিং ।
কিন্তু কেনো ফেসবুক পেজ থেকে ভিডিও মার্কেটিং ব্যবহার করবো আমরা ?
কারণ একটাই , তা হল খুব সহজে আপনি আপনার ব্যবসায়িক ফেসবুক পেজকে প্রমোট করতে পারবেন এই ভিডিও মার্কেটিং এর মাধ্যমে
আপনার ক্রেতাদের কাছে । এর মাধ্যমে আপনি একই সাথে আপনার ব্যবসায়িক পেজ এবং আপনার প্রোডাক্ট এর ভিডিও কিংবা দারুণ একটি তথ্যমূলক বা বিনোদনমূলক ভিডিও অনেক মানুষের সাথে শেয়ার করতে পারবেন ।
কিন্তু এই শেয়ারের মাধ্যমে কি হবে ?
– মানুষ বিনোদন কিংবা তথ্যমূলক বা চমৎকার বিষয় কিংবা চমৎকার প্রোডাক্ট এর বিষয়ে জানতে সবসময় খুব আগ্রহী । আর চমৎকার বিষয়গুলোর ভিডিও প্রচারের সাথে সাথে আপনার ই-কমার্স সাইটের পেজটির একরকম বিজ্ঞাপন ও হয়ে যাবে । বিষয়বস্তু ভালো হলে মানুষ আগ্রহী হয়ে আপনার পেজ এ লাইক দিবে। ভিন্নতা অবশ্যই রাখতে হবে সেই ভিডিওতে । মজার , হাসির বিষয়ের সাথে সাথে আপনার প্রোডাক্টকেও আপনি ক্রেতার কাছে তুলে ধরতে পারবেন ।
খুব উপকারী ফেসবুক একটি বিজ্ঞাপন এটি ।
এখন কথা হচ্ছে কিভাবে ভিডিও মার্কেটিং করবেন ?
-খুব সহজেই আপনি দিতে পারবেন । এর জন্যে আপনাকে আপনার ফেসবুক একাউন্ট থেকে নিচের
এই লিংকে যেতে হবে বা টাইপ করবেন ।
বলতে পারেন এটিই প্রথম ধাপ
https://www.facebook.com/ads/create/
দ্বিতীয় ধাপ
উপরের লিংকে ক্লিক করার পর নিচের ছবির মতন দেখতে পাবেন আপনি ফেসবুকে ।
এখন তীর চিহ্নিত Get video views ক্লিক করলে ছবির ডানপাশের video views এর মতন দেখতে পাবেন ।
video views এর নিচে choose page এর জায়গায় আপনার ব্যবসায়িক ফেসবুক পেজটির নাম লিখুন । এবং continue তে ক্লিক করুন নিচের মতন করে ।
ক্যাম্পেইন এর নাম হবে video views । ঠিক নিচের ছবির মতন । Account country তে নিজের দেশের নাম দিন । কারেন্সি সিলেক্ট করুন । টাইমজোন নিচের ছবির মতন সিলেক্ট করুন ।
কোন কোন দেশের ক্রেতাকে লক্ষ্য করে এই বিজ্ঞাপন দিতে চান ? সেই অনুযায়ী ১ নম্বর তীর চিহ্ন লোকেশনে দেশের নাম দেন । কোন বয়সের লোকের কাছে আপনার পেজ থেকে ভিডিওটি প্রচার করতে চান , তা নির্ধারণ করে দিন । ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন । কি ধরণের interest আপনার প্রতিষ্ঠানের তা ঠিক করে দিন ।
আপনি কতদিন ভিডিও বিজ্ঞাপন করবেন তার ওপর নির্ভর করে আপনার প্রতিদিনের বাজেট নির্ধারণ হবে । পেজে যত বেশি লাইক থাকে তার ওপর ভিডিও মার্কেটিং এর বাজেট নির্ভর করে । কোনদিন থেকে কোনদিন এই ভিডিও বিজ্ঞাপন করবেন সেই সময় দিন তা সিলেক্ট করে দিন ।
পরবর্তীতে নিচের ছবির মতন দেখবেন । আপলোড ভিডিওতে আপনার দেয়া ভিডিও আপলোড করুন । ১ জিবি পর্যন্ত ফাইলের সাইজ হতে পারবে । রেজুলেশন ৭২০ p হবে ।
aspect ratio হবে ১৬:৯ ।
নিচে ছবিতে টেক্সট হিসেবে কি লিখতে চান তা কয়েক লাইনে লিখে দিন । তাহলে ভিডিও এর উপরে সেই লেখা পোস্ট আকারে পেজ থেকে দেখতে পাবেন । তীর চিহ্ন দেয়া আছে নিচে ছবিতে । choose button এ আপনার পছন্দ অনুযায়ী অপশন সিলেক্ট করুন ।
প্লেস অর্ডার এ ক্লিক করুন । পেমেন্ট সিস্টেম সিলেক্ট করুন নিচের ছবির মতন । continue দিন ।
কার্ড নাম্বার , সিকিউরিটি কোড , দেশের নাম লিখুন এবং সাবমিট করুন ।
বিশেষ দ্রষ্টব্যঃ
বিজ্ঞাপন দেয়ার সময় ফেসবুক যে লেখাগুলো লিখে তা ভালোভাবে পড়ে পূরণ করুন । তা না হলে আপনার সামান্য একটি ভুলে আপনার একাউন্টের টাকা সব বিজ্ঞাপনে চলে যেতে পারে ।
তাই আবারো বলছি , খুব সাবধানতা অবলম্বন করবেন । প্রয়োজন হলে শুধুমাত্র ফেসবুক বিজ্ঞাপনের জন্যে আলাদা একটি ব্যাংক একাউন্ট করে আপনার কোম্পানির যাবতীয় সব ফেসবুক বিজ্ঞাপন দিন ।
শুভেচ্ছা সবাইকে
ভালো থাকবেন ।
Content Writer- Nazmul Hasan Majumder
For Facebook profile– click here
For Facebook Page – contentever
9,177 total views, 3 views today