আমরা অনেকেই ই-কমার্স করছি অনেকটাই অনিরাপত্তায় এবং অগোছালো ভাবে। আমাদের দেশের বেশীর ভাগ ই-কমার্স সাইট এর সিকিউরিটি অনেক দুর্বল। এসএসএল (SSL- Secure Sockets Layer) সার্টিফিকেট নেই। নেই বিজনেস ভালিডেশন সার্টিফিকেট, নেই ট্রাষ্টেড সার্টিফিকেট। এটা শুধু নতুন ছোট পরিসরে ই-কমার্সে আসা একজন উদ্যেক্তার ওয়েব সাইটের কথা না, দেশের বড় বড় ই-কমার্স সাইট গুলোর ও এই অবস্থা। যারফলে আমরা প্রতিনিয়ত ফেইসবুকে দেখতে পায় বিভিন্ন ক্রেতারা প্রতারনা ও হয়রানির স্বীকার হচ্ছে।
আমার একটা জোকস মনে পরছে। জোকস টা হল-
চায়নায় নাকি একটা চোর ধরার মেশিন আবিস্কৃত হয়ছে, এখন সে মেশিন চায়নাই স্থাপন করা হলে ঘন্টায় ২০ টা চোর ধরে, জাপানে শ্তাপনে ঘন্টায় ২৫ টা চোর ধরা পরে। আর যখনি ঢাকায় স্থাপন হয়, ৩০ মিনিটে মেশিন টায় চুরি হয়ে যায়। কারন আমরা বাঙ্গালীরা দেশের জন্মলগ্ন থেকেই এই ধোকা- দুই নম্বরী-স্ক্যাম করে আসছি। আর যারা এতদিন অফলাইনে ধোকা দিত তার এখন অনলাইনে আসছে। তারা হয়তো অনলাইনে এসেই সহজ ডট কম হয়ে যায়।
তাই ই-ক্যাব থেকেই শুধু ই-কমার্সে বিক্রতাদের পন্য বিক্রয় এর পথদেখালেই চলবেনা, ক্রেতা নিরাপত্তার স্বার্থে কিছু একটা করতে হবে। কারন, তা নাহলে বাংলাদেশের সম্ভাবনার ই-কমার্স মুখ থুবরে পরবে। ক্রেতা হবে প্রতারিত, হারাবে তাদের বিশ্বাস। আর ক্রেতা না থাকলে তো আপনার আমার পন্য বিক্রি হবে না। আর পন্য বিক্রি না হলে আমি বা আপনি ই-কমার্স করব কেন। পন্য বেচতে চাইলে ফুটপাতে দাড়িয়ে হয়তে পন্য বিক্রির জন্য গলা ছেড়ে বলব, বাইছ্যা নেন…দেইখ্যা নেন…মাত্র…১০০…
ধন্যবাদ সবাইকে।
জয় হোক ই-কমার্সের!
জয় হোক আপনাদের!
ভালো থাকবেন!

www.facebook.com/shaifulalmamun

6,808 total views, 3 views today

Comments

comments

Your email address will not be published.